দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন থেকে আজাদের পদত্যাগপত্র গৃহিত হয়নি
2
0
11,136 Visualizações·
24/07/25
Dentro
Política
জিযা হার্ট ফাউন্ডেশনে আজাদের পদত্যাগপত্র গৃহিত হয়নি, স্বপদে ফিরে রাজনৈতিক দলে না জড়ানোর ঘোষনা
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > রাজনৈতিক দলে জড়ানো নিয়ে বির্তকের জেরে জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্স সেন্টারসহ সকল সহযোগী প্রতিষ্ঠানের সাধারন সম্পাদকের পদ থেকে এ.কে.এম আজাদের জমা দেওয়া পদত্যাগপত্র অনুমোদন করেনি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ। এব্যাপারে আজ বিকালে গণমাধ্যম কর্মীদের কাছে বিস্তারিত তুলে ব্যাখ্যা দিয়েছেন তিনি। একই সাথে এনসিপিসহ যে কোন রাজনৈতিক দলে আর সম্পিক্ত না থাকার বিষয়ে সিদ্ধান্ত প্রকাশ করেছেন। ইমোশোনাল বিএনপির জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালসহ অন্যদের নামে করা সমালোচনার জন্য ক্ষমা চাওয়াসহ দুঃক্ষ প্রকাশ করেছেন আজাদ। বাকী জীবন মানব সেবা কল্যানকর কাজে যুক্ত থাকার আশা।
> বিস্তারিত ভিডিওতে
Mostre mais
0 Comentários
sort Ordenar por