
Rabiul Alam
|Subscribers
Breaking news
কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির খবর সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীরা দুর্বৃত্তদের হামলার শিকার হওয়ার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ। শনিবার দুপুরে নগরীর মোঘলটুলী এলাকায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে শতাধিক গণমাধ্যম কর্মী। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সুধী সমাজও এতে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানান। গণমাধ্যম কর্মীরা দাবি করেন, হাসপাতালে যারা দুর্বৃত্তের বেশে গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালিয়েছে তাদের দ্রুত খুঁজে আইনের আওতায় আনতে হবে। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে জর্জরিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কে অপসারণ করতে হবে।
মোঃরবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
নির্বাচনি ফায়দা নেয়ার জন্য আওয়ামীলীগকে পুনর্বাসনের জন্য কিছু রাজনৈতিক দল কূটনীতিতে যুক্ত হচ্ছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাই, আমরা যে আওয়ামীলীগকে ছাত্র-নাগরিক রাস্তায় তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামীলীগতে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনি ফায়দা নেয়ার জন্য আওয়ামীলীগকে পুনর্বাসনের জন্য কূটনীতিতে যুক্ত হচ্ছেন। আমরা আপনাদের সতর্ক করে দিতে চাই- এই ছাত্র নাগরিকের হারানোর কিছুই নাই। একখাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না, ঠিক একই একই ভাবে ৫ আগষ্ট পরবর্তী সময়ে একই ভাবে বাংলাদেশে আওয়ামীলীগ এবং এনসিপি থাকতে পারবে না। যদি কেউ আওয়ামীলীগকে পুনর্বাসন করতে চায়, ৫ আগষ্ট গণভবন এবং বঙ্গভবনের যে পরিনতি হয়েছে-তাদেরও সে পরিনতি হবে।
বুধবার কুমিল্লার শাসনগাছায় জাতীয় নাগরিক পার্টি কুমিল্লার আয়োজনে হাসনাত আবদুল্লাহ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ’২৪ এর শহীদ ও আহত গাজীদের স্মরণে গণইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টিও যুগ্ম সদস্য রিফাত রশিদ।
হাসনাত আবদুল্লাহ আরো বলেন, গত যে তিনটি নির্বাচন হয়েছে তাতে জনগণ ভোট দিতে পারে নাই। ভোট দিয়েছে প্রশাসন, নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন। একটি স্বচ্ছ ও ফ্রি এন্ড ফেয়ার নির্বাচর করার কোন দক্ষতা আওয়ামী প্রশাসনের নেই। এই প্রশাসন সংস্কার না করা পর্যন্ত, আমরা যতক্ষণ না নিশ্চিত হই এই প্রশাসন একটি ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন করাতে পারে- আমরা ততক্ষণ আশ^স্ত হচ্ছি না। এজন্য আমরা চাই স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে এই প্রশাসনের স্বচ্ছতার পরীক্ষা হয়ে যাক। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আপনারা স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করুন। প্রয়োজনে ধাপে ধাপে যতগুলো উপজেলা রয়েছে সেগুলো- ৫/৬টি ধাপে নির্বাচন দিয়ে এই প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করুন।
মোঃরবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
শাহেনশাহে তরিকত বিশ্বওলী হযরত মাওলানা শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী ছাহেবের মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ-২০২৫ উপলক্ষে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হুকুমে দাওয়াতী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ মার্চ আসমানিয়া বাজার রশিদ মার্কেটের সামনে অনুষ্ঠিত ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা উত্তর জেলার সভাপতি এডভোকেট আব্দুল হালিম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ওলামা ফ্রন্ট চট্টগ্রাম বিভাগের সভাপতি হযরত মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন জাকের পার্টি তিতাস উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জিন্নাহ সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জাকের পার্টির সিনিয়র সহ সভাপতি
এসএম কাবিল হোসেন জাকের, কুমিল্লা উত্তর জেলা জাকের পার্টির সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক ফ্রন্টের সদস্য মোঃ শাহজাহান
মিয়া, তিতাস উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, নায়েব আলী সরকার, মোঃ সিদ্দিকুর রহমান, মোনতাজ উদ্দিন, মালয়েশিয়ান প্রবাসি দেলোয়ার হোসেন, মনোয়ার হোসেন মনু মিয়া, হোরন মিয়া ও খলিলুর রহমান।
মামলার হাজিরা দিতে আসলে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রাজজ মো. মাহাবুবুর রহমানের আদালতের সাবেক এক বার সেক্রেটারির ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের ২য় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে ওই আদালতের বিচারক মো. মাহাবুবুর রহমান।
ওই বার সেক্রেটারির নাম মো. আবু তাহের। তিনি কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
জানা গেছে, প্রায় সোয়া ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবু তাহের ও হিসাব রক্ষক কাজী সুমনের বিরুদ্ধে কুমিল্লা বিজ্ঞ আদালতে মামলা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ভূইয়া। মামলা সূত্রে জানা গেছে, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের ২০২২ - ২০২৩ ও ২০২৩ - ২০২৪ কার্যকালে উভয়ে মিলে ৪ কোটি ২৪ লক্ষ ৭শত ২০ টাকা আত্মসাত করেন।
জানা গেছে, আবু তাহের হাইকোর্ট থেকে অর্থ আত্মসাতের মামলার আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় জেলা ও দায়রাজজ আদালতে আত্মসমর্পণ করতে আসেন। দুপুরে আসলে সরাসরি তিনি এজলাসে যাচ্ছিলেন। মাক্স পরে এজলাসে যাওয়ার পথে আইনজীবীরা তাকে দেখে ধাওয়া দেয়। এসময় তিনি দৌড়ে এজলাসে ঢুকতে যাওয়ার আগেই আইনজীবীরা তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি মারেন। একপর্যায়ে তিনি এজলাসে ঢুকে পড়েন। এসময় আইনজীবীরা তাকে হামলার চেষ্টা করলেও বিচারক চলে আসেন। পরে আইনজীবীরা এজলাসের বাইরে অবস্থান করেন। পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন।
এদিকে তাকে জেল হাজতে প্রেরণের সময় আবার আইনজীবীরা জড়ো হতে থাকেন। বেলা ৩টার কিছু সময় আগে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে প্রিজন ভ্যানে তোলা হয়। এসময় তার মাথায় হেলমেট ও শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় দেখা যায়।
মোঃরবিউল আলম।।
কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ রোডের ট্রমা সেন্টার হাসপাতালে ভুল চিকিৎসায় ইমরান হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা হাসপাতাল ভাঙচুর করে। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য তদবির চলছে বলে স্থানীয় সূত্র জানায় ।
রবিবার (১৬ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই নিহতের আত্মীয় স্বজনেরা ভুল চিকিৎসায় মারা গেছে দাবি তুলে হাসপাতালে ভাংচুর করে।
নিহত ইমরান হোসেন (২১) কুমিল্লা নগরীর ১৪ নং ওয়ার্ডের ২য় মুরাদপুর এলাকার দুবাই প্রবাসী হুমায়ুন মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানায়, ইমরান হোসেন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলো। পরে নগরীর ট্রমা হাসপাতালে ডা. আতাউর রহমানের কাছে চিকিৎসা নিতে আসলে চিকিৎসক রোগীকে সার্জারি করার পরামর্শ দেন। পরে শুক্রবার (১৪ মার্চ) সকাল আটটায় সার্জারি করার উদ্দেশ্যে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। চার ঘণ্টার অপারেশনের সময়ের কথা জানালেও অপারেশন সম্পন্ন হয় সাত ঘণ্টায়। পরে, রোগীর অবস্থার অবনতি হলে রোগীকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে, ঘটনার দিন রবিবার বিকালে রোগীর কোনো সাড়া শব্দ না পাওয়ায় রোগীর স্বজনরা রোগী মারা গেছে দাবি করলেও হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে লাইফ সাপোর্টে নেয়ার কথা বলে। বিকাল পার হয়ে সন্ধ্যা হয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ রোগী মৃত্যুর বিষয়টি নিয়ে মুখ খুলে নি। বরং রোগীকে আরো পরীক্ষা নিরিক্ষা ও ঔষধ আনায় রোগীর স্বজনদের দিয়ে।
কুমিল্লা নগরীর ট্রমা সেন্টার হাসপাতালে
নিহত ইমরানের চাচা জাকির হোসেন বলেন, আমার ভাতিজাকে তারা সামান্য অপারেশনের কথা বলেছিলো। কিন্তু তারা সাত ঘণ্টা ওটিতে রেখেছিলো। পরে রোগীর সমস্যা হয়েছে এ কথা বলে লাইফ সাপোর্টে নেওয়ার কথা বলে। আমরা রাজি হই। কিন্তু লাইফ সাপোর্টে নেওয়ার পর প্রায় ৩ দিন হয়ে গেলেও তারা আমাদের রোগীকে দেখতে দেয় নি। পরে নানা অযুহাতে আইসিউতে ঢুকে দেখি যে আমাদের রোগী মৃত। কিন্তু তারপরেও তারা আমাদের কাছ থেকে মৃত রোগীর চিকিৎসা করানোর জন্য পরীক্ষা ফি ও ঔষধ কিনিয়েছে আমাদেরকে দিয়ে। তারা আমাদেরকে ২৫ হাজার টাকার অপারেশনের কথা বলে তারা আমাদের কাছ থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা নেয় ধাপে ধাপে। একজন রোগীর ৩ দিনে লাখ টাকার ঔষধ কিভাবে লাগে ? তাদের গাফিলতির কারণে আমাদের রোগী মারা গেছে। আমরা এর বিচার চাই।
এদিকে, রোগী মারা যাওয়ার খবর জানাজানি হলে বিক্ষুদ্ধ স্বজনেরা হাসপাতাল ভাংচুর করে। এ ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ এসে ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেন।
এ বিষয়ে জানতে কুমিল্লা ট্রমা হাসপাতালের পরিচালক আবদুল হককে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায় নি।
এই বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশির আহমেদ বলেন, আমি এই বিষয়টি শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হলে আমি এর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, বিভিন্ন মাধ্যমে মোট অংকের টাকার বিনিময়ে সমঝোতা করতে চাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুড়িচংয়ে প্রবাসী পরিবারের উপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
সারাদেশের ন্যায় আজ শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা সদরসহ ১৭টি উপজেলার ৪ হাজার ৮২৪টি কেন্দ্রে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রোগ্রাম শুরু হয়েছে।
সকাল ৯টায় সদর হাসপাতালের ইপিআই সেন্টারে জেলা সিভিল সার্জন আলী নুর বশির আহমেদ আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন
জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, প্রতি বছরের মতো এবারো জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন একশ ভাগ সফল হবে। এবার জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী নীল রংয়ের ক্যাপসুল খাওয়া শিশুর সংখ্যা ১ লাখ ১১ হাজার ৯৯১ জন। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী লাল রংয়ের ক্যাপসুল খাওয়া শিশুর সংখ্যা ৮ লাখ ৫০ হাজার ৯৫১ জন। এছাড়াও, জেলার মোট ৫ হাজার ৩৯টি কেন্দ্রে প্রতিকেন্দ্রে ২ জন করে মোট ১০ হাজার ৭৮জন স্বেচ্ছাসেবক কাজ করবে।
এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১৪ টি কেন্দ্রে ৫৫ হাজার ১৯১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কুমিল্লার লাকসাম,মনোহরগঞ্জ উপজেলায় নব গঠিত জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিকে প্রত্যাথ্যান করেছে স্থানীয় ছাত্রদলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা। আজ ১২ মার্চ দুপুরে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদলের লাকসাম মনোহরগঞ্জের নেতাকর্মিদের মধ্যে ইকরাম হোসেন – কলেজ আহবায়ক মাঈন উদ্দীন সাব্বির-উপজেলা সাধারণ সম্পাদক শাহেদ বিন রাহুল উপজেলা যুগ্ম আহ্বাবায়ক নজরুল ইসলাম- অভিযোগ করে বলেন,, , নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী, অছাত্র, বিবাহিত, গোস্ত দোকানদার, মাছ দোকানদার এবং অটোরিকশার ড্রাইভার দিয়ে লাকসাম উপজেলা, পৌরসভা, মনোহরগঞ্জ উপজেলা ও নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করেছে। গত ১০ মার্চ জাতীয় সংসদের ২৫৭, কুমিল্লা-৯ নিৰ্বাচনী এলাকার জাতীয়তাবাদী ছাত্রদলের গুরুত্বপূর্ণ চারটি সাংগঠনিক ইউনিট লাকসাম উপজেলা, পৌরসভা, মনোহরগঞ্জ উপজেলা ও নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। অত্যন্ত পরিতাপের বিষয় যে, ছাত্রদলের উল্লেখিত ইউনিট সমুহ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের অধীনস্থ হলেও আমরা যতটুকু জানতে পেরেছি জেলা ছাত্রদল এ বিষয়ে নুন্যতম অবগত নয়।
পাশাপাশি ঘোষিত চারটি কমিটিতেই প্রয়োজনের অতিরিক্ত যুগ্ম-আহ্বায়ক রাখা হয়েছে। এদের মধ্যে অনেকেই জুলাই বিপ্লবের আগে সক্রিয়ভাবে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। আরো রয়েছে অছাত্র, বিবাহিত, গোন্ত বিক্রেতা, মাছ বিক্রেতা, অটো ড্রাইভার এবং প্রবাসীও! যা রীতিমতো পতিত মাফিয়া সরকার কর্তৃক লাকসাম-মনোহরগঞ্জ’র ছাত্রদলের নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের মর্মাহত করেছে! জুলাই বিপ্লবে রক্তক্ষয়ী গনঅভ্যুত্থানে খুনী হাসিনার অবৈধ সরকার পতনের আগে বৃহত্তর লাকসাম ছিল বাংলাদেশ থেকে একটি বিচ্ছিন্ন অঞ্চল। এখানে নুন্যতম আইনের শাসন দিল না! পতিত ফ্যাসিস্ট সরকারের অবৈধ মন্ত্রী ও এমপি তাজুল ইসলাম (প্রকাশ নাম চুঙ্গা ভাজু) এবং তার নিকটাত্মীরাই লাকসাম-মনোহরগঞ্জ’র অঘোষিত শাসক ছিল। তাদের হাতে লাকসাম-মনোহরগঞ্জ ছাত্রদলের শত শত নেতাকর্মী পৈশাচিক কায়দায় নির্যাতন নিপিড়নের শিকার হয়েছে।
লাকসাম-মনোহরগঞ্জ ছাত্রদলের নির্যাতিত বৃহৎ অংশের কারোরই উল্লেখিত কমিটি গুলোতে সদস্য পদেও ঠাঁই হয়নি। কিন্তু, অতীতে মাফিয়া শাসকগোষ্ঠীর সাথে থেকে যারা আমাদের উপর নির্যাতন নিপিড়ন করেছে তাদের অনেকেই ৫ আগষ্ট-২০২৪ দুপুর ২টার পর হঠাৎ ছাত্রদলের নয়া ক’মী হয়ে সদ্য ঘোষিত উল্লেখিত চার ইউনিট কমিটিতে পদপদবী ভাগিয়ে নিয়েছে! যা আমরা শুধু আশ্চর্যই হইনি.. আমরা ম’মাহতও! এসব কমিটি নিয়ে কথা বলায় পতিত শাসকগোষ্ঠীর হাতে গতকাল নির্মমভাবে নির্যাতিত হয় মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ত্যাগী কর্মী ওমর ফারুক জিসান! মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলে পদ ভাগিয়ে নেয়া নিষিদ্ধ ছাত্রলীগের হেলমেট পরিহিত সশস্ত্র একটি সন্ত্রাসী বাহিনী জিসানকে তার পোমগাঁ এর ব্যাবসা প্রতিষ্ঠানে একা পেয়ে জয়েন্ট পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। আহত জিসানকে তার স্বজনরা প্রথমে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে লাকসাম জেনারেল হসপিটালে ভর্তি করা হয়। বর্তমানে জিসানের অবস্থা আশঙ্কাজনক! বিভিন্ন নির্ভরযোগ্য মাধ্যমে আমরা জানতে পেরেছি লাকসাম-মনোহরগঞ্জ ছাত্রদলের উল্লেখিত কমিটি সমূহের আহ্বায়ক কমিটি গঠনে একটি বিশেষ সিন্ডিকেট মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতাদের মিথ্যা তথ্য এবং ভুল বুঝিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী, অছাত্র, বিবাহিত, গোস্ত দোকানদার, মাছ দোকানদার এবং অটোরিকশার ড্রাইভার দিয়ে লাকসাম উপজেলা, পৌরসভা, মনোহরগঞ্জ উপজেলা ও নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করেছে।
আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অবিভাবক, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে সবিনয়ে আকুল আবেদন জানাচ্ছি যে, অতিদ্রুত সময়ের মধ্যে লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভা, মনোহরগঞ্জ উপজেলা ও নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রদল এর সদ্য ঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী, অছাত্র এবং বিবাহিতদের দিয়ে গঠিত কমিটি বিলুপ্ত করে আলোচনা সাপেক্ষে সকলের নিকট গ্রহনযোগ্য কমিটি গঠন করার জন্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলকে নির্দেশনা দিবেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম- সভাপতি ৭নং ওয়ার্ড ছাত্রদল ফখরুল ইসলাম রাহাত – সদস্য নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রদল, আলমগীর হোসেন – সদস্য লাকসাম উপজেলা ছাত্রদল।
রাকিবুল ইসলাম – যুগ্ম আহবায়ক, সুমাইয়া, ইমু, ইসান রাজিব, নাজিম কলেজ ছাত্রেদল নাহিয়ান তানবির যুগন সাধারন সম্পাদক ও সাকিব।
দেশব্যাপী সকল ধর্ষনের বিচার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখতে ভারতীয় শাহবাগী - দেশদ্রোহী ভারতীয় সেবা দাসদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা মহানগর ।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশী পিস্তল, একটি দেশীয় তৈরী পাইপগান ও গুলি উদ্ধার করা হয়।
Hide quoted text
মঙ্গলবার ১১ (মার্চ) বেলা সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদকে সামনে রেখে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। এছাড়া সম্প্রতি ঢাকা-চট্রগ্রাম মহাসগকের বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে জেলা পুলিশ মাঠে কাজ শুরু করে। বিভিন্ন তথ্যর ভিত্তিতে সোমবার (১১ মার্চ) সন্ধা থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত মহাসড়কের দাউদকান্দির মোহন পাম্প এলাকা ও গৌরপুর থেকে মোঃ মামুন (৩৭) ও আরিফ নামে ডাকাত দলের দু সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিভিন্ন একাধিক ডাকাতির মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুজ্জামান,জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ সহ অন্যরা।
ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলার নূর ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ মান নিয়ন্ত্রণ সংস্থা (বিএসটিআই) ও কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআই অনুমোদনবিহীন পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদ এবং ওজন ও পরিমাপ সংক্রান্ত আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
বুধবার (১০ মার্চ) বিকালে এ অভিযান পরিচালিত হয়।
এদিকে, গত মঙ্গলবার (৯ মার্চ) 'নগরীতে আবাসিক এলাকায় গড়ে উঠছে লাইসেন্সবিহীন কারখানা, ঝুঁকিতে জনস্বাস্থ্য' শিরোনামে নূর ট্রেডার্সের নাম উল্লেখ করে বার্তা ২৪ এর সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রশাসনের দৃষ্টিগোছর হওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে বিএসটিআই কুমিল্লা।
বিএসটিআই কুমিল্লার উপ পরিচালক কে এম হানিফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নূর ট্রেডার্স বিএসটিআই অনুমোদন ছাড়া ‘ব্ল্যাক টি’ ও ‘সরিষার তেল’ বিক্রি করছিল এবং মেয়াদোত্তীর্ণ চা বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছিল। এসব অপরাধের দায়ে বিএসটিআই আইন-২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময়, অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা ও রতন কুমার দত্ত। বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার ইকবাল আহাম্মদ এবং পরিদর্শক আরিফ উদ্দিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএসটিআই উপপরিচালক কে এম হানিফ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় বাজার থেকে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য সরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।