কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Other
ঝালকাঠি-১ আসনে ডা. মাহমুদা মিতুর ব্যাপক গণসংযোগ: ইনসাফ কায়েমের অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন এনসিপির ডা. মাহমুদা মিতু। দিনভর গণসংযোগ ও পথসভার মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে জনসমর্থন আদায় করছেন। আজ কাঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন তিনি।
আজ সকাল থেকেই ডা. মাহমুদা মিতু কাঠালিয়া উপজেলার কাঠালিয়া বাজার, বাসস্ট্যান্ড ও থানা সংলগ্ন এলাকাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জনপদে গণসংযোগ করেন। এসময় তিনি সাধারণ ব্যবসায়ী, পথচারী এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করেন। তার এই গণসংযোগে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
গণসংযোগকালে ডা. মাহমুদা মিতুর সাথে উপস্থিত ছিলেন আহাদ শিকদার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাঠালিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা বিপুল সংখ্যায় এই প্রচারণায় অংশ নেন। ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই গণসংযোগে ভিন্ন মাত্রা যোগ করে।
পথসভায় ডা. মাহমুদা মিতু বলেন, "আমি কাঠালিয়া ও রাজাপুরের সাধারণ মানুষের জন্য ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই করতে চাই। এই জনপদের অবহেলিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়াই আমার মূল লক্ষ্য।"
এক প্রশ্নের জবাবে তিনি জোটগত রাজনীতির প্রতি গুরুত্বারোপ করে বলেন, "ব্যক্তিগত ইচ্ছার চেয়ে বৃহত্তর স্বার্থ বড়। জোটের পক্ষ থেকে যাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হবে, আমরা তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং তাকেই পূর্ণ সমর্থন দেব।"
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে নিয়ে ডা. মাহমুদা মিতুর এই প্রচারণা সাধারণ মানুষের মনে আস্থার সৃষ্টি করেছে। বিশেষ করে তরুণ ভোটাররা তার ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকারকে ইতিবাচকভাবে দেখছেন।
