close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

अगला

ডোমার বাসীর জন্য স্বল্প মূল্যে অ্যাম্বুলেন্স সেবা সেবা।

17 विचारों· 31/05/25
Abdullah Ibne Khalid
Abdullah Ibne Khalid
4 ग्राहकों
4



নিজ এলাকায় মানুষের জন্য স্বল্পমূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জমিয়ত মহাসচিব -মাওলানা আফেন্দী।


জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও তার আমেরিকা প্রবাসী ভাই ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামের পক্ষ থেকে নিজ এলাকাবাসীর জন্য "আফেন্দী এ্যাম্বুলেন্স " সেবা চালু করা হয়। দীর্ঘ দুই যুগ ধরে চলে আসা সেবামূলক বহুমুখী কার্যক্রমের সাথে নতুন করে যুক্ত করা হল এলাকাবাসীর বহুল কাঙ্ক্ষিত এই এ্যাম্বুলেন্স সেবা।

গতন ৩০ মে-২৫ইং শুক্রবার, বাদ মাগরিব,ডোমার উপজেলার সোনারায় হাইস্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী দোয়া মাহফিলে অংশ নেন ডোমার উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের দায়িত্বশীলগণসহ এলাকার ময়মুরুব্বী ও সর্বস্তরের জনসাধারণ।

এলাকার প্রবীন মুরুব্বি জনাব মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং যুব জমিয়ত নেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, আমেরিকা প্রবাসী জনাব ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, ডোমার উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মুফতী মাহমূদ বিন আলম, নীলফামারী জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম রাজু রূহানী, হাজী সাইফুল ইসলাম ও হরিনচড়া ইউনিয়ন জমিয়তের প্রতিনিধি মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।


জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী বলেন, মানবসেবা ইসলাম ধর্মের অন্যতম এক মহান শিক্ষা। পবিত্র কুরআন ও হাদীস শরীফে সেবামূলক এ সকল কার্যক্রমের অনেক ফজীলত বর্ণিত হয়েছে। দীর্ঘ ২ যুগ থেকে চলে আসা বহুমুখী সামাজিক কর্মসূচীর সাথে আজ আমরা এ্যাম্বুলেন্স সেবাটি যুক্ত করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। দোয়া চাই-আগামী দিনগুলোতে আমরা যেন আমাদের পরিচালিত সেবামূলক কর্মকাণ্ডে আরো ব্যাপকতা আনতে পারি।

তিনি স্বীয় ছোট ভাই ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম সাহেবকে উদ্দেশ্য করে বলেন, এই রকম দ্বীন দরদী দানবীর, সুন্দর মানসিকতার একজন ভাই আমি পেয়েছি, এটাও আল্লাহ তায়ালার মেহেরবানী। ছেলে।

और दिखाओ

 0 टिप्पणियाँ sort   इसके अनुसार क्रमबद्ध करें


अगला