লাইক দিন পয়েন্ট জিতুন!
কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযান: মদ-ফেনসিডিলসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
কুমিল্লা সদরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ, ফেনসিডিল, মোবাইল ডিসপ্লে, শাড়ি ও থ্রি-পিসসহ প্রায় কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাবাড়ি সীমান্ত ফাঁড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে গোমতি নদীর পাশ দিয়ে চোরাচালানকৃত মাদক ও অন্যান্য পণ্য বহনের সময় সেগুলো জব্দ করা হয়।
অভিযানে প্রায় ৩০০ লিটার মদ, সাড়ে ৩ ক্যান বিয়ার, ১০০ বোতল ফেনসিডিল ও স্কাফ জাতীয় তরল মাদক জব্দ করা হয়।
এছাড়া, অপর এক অভিযানে মালিকবিহীন অবস্থায় ১,২৪০ পিস অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং ১,৭৪৫ পিস বাজি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৬০ হাজার ৪০০ টাকা।
একই সীমান্ত ফাঁড়ির কটকবাজার পোস্টের বিশেষ টহলদল গঙ্গানুর এলাকায় অভিযান চালিয়ে ৪৩৩ পিস ভারতীয় শাড়ি ও ৫৭ পিস থ্রি-পিস জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৮৩ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত সব মালামাল বিধি মোতাবেক কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

A