Laatste video's

Rabiul Alam
5 Bekeken · 4 dagen geleden

⁣কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কান্দিরপাড় উচ্চ মাধ্যমিক শাখায় সংঘর্ষের ঘটনায় ৮ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখ বেলা ১২টার দিকে কলেজের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৫ শিক্ষার্থী গুরুতর আহত হন এবং তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, সকাল ১১টার দিকে কলেজের বিজ্ঞান শাখার শিক্ষার্থী তানভিন সিফাতের সঙ্গে শিক্ষার্থী জিসান ও ফাহাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে সিফাত তার বহিরাগত বন্ধুদের ডেকে আনে এবং তারা কলেজে প্রবেশ করে প্রতিপক্ষের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি র‌্যাবের নজরে এলে তারা গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১ একটি বিশেষ অভিযানে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকা থেকে সংঘর্ষে জড়িত ৮ কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Rabiul Alam
5 Bekeken · 5 dagen geleden

⁣কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি পনের লক্ষ একান্ন হাজার টাকার অবৈধ ভারতীয় পোশাক সামগ্রী ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিতভাবে সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ অক্টোবর) ভোরে পৃথক দুটি অভিযানে এসব মালামাল আটক করা হয়।

প্রথম অভিযানটি পরিচালিত হয় ভোর আনুমানিক ০৪৫০ ঘটিকায় চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি’র আওতাধীন এলাকায়। দ্বিতীয় অভিযানটি হয় ১১৩০ ঘটিকায় আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টে।

অভিযান চলাকালে সীমান্তের প্রায় আট কিলোমিটার অভ্যন্তরে বাংলাদেশের বুড়িচং ও পাঁচতোবি এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩২৩ পিস ভারতীয় শাড়ি, ১৮০ পিস শাল এবং ১,৭১৪ পিস মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১,১৫,৫১,০০০/- (এক কোটি পনের লক্ষ একান্ন হাজার) টাকা। বিজিবি জানিয়েছে, আটককৃত পণ্যসমূহ বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Rabiul Alam
14 Bekeken · 7 dagen geleden

⁣কুমিল্লা নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকায় মিলন বিবি (৫৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর মরদেহটি বেডসিটে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখা হয়।

নিহতের গ্রামের বাড়ি জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের মেয়ে তানজিনা আক্তার জানান, কয়েকদিন আগে তারা নোয়াখালী বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার বিকালে প্রতিবেশীরা ফোন করে জানায়, তাদের বাসার দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। পরে তারা বাসায় ফিরে খাটের নিচে বেডসিটে মোড়ানো তার মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান।

তানজিনা আরও জানান, তাদের কয়েকজন স্বজনের সঙ্গে অর্থ সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই কেউ সুযোগ পেয়ে তার মাকে হত্যা করেছে বলে তাদের ধারণা।

কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যা বলে মনে হচ্ছে। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

Rabiul Alam
11 Bekeken · 10 dagen geleden

⁣⁣র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এর অভিযানে অস্ত্র ও মাদকসহ ২৫ মামলার এজহারনামীয় আসামি গ্রেফতার হয়েছে।


কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার ভাটকেশ্বর এলাকায় র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ইয়াবা ট্যাবলেট এবং বিয়ার উদ্ধার করা হয়। এ সময় র‍্যাব সদস্যরা অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. রিয়াদ হোসেন (২৯) এবং তার সহযোগী মো. মামুন মিয়া (২৯)-কে গ্রেফতার করে।

এছাড়া পৃথক অপর এক অভিযানে ৮৫ বোতল স্কাফ এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাবের তথ্যমতে, গ্রেফতারকৃত রিয়াদ হোসেন কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার ভাটকেশ্বর গ্রামের মো. জসিমের ছেলে এবং মামুন মিয়া একই থানার কার্তিকপুর গ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, রিয়াদ হোসেন একাধিক মামলায় অভিযুক্ত একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তিনি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র ও মাদক সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন। তার দখলে থাকা অস্ত্র ব্যবহার করে তিনি ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। অপর সহযোগী মামুন মিয়া তার এসব অপরাধে সহযোগিতা করতেন বলে জানায় র‍্যাব।

র‍্যাব আরও জানায়, চলমান অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Rabiul Alam
27 Bekeken · 12 dagen geleden

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে এক কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি-এর আওতাধীন গোলাবাড়ী পোস্টের টহল দল বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্তের প্রায় ১০০ গজ ভেতরে কেরানীনগর এলাকায় মালিকবিহীন অবস্থায় ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লক্ষ টাকা। আটক করা মাদকদ্রব্যগুলো পরবর্তীতে বিধি মোতাবেক নিস্পত্তি করা হবে।

বিজিবি আরও জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার দমন করতে কুমিল্লা ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকবিরোধী ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নে বিজিবি নিয়মিতভাবে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করছে।

Rabiul Alam
12 Bekeken · 13 dagen geleden

কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের চরকাঠালিয়া গ্রামে গরুর খামার ও বসতভিটার জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন দলিল লেখক আশিক ছফিউল্লাহ।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে আশিক ছফিউল্লাহ অভিযোগ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তার ও গ্রামের নিরীহ মানুষের জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা জাল দলিল ও ভূয়া কাগজপত্র তৈরি করে বিভিন্ন সময় ওই জমি অন্যদের কাছে বিক্রি করেছে, যার ফলে বহু ক্রেতা ভুক্তভোগী হয়েছেন।

তিনি জানান, যোবায়ের আহম্মদ মজনু, আব্দুল হাই মিলন মেম্বার, আবুল কালাম, আবুল কাশেম ও সেলিম মিয়ার নেতৃত্বে এই গোষ্ঠী বারবার তার জমি দখলের চেষ্টা করছে। সর্বশেষ গত ৭ অক্টোবর দুপুর ১টার দিকে প্রায় ৪০ থেকে ৫০ জন লোক নিয়ে তারা তার ভিটা ও গরুর খামারের জমিতে এসে দুইটি সাইনবোর্ড লাগিয়ে দেয়। এসময় তাদের মধ্যে ১৫ থেকে ২০ জন দাউদকান্দি এলাকা থেকে ভাড়া করা লোক ছিল বলে জানান আশিক।

সংবাদ সম্মেলনে আশিক ছফিউল্লাহ বলেন, “তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ২৪ ঘণ্টার মধ্যে ঘর-বাড়ি ও খামার সরিয়ে না নিলে সব জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। আমার ছোট ভাই সাইফুল ইসলাম প্রতিবাদ করলে তাকে মারধরের জন্য ধাওয়া করা হয়, পরে প্রতিবেশীদের সহযোগিতায় প্রাণে রক্ষা পায়।”

তিনি আরও জানান, ঘটনার দিন সন্ধ্যায় অচেনা নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

ভুক্তভোগী আশিক ছফিউল্লাহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করে বলেন, “আমি সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করছি, এই অন্যায়ের বিরুদ্ধে সত্য সংবাদ প্রচার করে আমাদের পাশে দাঁড়ান।

Rabiul Alam
16 Bekeken · 14 dagen geleden

⁣জুলাই জাতীয় সনদ ও পি আর পদ্ধতিতে
আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে সমাবেশ ও গণ মিছিল

Rabiul Alam
28 Bekeken · 21 dagen geleden

⁣কুমিল্লা সদরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ, ফেনসিডিল, মোবাইল ডিসপ্লে, শাড়ি ও থ্রি-পিসসহ প্রায় কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাবাড়ি সীমান্ত ফাঁড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে গোমতি নদীর পাশ দিয়ে চোরাচালানকৃত মাদক ও অন্যান্য পণ্য বহনের সময় সেগুলো জব্দ করা হয়।

অভিযানে প্রায় ৩০০ লিটার মদ, সাড়ে ৩ ক্যান বিয়ার, ১০০ বোতল ফেনসিডিল ও স্কাফ জাতীয় তরল মাদক জব্দ করা হয়।

এছাড়া, অপর এক অভিযানে মালিকবিহীন অবস্থায় ১,২৪০ পিস অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং ১,৭৪৫ পিস বাজি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৬০ হাজার ৪০০ টাকা।

একই সীমান্ত ফাঁড়ির কটকবাজার পোস্টের বিশেষ টহলদল গঙ্গানুর এলাকায় অভিযান চালিয়ে ৪৩৩ পিস ভারতীয় শাড়ি ও ৫৭ পিস থ্রি-পিস জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৮৩ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত সব মালামাল বিধি মোতাবেক কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

Rabiul Alam
8 Bekeken · 23 dagen geleden

⁣কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত শাহ আলম দুলাল ও তার দলের ১৩ জন সহযোগীকে দেশীয় অস্ত্র ও ডাকাতির মালামালসহ গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর লালমাই থানায় দুটি ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনার পর জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি কালো রঙের হাইচ মাইক্রোবাস যোগে ১৩ জন ডাকাত দেবিদ্বার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে রওনা দিয়েছে।

এরপর সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে দেবিদ্বার থানার ভিংলাবাড়ী এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসায় পুলিশ।

এ সময় ডাকাতদলটি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ১৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি হাইচ গাড়ি, ২টি কুড়াল, ৩টি রামদা, ১টি চাপাতি, ১টি ডেগার, ১টি চেইন, বিভিন্ন দেশীয় অস্ত্র, ১১টি মোবাইল ফোন এবং ডাকাতির লুণ্ঠিত স্বর্ণালঙ্কার, নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা সম্প্রতি লালমাইয়ে ৩টি, বরুড়ায় ১টি এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১টি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাত সর্দার শাহ আলম দুলালের বিরুদ্ধে ২৬টি, মনির হোসেনের বিরুদ্ধে ২১টি, সুমনের বিরুদ্ধে ১৩টি, সোহেলের বিরুদ্ধে ১৫টি, খোকনের বিরুদ্ধে ৯টি এবং আল আমিনের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Rabiul Alam
5 Bekeken · 1 maand geleden

⁣হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষার্থী তোহফা গোফরানের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মানবিক বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

Rabiul Alam
20 Bekeken · 1 maand geleden

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কর্মস্থলে যোগদানের কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।

সহকর্মীরা জানান, প্রতিদিনের মতো নিয়মিত কাজ শুরু করার পরপরই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন ইসমাইল। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে কারখানার সামনে বিক্ষোভে অংশ নেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

শ্রমিক মৃত্যুর ঘটনায় কুমিল্লা ইপিজেড এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে কোম্পানির এক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাটি নিয়ে এই মুহূর্তে কোন মন্তব্য করা সম্ভব নয়।”

Rabiul Alam
27 Bekeken · 1 maand geleden

⁣কুমিল্লা উত্তরে বিএনপিকে সুসংগঠিত করতে কাজ করছি — আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার

Rabiul Alam
17 Bekeken · 2 maanden geleden

⁣কুমিল্লা নগরীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মায়ের হ*ত্যাকারীদের ১২ ঘন্টার মধ্যে গ্রে''ফতা''রের ঘোষনা এসপি কুমিল্লা।

Rabiul Alam
15 Bekeken · 2 maanden geleden

⁣কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মায়ের ম'র'দেহ উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লা নগরীর কালিয়াজুড়িতে এই হ'ত্যা'কাণ্ড ঘটে। নিহতের ছেলে যা জানালেন.....

Rabiul Alam
41 Bekeken · 2 maanden geleden

⁣জমি দখল নিয়ে নিউজ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

Rabiul Alam
8 Bekeken · 2 maanden geleden

⁣কুমিল্লায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত

Rabiul Alam
24 Bekeken · 2 maanden geleden

⁣কুমিল্লা সদর হাসপাতাল প্রাঙ্গণে অটোরিক্সা থেকে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার....

Rabiul Alam
42,632 Bekeken · 2 maanden geleden

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব নুরুল হক নুর এবং কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে কুমিল্লায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ জেলা শাখা।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অবরোধ চলাকালে বক্তারা অভিযোগ করেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন দমাতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নুরুল হক নুরসহ গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মীর ওপর আবারও হামলা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এ সময় আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করে।

পরে পুলিশের হস্তক্ষেপে আধাঘণ্টা পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। অবরোধ শেষ হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Rabiul Alam
10,678 Bekeken · 2 maanden geleden



বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন যারা ভোট বানচাল কর‌তে চান,তারা আরেক দে‌শের এজেন্ট। তারা বাংলা‌দেশের স্বাধীনতা স‌র্বো‌ভৌমত্ব‌কে বিশ্বাস ক‌রে না -

বুধবার (২৫ আগষ্ট) বিকা‌লে কু‌মিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি -বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন।

জামায়া‌তের আমীর স‌ফিকুর রহমান‌কে উদ্দেশ‌্য ক‌রে তি‌নি ব‌লেন- ৫আগ‌ষ্টের পর আওয়ামীলীগ‌কে মাফ ক‌রে দি‌লেন। পিআর পদ্ধ‌তি ছাড়া ভোট কর‌তে‌ দি‌বেন না। আপনা‌দের ভোট কর‌তে দেয়া না দেয়া সরকার সেনাবা‌হিনী ,নির্বাচন ক‌মিশ‌নের দা‌য়িত্ব আপনা‌দের নয়।


সম্মেলনে উদ্বোধক ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।

কু‌মিল্লা চৌদ্দগ্রাম এইচ জে সরকা‌রি পাইলট উচ্চ বিদ‌্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব‌্য রাখেন-‌বিএনপি'র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ‌্যক্ষ সে‌লিম ভূইয়া।

বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন- বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির শিল্প বিষয়ক সম্পাদক ‌মোঃ আবুল কালাম, বিএনপি'র কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ,জেলা বিএনপির সদস‌্য স‌চিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু ,কেন্দ্রীয় বিএন‌পির সদস‌্য এড সা‌বেরা আলাউদ্দিন হেনা,মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির । কু‌মিল্লা ‌জেলা বিএন‌পির যুগ্ন আহবায়ক ও চৌদ্দগ্রাম উপ‌জেলা বিএন‌পির আহবায়ক মোঃ কামরুল হুদাএর সভাপতিত্বে ও সদস‌্য স‌চিব ইঞ্জি‌নিয়ার মোঃ শাহআলম রাজু এর সঞ্চালনায় অনু‌ষ্ঠিত স‌স্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন‌ সা‌বেক জেলা সদস‌্য স‌চিব ও ব্রাহ্মণপাড়া উপ‌জেলা বিএনপির সভাপ‌তি হাজী জ‌সিম উদ্দিন,জেলা বিএন‌পি‌নেতা মোস্তফা জামান ,জেলা বিএন‌পি‌নেতা মুজা‌হিদ চৌধুরী,নারী‌নেত্রী সা‌কিনা বেগম,বিএন‌পি‌নেতা মাহাবুব চৌধুরী,চৌদ্দগ্রাম পৌর‌ বিএন‌পির আহবায়ক জিএম তা‌হের পলাশীসহ কুমিল্লা জেলা ,মহানগর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Rabiul Alam
19,081 Bekeken · 2 maanden geleden

⁣পিআর পদ্ধতি নিয়ে নির্বাচন ভণ্ডুলের চক্রান্তে সজাগ থাকার আহ্বান – কুমিল্লায় বুলু

Laat meer zien