ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Other
ডোমার ও ডিমলায় বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন।
ডোমার-ডিমলায় প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
নীলফামারীর ডোমার-ডিমলা উপজেলায় প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় ডোমার রেলগেট এলাকায় ডোমার ও ডিমলা উপজেলাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নুরুজ্জামান বাবলা, গোলাম কুদ্দুস আইয়ুব, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, এনটিভির নীলফামারী প্রতিনিধি ইয়াসীন মো. সিথুন, সাবেক ছাত্রনেতা সোহেল রানা, লুৎফর রহমান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহির হোসেন মিলন ও অর্নব আহমেদ আলিফসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, “আগে টাকা পরে বিদ্যুৎ”—এই পদ্ধতির প্রি-পেইড মিটার সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে। তারা বলেন, যারা ইতোমধ্যে এই মিটার ব্যবহার করছেন, তারাও এটি গলার কাঁটা হিসেবে দেখছেন। বক্তারা দাবি করেন, প্রি-পেইড মিটার প্রকল্পের আড়ালে হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। বিশেষ করে কৃষকরা অগ্রিম টাকা দিয়ে কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।
বক্তারা আরও বলেন, “জনগণকে না জানিয়ে প্রি-পেইড মিটার বসানোর সিদ্ধান্ত গণবিরোধী এবং এটি ডিজিটাল চুরির একটি নতুন কৌশল। জনগণের পকেট কেটে সরকার ঋণের বোঝা কমাতে এই ফাঁদ পেতেছে।”
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এ সময় আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে ডোমার ও ডিমলাসহ পুরো জেলায় প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
মোঃ আব্দুল্লাহ ইবনে খালিদ।
নীলফামারী
১৫/০৫/২৫