কুমিল্লায় কুখ্যাত ডাকাত দুলালসহ ১৪ জন গ্রেফতার
কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত শাহ আলম দুলাল ও তার দলের ১৩ জন সহযোগীকে দেশীয় অস্ত্র ও ডাকাতির মালামালসহ গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর লালমাই থানায় দুটি ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনার পর জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি কালো রঙের হাইচ মাইক্রোবাস যোগে ১৩ জন ডাকাত দেবিদ্বার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে রওনা দিয়েছে।
এরপর সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে দেবিদ্বার থানার ভিংলাবাড়ী এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসায় পুলিশ।
এ সময় ডাকাতদলটি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ১৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি হাইচ গাড়ি, ২টি কুড়াল, ৩টি রামদা, ১টি চাপাতি, ১টি ডেগার, ১টি চেইন, বিভিন্ন দেশীয় অস্ত্র, ১১টি মোবাইল ফোন এবং ডাকাতির লুণ্ঠিত স্বর্ণালঙ্কার, নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে তারা সম্প্রতি লালমাইয়ে ৩টি, বরুড়ায় ১টি এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১টি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাত সর্দার শাহ আলম দুলালের বিরুদ্ধে ২৬টি, মনির হোসেনের বিরুদ্ধে ২১টি, সুমনের বিরুদ্ধে ১৩টি, সোহেলের বিরুদ্ধে ১৫টি, খোকনের বিরুদ্ধে ৯টি এবং আল আমিনের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
