تا بعدی

বাংলাদেশের হেফাজত ইসলামের নেতাদের নির্যাতনের প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল

15 بازدیدها· 25/04/25
که در سیاست

⁣রাণীশংকৈলে হেফাজতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল।

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা হেফাজতে ইসলামের আয়োজনে বিকাল ৪ টায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মৌড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম রাণীশংকৈল উপজেলা শাখার আমির মাওলানা শামসুদ্দীন,সেক্রেটারি মাওলানা রাজিকুল ইসলাম,সদস্য,মাওলানা অলিউল্লাহ প্রমূখ। বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল,বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা পুনর্বহালসহ আওয়ামী ফ্যাসিবাদীদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরসহ সকল গণহত্যার বিচার, ফিলিস্তিনে এবং ভারতে গণহত্যা এবং নিপীড়ন বন্ধের দাবি জানান।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی