close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
গ্যাস পাইপ লিকেজ হয়ে আগুন ,
0
0
7 ビュー·
28/06/25
の
独占
রাজধানী আমিন বাজারে নির্মাণাধীন একটি ভবনে নিচে গ্যাস পাইপ লিখেজের কারণে গত তিনদিন আগে আগুন লাগার ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিভায় । গ্যাস কর্তৃপক্ষ কোনরকম নিরাপত্তা ছাড়াই খনন কাজ করার মুহূর্তে পুনরায় আগুন লাগে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস খবর দিলে ফায়ার সার্ভিসে একটি ইউনিট এসে আগুন পর্যবেক্ষণ করে কোন রকম ক্ষয়ক্ষতি হয়নি, তবে এটি অনেক ঝুঁকিপূর্ণ এবং আত্মঘাতী হতে পারে বলে জানিয়েছে। গ্যাস কর্তৃপক্ষ নিয়োজিত শ্রমিকদের কাছ থেকে জানা গেছে আমিনবাজার বড়দেশী গ্রামের সম্পূর্ণ গ্যাস বন্ধ করে দেয় কতদিন বন্ধ থাকবে বিষয়টি জানা যায়নি। গ্যাস লিকেজ পরিমাণ অত্যন্ত বেশি হওয়ায় আতঙ্কে এলাকাবাসী।
もっと見せる
0 コメント
sort 並び替え