ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Other
বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পর বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।তাই এবারের ত্রি-বার্ষিক নির্বাচন কে ঘিরে উৎসাহের কমতি ছিলো না সমিতির সাধারণ সদস্য থেকে শুরু করে জনসাধারণের মাঝে।
দীর্ঘদিন পরে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটাররা সকাল থেকে কার্যালয়ের সামনে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও আনসার সদস্যরা নিয়োজিত ছিলেন।
শনিবার (১০ই মে) সকাল ৯ টায় পৌরসভার ৭নং ওয়ার্ড আর্মি পাড়ায় সমিতির জেলা কার্যালয়ে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে চ হ্লা প্রু জিমি ও সহ-সভাপতি পদে জামাল উদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
এদিকে সাধারণ সম্পাদক পদে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (আনারস), সহ-সাধারণ সম্পাদক পদে ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয় মোহাম্মদ কাউছার আলম (প্রজাপতি), কোষাধ্যক্ষ পদে ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ মহিউদ্দিন (বাস), দপ্তর সম্পাদক পদে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ সিরাজুল ইসলাম (আম), ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক, প্রচার ও সমাজ কল্যাণ পদে ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ জামাল, এবং নির্বাহী সদস্য হিসেবে ৪জন যথাক্রমে আব্দুল্লাহ আল আরমান ৭৯ ভোট, জাহেদুল ইসলাম আসিফ ৭৫ ভোট, আবু বক্কর ৬৬ ভোট ও মোঃ শামীম হোসেন ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন।
এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক, প্রচার ও সমাজকল্যাণ পদে ২জন এবং নির্বাহী সদস্য হিসেবে ৭ জন প্রার্থীর অংশগ্রহণ করেন।
সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বান্দরবান সদর সমাজসেবা অফিসার সত্যজিৎ মজুমদার নির্বাচন পরবর্তী ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৪১ জন এবং মোট গৃহীত ভোটের সংখ্যা ১২৬ জন।