
Rabiul Alam
|Subscribers
Breaking news
গতকাল পদুয়ারবাজারে ভয়াবহ দুর্ঘটনা নিয়ে নূরজাহান হোটেলের পরিচালক লুতফুর রহমান রিপন যা বলেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নিয়ে উল্টো পথে ঢাকামুখী লেনে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই লরি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। লরিটি তখন পাশেই থাকা একটি প্রাইভেটকার ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ চার যাত্রী নিহত হন। নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মো. ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) এবং আরেক ছেলে আবুল কাশেম (৪৫)। নিহত আবুল হাশেমই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন।
এছাড়াও সিএনজিতে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহতদের সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।”
কুমিল্লার লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা
সফি উল্ল্যাহর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার, এলাকাবাসী ও শ্রমিক ইউনিয়ন পরিষদ।
বুধবার দুপুরে লাকসাম বাইপাস এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী সফিউল্লাহ, এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের
নেতাকর্মীরা।
এসময় শফিউল্লাহর বিরুদ্ধে সিএনজি ড্রাইভার আব্দুর রহিম কে দিয়ে জোর পূর্বক চাঁদাবাজী মামলা, সোশ্যাল মিডিয়া অপপ্রচার ও মিথ্যা মামলার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল থেকে বহিষ্কার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ এবং প্রসানের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্হা নেওয়ার জোর দাবি জানান তারা।
পরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে লাকসাম উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে প্রায় ২০ বছর ধরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ রাস্তা দখলের অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছেন শতাধিক পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, পশু হাসপাতালের পূর্বে শান্তি নিবাস ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশ দিয়ে উত্তর-দক্ষিণমুখী পাকা সড়কটি এলাকাবাসীর একমাত্র যাতায়াত পথ ছিল। রাস্তার দুই পাশে রয়েছে আবাসিক বাড়িঘর, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন অফিস। প্রায় ৭০-৮০টি পরিবারের দৈনন্দিন চলাচল এই পথের উপর নির্ভরশীল।
জানা যায় শোলাকান্দী গ্রামের মৃত নুরুল হক সরকারের ছেলে নাছিমুল হক, নজরুল ইসলাম ও সেলিম মোল্লার যোগসাজশে দলিলের ভুল ব্যাখ্যা দেখিয়ে জোরপূর্বক রাস্তাটি দখল করেছেন। এমনকি সেখানে একটি দোকান নির্মাণ করে যাতায়াতে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নাছিমুল হক ও তার সহযোগীদের ভয়ে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। ফলে তাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।
অভিযুক্তদের দাবী এখানে কোনো সরকারি রাস্তা নেই, এটি তাদের ব্যক্তিগত সম্পত্তি। তারা জানান, “ভাইয়েরা জায়গা বিক্রি করেছে, তবে রাস্তা অবশ্যই দিতে হবে। কিন্তু তারা দলিলে রাস্তার উল্লেখ করেনি।
ভুক্তভোগীদের দাবি, অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে দখলকৃত রাস্তা মুক্ত করে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের পথ নিশ্চিত করতে হবে।
কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে প্রকাশ্যে তুলে নিয়ে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বুধবার সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে "খুনি কেন বাহিরে, হত্যার বিচার চাই"— এমন শ্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন কয়েকশ মানুষ। অংশগ্রহণকারীরা মাথায় কালো কাপড় বেঁধে, হাতে হাত ধরে প্রতিবাদ জানান এবং প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত এ হত্যা মামলার মূল আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৩ আগস্ট দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের নিজ বাড়ির সামনে থেকে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে মুখোশধারী সন্ত্রাসীরা তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
এ ঘটনায় দায়ের করা মামলায় গত ৮ আগস্ট রাতে আসামি শেখ ফরিদকে ঢাকার মগবাজার রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ওয়ার্কশপ মিস্ত্রি দুলাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজ।
সদর দক্ষিণ উপজেলার চাঁন্দপুর চৌমুহনী এলাকার সড়কের পাশে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই হত্যার কোনো সুরাহা না হওয়া য় হত্যাকারীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে। এতে করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের দাবী জানান তারা।
মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন নিহত দুলালের স্ত্রী হনুফা বেগম,নিহতের মেয়ে জেমি,সিমা,সাথি, আবুল ভুঁইয়া,রব মজুমদার, হাজী মিজানুর রহমান, জাবেদ ওমর, নজরুল ইসলাম, কামাল মেম্বার, সোহরাব মৈশান, ফরিদ মাস্টার,আবুল হাসেম ,মাসুম, মনজুর হোসাইন সহ আরো অনেককে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন এলাকার সর্বস্তরের জনগণ।
"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে কুমিল্লায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরন,রেলী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
শুরুতে জেলা প্রশাসকের বাঙল সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্তকরনের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার।
পরে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি রেলী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সেলিম মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, আদর্শ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হিজবুল বাহার ভূইয়াসহ অনেকে।
এসময় নিরাপদ মাছ চাষ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম নিয়ে মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন জেলা উপজেলা থেকে আগত বিভিন্ন ফিসারিজের মালিক ও উদ্যোক্তোরা।
সভা শেষে কুমিল্লা জেলা মৎস্য কর্মকান্ডের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং সফল মৎস্য উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাটাবিল এলাকার বাসিন্দা নাসরিন আক্তারের জমি বিভিন্ন কৌশলে জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী বাহিনী।
এরই প্রতিবাদে সোমবার (১১ আগস্ট) সকালে কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নূর হোসেনের স্ত্রী ভুক্তভোগী নাসরিন আক্তার।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী নাসিম আক্তার জানায় ২০১২ সালের ১৫জুন সকালে পরিকল্পিতভাবে লাঠি সোটা নিয়ে জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা চালায় সন্ত্রাসীরা । আশেপাশের লোকজন নিয়ে প্রতিবাদ করায় সম্পত্তি দখল করতে না পেরে জানমালের ক্ষতি করবে এমন হুমকি দেন সন্ত্রাসীরা।
এই ঘটনায় ২০১২ সালের ১৮ই জুন আসলাম সহ ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী। তখন থেকেই নিয়মিত বিভিন্ন কৌশলে সন্ত্রাসী জোর করে এই সম্পত্তি দখল করার পায়তারা করে আসছে।
এই হয়রানি থেকে মুক্তি পেতে অন্তর্বর্তীকালীন সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টা, জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় এডভোকেট সোহেল মিয়া, নজরুল ইসলাম, জাহানারা বেগম উপস্থিত ছিলেন।
কুমিল্লায় নাঙ্গলকোটে ইউপি সদস্যকে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনার প্রধান আসামি গ্রেফতার
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিনকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামিকে ঢাকার হাতিরঝিল মগবাজার রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। শুক্রবার দিনগত রাতে অভিযানটি শেষ করে র্যাব।
গ্রেফতারকৃত আসামী শেখ ফরিদ (৪৫) নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ আলীয়ারা গ্রামের আবুল খায়েরের ছেলে।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে কুমিল্লা অশোকতলা এলাকায় র্যাব অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন
র্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
মেজর সাদমান জানান, নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামে দুই পরিবারের মধ্যে বংশপরম্পরায় একটি বিরোধ চলে আসছিল। গেল গেল ২৫ জুলাই গরুর ঘাস খাওয়া কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়।
সেদিন দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়।
এ ঘটনার রেশ ধরে গেলো ৩ আগস্ট দুপুরে আলিয়ারা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন তার চাচাতো ভাইয়ের জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে একটি সিএনজিতে তুলে নিয়ে গুলি ও কুপিয়ে হত্যা করে।
পরে এ ঘটনায় ৫ আগস্ট নিহতের ছেলে বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ মানববন্ধন
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি। ।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ৯আগস্ট) দুপুরে কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়।
এ সময় কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান,সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ শতাধিক কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা একাত্মতা পোষণ করে মানববন্ধনে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে। এছাড়াও স্বাধীনতার পর থেকে সাগর-রুনিসহ যত সাংবাদিক নিহত ও হেনস্তার স্বীকার হয়েছেন তাদের সকল অপরাধীকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশেই ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে-ড.হোসাইনী
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
বিজিএমইএ এর মহাসচিব, সাবেক ডাকসু'র সদস্য ও
যুবদলের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনী বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে।
৫ই আগষ্ট (৩৬ জুলাই) ছাত্র-জনতার গন অভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কতৃক আয়োজিত বিজয় র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন বর্তমানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এডভোকেট সাইফুল ইসলাম,লাকসাম পৌরসভা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির, বৃহত্তর লাকসাম বিএনপির সাবেক সদস্য - এ,কে,এম আতিকুর রহমান লিটনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
কুমিল্লায় জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধা সম্মেলন
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
জুলাই গণঅভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষে কুমিল্লায় শহিদদের স্মরণে শহিদের কবরস্থানে শ্রদ্ধাসহ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে।
সকাল ৯টার দিকে নগরের উত্তর রামপুর শহিদ মাসুম মিয়ার কবরস্থানে ফাতেহা পাঠ শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার। পরে একে একে পুলিশবাহিনীর পক্ষে পুলিশ সুপার নাজির আহমেদ খান,আনসার বাহিনীসহ প্রশাসনের কর্মকর্তা,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ করে মোনাজাত দোয়া করা হয়।
এদিকে সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয় ।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা হাজী আমিসুর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় সূরা সদস্য ও মহানগর জামায়াত আমীর কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন রাজনৈতিক –সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সম্মিলনে ৩৯জন শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা উপহার বিতরণ করা হয়।পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে এর আগে সকাল ৮টার দিকে জুলাই জাগরণ নব উদ্যোমে বিনির্মাণ শ্লোগানে ৩৬জুলাই গণঅভুত্থানের মাধ্যমে ফাতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করে ইসলামী ছাত্রশিবির। র্যালিটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরের প্রাণকেন্দ্র পূর্বালী চত্ত্বরে এসে শেষ হয়। এতে ইসলামী ছাত্র শিবির জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা অংশ নেন।
কুমিল্লা ৭ সাংবাদিকের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
কুমিল্লায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি আটক করেছে বিজিবি
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ জুলাই) ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার রসুলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের সহকারী পরিচালক এর নেতৃত্বে সীমান্ত পিলার ২০৮০/এম থেকে আনুমানিক ৭ কিলোমিটার ভেতরে রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় প্রায় ৪,৭৫,৮৪০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি আটক করা হয়।
আটককৃত বাজিগুলোর বাজারমূল্য প্রায় ৯৫ লাখ ৬৭ হাজার ২০০ টাকা বলে জানা গেছে।
বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মালামাল যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাহতাবের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহতাবের বাড়িতে এসে স্বজনদের সাথে দেখা করেছেন বিমান বাহিনীর প্রতিনিধি দল। রোববার (২৭ জুলাই) দুপুরে মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে আসেন তারা৷ বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে আসা প্রতিনিধি দল নিহত মো. মাহতাব রহমান ভুইয়ার সমাধীতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিমান বাহিনীর উইং কমান্ডার মো. আতিক হাসান পিএসসি, মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভুইয়া।
উইং কমান্ডার আতিক হাসান বলেন, বিমান বাহিনী এবং বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রয়াত মাহাতাবের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে। আমরা শোকাহত। সারাদেশবাসী দোয়া করছি যেন এই শোক কাটিয়ে উঠতে পারি। যারা আহত আছেন তারাও যেন দ্রুত আরোগ্য লাভ করতে পরে আমরা দোয়া করছি।
মাইলস্টোন ট্রাজেডির তদন্তের বিষয়ে উইং কমান্ডার আতিক হাসান জানান, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং নিহত ও আহতদের পরিবারকে যে সহযোগিতা করা হচ্ছে তা আইএসপিআর এর মাধ্যমে জানানো হবে।
মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভুইয়া বলেন, সারদেশের মানুষ আমার সন্তানের জন্য দোয়া করেছে আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি চাই আমার ছেলে যেন শহীদের মর্যাদা পায় - এই দোয়া করি।
উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল ছুটির আগ মুহুর্তে স্কুলের ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে অনেক শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন। এ ঘটনায় সপ্তম শ্রেণির মাহতাব রহমান ভূঁইয়া গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। পরে সেনাবাহিনী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্থ তলার আইসিইউর (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ১১ নম্বর বেডে চিকিৎসাসেবা দেয়া হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে মাহতাবের মৃত্যু হয়। ওইদিন রাতেই দেবিদ্বার উখারি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
কুমিল্লায় গণঅভ্যুত্থানের জন -আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন।
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি
আগামী ২৫ জুলাই কুমিল্লা টাউন হল মাঠে জুলাই গণঅভ্যুত্থানের জন -আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশ আয়োজন করেছে কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদ।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে নগরীর কান্দিরপাড় সিটি মার্কেটের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন গণধিকার পরিষদের কুমিল্লা জেলার সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, এডভোকেট জয়নাল আবেদিন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আজহারুল আমিন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক রিয়াদসহ অনেকে।
উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু।
মানববন্ধনে বক্তারা অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করতে সকলের উপস্থিতির আহবান জানান।
এছাড়াও মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন গন অধিকার পরিষদ।
হাসিনার দুশ্চিন্তার কারণ ছিল কুমিল্লা- হাসনাত আব্দুল্লাহ
আপনি জামায়াত করতে পারেন, বিএনপি করতে পারেন কিন্তু আওয়ামীলীগ পুনর্বাসনের কোনো চেষ্টা মেনে নেয়া হবে না
আপনি জামায়াত করতে পারেন, বিএনপি করতে পারেন কিন্তু আওয়ামীলীগ পুনর্বাসনের কোনো চেষ্টা মেনে নেয়া হবে না।
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
আমাদের লড়াই এখনও শেষ হয়নি- এসব কথা বলেন এনসিপির দক্ষিণের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ
তিনি আজ,কুমিল্লা কান্দিরপাড় টাউনহল মাঠে পথসভায় এসব কথা বলেন।
এর আগে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতের স্বরণে কুমিল্লা নগরী টমছমব্রীজ থেকে শুরু করে একটি শোক মিছিল টাউনহল মাঠে পথসভা স্থলে আসে।
পথসভার নেতৃত্ব দেন কেন্দ্রীয় নেতারা।।
পথসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণির পেশার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।।
পদযাত্রায় উপস্থিত ছিলেন, উত্তরের সমন্বয়ক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ এবং জেলার নেতৃবৃন্দ।
কুমিল্লায় তিন দফা দাবি আদায়ে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরা
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন সাধারণ শিক্ষার্থীরা
মঙ্গলবার (২২ জুলাই) সকালে নগরীর পূবালী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডে ঘেরাও করেন শিক্ষার্থীরা।
এ সময় বিভিন্ন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।
পরে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘন্টা ব্যাপী অবস্থান নেন কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গনে। এ সময় বিভিন্ন প্লেকার্ড, ফিস্টন, ব্যানার, হাতে নিয়ে স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
এ সময় সাধারণ শিক্ষার্থীরা জানায় মাইলস্টোনে বিমান বিধ্বস্তে আহত নিহতদের সঠিক সংখ্যা আজকের মধ্যে প্রকাশ করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের না জানিয়ে রাত ৩টায় নোটিশ জারি করায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব পদত্যাগ এবংবিমান বাহিনীর পক্ষ থেকে আহত ও নিহতদের পরিবারের সহযোগিতার দাবি জানানো নয়।
এছাড়াও সকল বাহিনীর পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানান শিক্ষার্থীরা।