জাটকা সংরক্ষণ সপ্তাহ র্যালি পালন।
1
0
6 意见·
08/04/25
在
农业-经济与贸易
অদ্য ০৮ ই এপ্রিল ২০২৫ খ্রিঃ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, ঝালকাঠি এর আয়োজনে ৮ই এপ্রিল হতে ১৪ই এপ্রিল পর্যন্ত জটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য সড়ক র্যালি বের হয় অতঃপর জেলা শিল্পকলা একাডেমি, ঝালকাঠিতে “জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫” এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আশরাফুর রহমান, (যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত), ঝালকাঠি মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে সুযোগ্য পুলিশ সুপার, জনাব উজ্জ্বল কুমার রায়, ঝালকাঠি মহোদয়।
এ-সময় ঝলকাঠি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
显示更多
0 注释
sort 排序方式