close

লাইক দিন পয়েন্ট জিতুন!

下一个

মেঘনায় জমি দখলচেষ্টার অভিযোগে দলিল লেখকের সংবাদ সম্মেলন

21 意见· 11/10/25
Rabiul Alam
Rabiul Alam
4 订户
4

কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের চরকাঠালিয়া গ্রামে গরুর খামার ও বসতভিটার জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন দলিল লেখক আশিক ছফিউল্লাহ।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে আশিক ছফিউল্লাহ অভিযোগ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তার ও গ্রামের নিরীহ মানুষের জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা জাল দলিল ও ভূয়া কাগজপত্র তৈরি করে বিভিন্ন সময় ওই জমি অন্যদের কাছে বিক্রি করেছে, যার ফলে বহু ক্রেতা ভুক্তভোগী হয়েছেন।

তিনি জানান, যোবায়ের আহম্মদ মজনু, আব্দুল হাই মিলন মেম্বার, আবুল কালাম, আবুল কাশেম ও সেলিম মিয়ার নেতৃত্বে এই গোষ্ঠী বারবার তার জমি দখলের চেষ্টা করছে। সর্বশেষ গত ৭ অক্টোবর দুপুর ১টার দিকে প্রায় ৪০ থেকে ৫০ জন লোক নিয়ে তারা তার ভিটা ও গরুর খামারের জমিতে এসে দুইটি সাইনবোর্ড লাগিয়ে দেয়। এসময় তাদের মধ্যে ১৫ থেকে ২০ জন দাউদকান্দি এলাকা থেকে ভাড়া করা লোক ছিল বলে জানান আশিক।

সংবাদ সম্মেলনে আশিক ছফিউল্লাহ বলেন, “তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ২৪ ঘণ্টার মধ্যে ঘর-বাড়ি ও খামার সরিয়ে না নিলে সব জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। আমার ছোট ভাই সাইফুল ইসলাম প্রতিবাদ করলে তাকে মারধরের জন্য ধাওয়া করা হয়, পরে প্রতিবেশীদের সহযোগিতায় প্রাণে রক্ষা পায়।”

তিনি আরও জানান, ঘটনার দিন সন্ধ্যায় অচেনা নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

ভুক্তভোগী আশিক ছফিউল্লাহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করে বলেন, “আমি সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করছি, এই অন্যায়ের বিরুদ্ধে সত্য সংবাদ প্রচার করে আমাদের পাশে দাঁড়ান।

显示更多

 1 注释 sort   排序方式


Md Hamidul Islam
Md Hamidul Islam 4 月 前

O

1    0 回复
显示更多

下一个