Sljedeći

বিগত দিনে যারা রাজপথে ছিল, "জনগণের সংঙ্গে ছিল আগামীতে তাদের কেই টিকিট দেওয়া হবে! ফজলে হুদা বাব

3,780 Pogledi· 25/07/25
Rahmatullah Ashik
Rahmatullah Ashik
18 Pretplatnici
18

⁣নওগাঁর বদলগাছীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
——————————————
বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী সভাপতিত্বে আধাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি জনাব ফজলে হুদা বাবুল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাসবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান কেটু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক শফিউল আলম রানা,উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবু মুসা,

উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সমুন হোসেন, উপজেলা যুবদলের আয়বায়ক মেজবাউল হক রাজা,সাবেক ছাত্রনেতা রেজাউন নবী স্যান্ডু। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক নান্নু রহমান।

শুক্রবার, জুলাই ২৫, ২০২৫।

Prikaži više

 0 Komentari sort   Poredaj po


Sljedeći