close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Los mejores videos

Sujat Molla
12 vistas · 5 meses hace

নি‌ষিদ্ধ ঘো‌ষিত সংগঠ‌ন ও তাদের সহ‌যো‌গী‌দের আইনের আওতায় আনা পু‌লি‌শের নিয়মিত কাজ

SHARIF MIA
12 vistas · 5 meses hace

⁣জিরানী বাজার ঈদে ঘরে ফেরা মানুষের চাপ দীর্ঘ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে

Tasliem Akhon
12 vistas · 5 meses hace

জুলাই আগস্ট এ শহীদদের পরিবারের মাঝে ঈদ উপলক্ষে বিশেষ অনুদান প্রদান করছেন, সাবেক সংসদ সদস্য, আলহাজ্ব নাজিম উদ্দিন আলম। তথ্য ও ছবি : তছলিম আখন, চরফ্যাশন-ভোলা।

Biplob Dikshit
12 vistas · 5 meses hace

⁣আবর্জনা সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাত, পুনর্ব্যবহার ও নিষ্কাশনের সমন্বিত প্রক্রিয়াই বর্জ্য ব্যবস্থাপনা। বাংলাদেশে এ ব্যবস্থাগুলো আছে বটে, তবে তা অত্যন্ত দুর্বল ও সেকেলে। অপরিকল্পিত নগরায়ণ প্রক্রিয়ায় বিক্ষিপ্তভাবে গড়ে উঠেছে ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প-কারখানা। বেশির ভাগ ক্ষেত্রে এসব অবকাঠামোয় বর্জ্য নিষ্কাশনের আধুনিক ও বিজ্ঞানসম্মত সুষ্ঠু ব্যবস্থা নেই।

Shahadat Hossain Munsy
12 vistas · 5 meses hace

বন্ধ করে শক্তি প্রদর্শন করতে গিয়ে সোডাউন। একটি দুর্ঘটনায় হতে পারে সারা জীবনের কান্না। বন্ধ হোক সমাজের এই শক্তি প্রদর্শনের খেলা।

MD JAHANGIR ALAM
12 vistas · 5 meses hace

⁣গতকাল (৯ জুন) দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশনে ট্রেনের ছাদে ওঠাকে কেন্দ্র করে কিশোর গ্যাংদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ভৈরব রুটের একটি যাত্রীবাহী ট্রেন সরারচর স্টেশনে প্রবেশ করলে একদল কিশোর গ্যাং সদস্য ছাদে ওঠার জন্য প্রতিযোগিতা শুরু করে। এসময় জায়গা দখল ও প্রভাব বিস্তার নিয়ে দুইটি গ্যাংয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়।

পরে তা হাতাহাতি ও তুমুল মারামারিতে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোররা লাঠিসোটা এবং হাতের কাছে পাওয়া বিভিন্ন বস্তু দিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রসঙ্গত, সম্প্রতি বাজিতপুরসহ আশপাশের এলাকায় কিশোর গ্যাংদের সক্রিয়তা বাড়ছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
ট্রেনের ছাদে ওঠা যেমন জীবনের জন্য বিপজ্জনক, তেমনি গ্যাং কালচারের এই ধরনের সহিংসতা আরও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

Rajesh Gour
12 vistas · 5 meses hace

⁣ঈদের ছুটিতে সোমেশ্বরী নদীর চোখ জুড়ানো দৃশ্য দেখতে পর্যটকদের ভিড়

Shazzadul Alam Khan
12 vistas · 5 meses hace

⁣ভালুকায় সড়ক দুর্ঘটনায় বিয়ের গাড়ির যাত্রী আহত

SHARIF MIA
12 vistas · 5 meses hace

⁣অবশ্যই সাভার নামাবাজারে এই অবৈধ টোল বা চাঁদা বন্ধ হওয়া উচিত।সাভারের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

Kawsar Ahmed Duranta
12 vistas · 5 meses hace

এ যেনো বৃষ্টি না হতেই বন্যা কিশোরগঞ্জ জেলা শহরে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হওয়া ঝিরিঝিরি বৃষ্টিতে'ই জলাবদ্ধতা'র সৃষ্টি হয়েছে কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকায়

GM Rashed
12 vistas · 5 meses hace

চাঁদপুর-১(কচুয়া) সহ দেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ গণমাধ্যম বিষয়ক সম্পাদক এনায়েত হাসিব।

Dalowar Khan
12 vistas · 5 meses hace

⁣কুরবানির জন্য সুস্থ গরু চেনার। Ways to recognize healthy cows for sacrifice.

দৈনিক জীবন যাত্রা Doynik Jiboonjatra

Badsha Alamgir
12 vistas · 5 meses hace

⁣নতুন টাকাই মন্দিরের ছবি নিয়ে সাধারণ মানুষের মতামত।

Rabiul Alam
12 vistas · 5 meses hace

⁣কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর ২য় দিনের জাতীয় অনুষ্ঠান।




মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর তিন দিনের জাতীয় অনুষ্ঠানের দ্বিতীয় দিনের অনুষ্ঠান মুরাদনগরের কবিতীর্থ দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে।

বিকেল সোয়া ৪ টায় দৌলতপুর মুক্তমঞ্চের মাঠে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।

বক্তব্য কালে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার বলেন, দৌলতপুরে স্মৃতি সংরক্ষণের শীগগির জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা প্রকল্প হাতে নেয়া হবে। এছাড়াও আলি আকবর খানের বাড়ীটি সংরক্ষণে প্রত্নতত্ত্ব বিভাগের হাতে দেয়ার উদ্যোগে গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান, বাংলা একাডেমী থেকে এবছর নজরুল পদক প্রাপ্ত গবেষক ড. আনোয়ারুল হক, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইয়াহিয়া মান্নান, মুরাদনগরের সহকারী কমিশনার সাকিফ হাসান খান, "দৌলতপুরে নজরুল" গ্রন্থের সম্পাদক জাহাঙ্গীর আলম ইমরুল, বাবলু আলী খান প্রমূখ।

অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম ইমরুল সম্পাদিত "দৌলতপুরে নজরুল" গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় এবং প্রামাণ্য চিত্র "কুমিল্লা ও দৌলতপুরে নজরুল" প্রদর্শন করা হয়।

জেলা প্রশাসক বলেন "দৌলতপুরে নজরুল" শীর্ষক গ্রন্থটি নিশ্চই দৌলতপুরের ইতিহাস নিয়ে গবেষণায় আগামী দিনের গবেষকদের জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি গ্রন্থের সম্পাদক জাহাঙ্গীর আলম ইমরুলকে ধন্যবাদ দেন।

অনুষ্ঠানে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নাচ গান ও আবৃত্তি পরিবেশন করেন।

২৭ মে সমাপনী অনুষ্ঠান কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে।

Hm josim
12 vistas · 3 meses hace

⁣দুঃখিত গাইজ ভুলে এই বক্তব্য দিয়ে ফেলছে.hd

⁣পটুয়াখালীতে ক্লিনিক গুলোতেও সক্রিয় দালালচক্র। এমন একজন দালাল কে রোগীর নিকট থেকে আজ টাকা গ্রহণ করতে দেখা যায়। পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান শিমু, সহকারী রেজিস্ট্রার আফতাব উদ্দিন, সহকারী অধ্যাপক ও গাইনি বিভাগীয় প্রধান ডাঃ বিনয় কৃঞ্চ গোলদার, এসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডাঃ মাহমুদুল হক, সহকারী রেজিস্ট্রার (শিশু) ডাঃ মাহবুবর রহমান এই হেভেন কেয়ার হসপিটাল টি পরিচালনা করছেন। তাদের বিরুদ্ধে মেডিকেল কলেজে ডিউটি না করে বিভিন্ন ক্লিনিকে গিয়ে রোগী দেখার অভিযোগ আছে।

Mohammad Fakrul Moula
12 vistas · 6 meses hace

⁣ঢাকার গণপরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো লেগুনা সার্ভিস। কম দূরত্বে চলাচলের জন্য সাধারণ মানুষ এ যানবাহনকে বেছে নেয় মূলত কম খরচ ও দ্রুত গন্তব্যে পৌঁছানোর আশায়। তবে বাস্তবতা হলো, এই সেবা যেন অনেক সময়ই “জেনে শুনে বিষ পান” করার মতো অভিজ্ঞতা এনে দেয়। অপরিপক্ক ও অদক্ষ চালক, যানবাহনের খারাপ অবস্থা, আইন-আনুগত্যের অভাবসহ নানা কারণে এটি আজ জননিরাপত্তার হুমকিতে পরিণত হয়েছে।

SHARIF MIA
12 vistas · 4 meses hace

⁣নতুন বাজারে শিক্ষার্থী-পুলিশ মুখোমুখি, সরাসরি...

Belhaj Badhon
12 vistas · 4 meses hace

⁣বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠান

ZihadHossen
12 vistas · 4 meses hace

বগুড়ার দুপচাচিয়ায় প্রতিনিয়ত লেগেই থাকে ট্রাফিক জ্যাম। বিশেষ করে দুপচাচিয়ার বিখ্যাত ধাপের হাটের দিনে এই জ্যামের দেখা পাওয়া যায়।নেই কোনো ট্রাফিক পুলিশ।নেই কোনো ট্রাফিক মেইনটেন্যান্স।

Emran Sarkar
12 vistas · 3 meses hace

⁣গোপালগঞ্জে সড়ক আটকে শেখ হাসিনার নামে স্লোগান

Sujat Molla
12 vistas · 3 meses hace

⁣⁣রাজবাড়ীতে এনসিপির জুলাই পদযাত্রা

Akram Hossen
12 vistas · 4 meses hace

⁣পুলিশ এমনই হওয়া উচিত বি'প'দে সহযোগিতা করবে অ'ন্যা'য় কিছু করলে শা'স'ন করবে।

MD IMRAN MUNSHI
12 vistas · 3 meses hace

আজ আসর বাদ ঝালকাঠিতে ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি ২ আসনের এমপি পদপ্রার্থী জনাব ডা.মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন সভাপতি ইসলামী আন্দোলন ঝালকাঠি।

সংক্ষিপ্ত বক্তব্যতে বক্তারা বলেন অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ এর ঘোষণা। সকল শহীদ পরিবারের আর্থিক সহায়তা প্রাপ্তি, হাতেদের যথাযথ চিকিৎসা। এছাড়াও দেশব্যাপী ধর্ষণ খুন চাঁদাবাজি নৈরাজ্য ও টেন্ডারবাজদের দ্রুত বিচার কার্যক্রম।

সমাজের তথা দেশের সকল সর্বস্তরের জনগণের ভোট প্রদানের নিশ্চয়তা পিআর পদ্ধতির নির্বাচনের দাবি করেছেন।

GK Shohag
12 vistas · 3 meses hace

নারায়নগঞ্জের ডিআইটি তে ইসলামি আন্দোলন বাংলাদেশের সমাবেশ চলছিল, এসময় পাশ দিয়ে যাচ্ছিলো এনসিপির জুলাই পদযাত্রা। ইসলামি আন্দোলন বাংলাদেশের সমাবেশ দেখে এনপিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্লোগান থামিয়ে দেয়। পাশাপাশি ইসলামি আন্দোলনও তাদের চলমান বক্তব্য থামিয়ে, মঞ্চ থেকে শ্লোগান দিয়ে স্বাগত জানায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে। এসময় উভয় দলের মধ্যে প্রকাশ পাওয়া রাজনৈতিক শিষ্টাচার সাধারণ জনগণকে উচ্ছ্বসিত করে

SHARIF MIA
12 vistas · 3 meses hace

⁣স্বল্পবৃষ্টিতে জলাবদ্ধতা নেই পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা বারুইপাড়া পল্লী বিদ্যুৎ রোড

⁣জামায়াতের সমাবেশ থেকে জাতীয় ঐক্যের প্রত্যাশা

Gm selim imran
12 vistas · 3 meses hace

⁣মাথাপিছু ৫০০ টাকা করে লোক ভাড়া করেছে জামাত,
বেরিয়ে এলো জামাতের আসল চেহারা-

MD IMRAN MUNSHI
12 vistas · 3 meses hace

⁣ঝালকাঠিতে মাদ্রাসার পরীক্ষা চলাকালে ভবনের পলেস্তারা খসে পড়ে ৭ শিক্ষার্থী আহত, ঝুঁকিপূর্ণ ভবন ধসের শঙ্কা

ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ী মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসার পরীক্ষা চলাকালে জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ে ৭ শিক্ষার্থী আহত হওয়র ঘটনা ঘটেছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নবম ও দশম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালে ভবনের ছাদের পলেস্তারা ও বিমের অংশ খসে পড়লে অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়।
দায়িত্বরত শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, পরীক্ষা চলাকালে হঠাৎ কয়েক স্থানের পলেস্তারা খসে পড়ে ৬/৭ জন শিক্ষার্থী আহত হয়। তাদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে পাশের একটি নিরাপদ কক্ষে স্থানান্তর করে পরীক্ষার কার্যক্রম চালানো হয়। শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক অভিভাবক মাদ্রাসায় ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত মঠবাড়ী মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসায় বর্তমানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে। ১৯৯৩-৯৪ অর্থবছরে নির্মিত তিন কক্ষ বিশিষ্ট একতলা ভবনটিই এখন শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভবনটি আজ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ছাদের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, পিলার দুর্বল হয়ে পড়েছে এবং ছাদের নিচের অংশের প্লাস্টার খসে পড়ছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, এর আগেও ভবনের ছাঁদ ও বিমের অংশ ধসে পড়েছে।

মাদ্রাসার সুপার মোঃ আঃ মন্নান জানান, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা পরিদর্শন করে ভবনটি ব্যবহার অনুপযোগী বলে মত দিয়েছেন এবং শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার সুপারিশ করেছেন। তারপরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

তিনি আরও জানান, “আজকের ঘটনায় কোমলমতি শিক্ষার্থীরা আহত হয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত ভবনটি মেরামত এবং একটি নতুন একাডেমিক ভবনের জন্য বরাদ্দের জোর দাবি জানাচ্ছি।”

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল জানান, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ভবনটিতে পাঠদান চলছে। আজকের ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আবেদন জানিয়েছেন। রাজাপুরের ইউএনও রাহুল চন্দ জানিয়েছেন, এ বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অবহিত করা হয়.....

nazmul parvez
12 vistas · 3 meses hace

⁣কেমন আছেন ২৪ এর ছাত্র-জনতার অর্ভূত্থানে নিহত শহীদ আবু রায়হানের মা?

Hm josim
12 vistas · 3 meses hace

⁣বিমান দু-র্ঘটনায়

Hm josim
12 vistas · 3 meses hace

বিমান দুর্ঘটনা একে একে বের করা হচ্ছে দগ্ধদের.hd

⁣রাণীশংকৈলে কৃষকদের মাঝে সার-বীজ ও গাছের চারা বিতরণ।

রানীশংকৈল প্রতিনিধি,
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ, সার ও আম, তাল, নারিকেলসহ বিভিন্ন ফলের ৬৬৭৫ টি চারা ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অফিস চত্বরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল ইসলাম, হোসেনগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি মমতাজ আলী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ প্রমুখ।

Apple Bosunia
12 vistas · 4 meses hace

নতুন পুরাতন সাইকেল পাওয়া যায়

SHARIF MIA
12 vistas · 4 meses hace

বাইপেল কাঁচা বাজার রোড কোলকোটার বিখ্যাত আমি ইংলিশ টকিং

⁣মানুষের অসহায়ত্বকে কাজে লাগিয়ে অধিক মুনাফা নিচ্ছে বিক্রেতারা

Hm josim
12 vistas · 3 meses hace

⁣যুক্তরাষ্ট্রের সাথে সব চুক্তি উম্মুক্ত করার দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ। সরাসরি..hd

Shakil Hasan
11 vistas · 3 meses hace

⁣লক্ষ্মীপুর_জেলা_যুবদলের_বিক্ষোভ।

⁣গোপালগঞ্জে এনসিপি (বাংলাদেশ নাগরিক পার্টি) সমাবেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই '২৫) সকালে সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচি সাতক্ষীরার প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলুর নেতৃত্বে আয়োজিত হয়


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।

Belhaj Badhon
11 vistas · 3 meses hace

⁣জুলাই যো'দ্ধা বড়াইগ্রামের সন্তান রিমন মোল্লার জীবনের গল্প

Monsur Alam
11 vistas · 3 meses hace

⁣১৮ জুলাই ২০২৪ ছাত্র-জনতার সাথে সংঘর্ষের পর কেমন ছিল ফেনীর আনশৃঙ্খলা পরিস্থিতি

Mamun Sorder
11 vistas · 4 meses hace

⁣ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল ব্যবসায়ীর মৃত্যু নিয়ে প্রতিবাদে উত্তাল

MD IMRAN MUNSHI
11 vistas · 4 meses hace

ঝালকাঠির সাধারণ ছাত্র ও ছাত্রীরা বর্তমানে চাঁদাবাজি, রাহাজানির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করেন। এটি শহরের মধ্যে থেকে ঝালকাঠি প্রেসক্লাবে এসে শেষ হয়।

⁣"৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে" প্রয়াত সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৬ম তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।

Md Uzzal Mia
11 vistas · 4 meses hace

📰 শ্যামগঞ্জ বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল: ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও পাশবিক হত্যার প্রতিবাদে গর্জে উঠলো পূর্বধলা
📅 ১৪ জুলাই ২০২৫, সোমবার | পূর্বধলা, নেত্রকোনা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এবং সম্প্রতি মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি।
শ্যামগঞ্জ বাজারে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সংগ্রামী নেতা ও পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব ফকির সাঈদ আল মামুন শহিদ। মিছিলের আয়োজন ও সার্বিক দিকনির্দেশনায় ছিলেন পূর্বধলার ২০১৮ সালের ধানের শীষের নমিনির, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব আবু তাহের তালুকদার।
প্রতিবাদ মিছিলে বক্তারা বলেন, "দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার ও ভিত্তিহীন অপপ্রচার অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যার দ্রুত বিচার করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।"
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উক্ত বিক্ষোভে অংশগ্রহণ করেন। মিছিলটি শ্যামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে পূর্বধলা বিএনপি আবারও প্রমাণ করল—অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা সদা সোচ্চার ও সংগঠিত।

SHARIF MIA
11 vistas · 4 meses hace

নতুন বাজার ব্লকের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ সর্বশেষ পরিস্থিতি

SHARIF MIA
11 vistas · 4 meses hace

⁣সরাসরিঃ বিডিআর কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন

১০নং চাম্বল ইউনিয়ন বিএনপির নতুন কমিটিতে
সাবেক ছাত্র দল নেতা আতিকুল ইসলাম চৌধুরী টিটু সভাপতি হিসাবে দেখতে চাই সাধারণ জনগন

Al Mamun Gazi
11 vistas · 4 meses hace

সুৃনামগঞ্জের জগন্নাথপুরে বিজিবি”র অভিযানে একটি কাভার্ডভ্যানসহ এককোটি ৬২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্যসামগ্রী জব্দ

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সদস্যদের অভিযানে ভারত বাংলদেশের সীমান্ত দিয়ে অবৈধভাবে সুনামগঞ্জে নিয়ে আসা ভারতীয় বিপুল পরিমান কসমেটিক্রস ও পশু চিকিৎসার ঔষধ এবং একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে প্রায় এককোটি ৬২ লাখ টাকার উপরে হবে।

আজ শুক্রবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সদস্যরা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজারের পাকারাস্তার উপর মালিক বিহীন অবস্থায় কাভার্ডভ্যানে পরে থাকতে দেখে অভিযান পরিচালনা করে কাভার্ডভ্যানসহ এসব অবৈধ ভারতীয় পণ্য আটক করে জেলা শহরের মল্লিখপুরস্থ বিজিবি”র হেড-কোয়াটারে নিয়ে আসা হয়। অভিযানকালে ১৮ হাজার ৯৭৭ পিস কসমেটিক্রস এবং ১৪ হাজার ৮৭২ পিস পশুর চিকিৎসার ঔষধ রয়েছে। যার বর্তমান বাজার মূল্যে এককোটি ৬২ লাখ টাকার উপরে।

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা বিজিবি”র হেডকোয়াটারের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার এলাকায় ১৯টি বিওপির সদস্যদের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষায় কাজ করা হচ্ছে। বিজিবির জোয়ানরা সক্রিয় বলেই প্রায় সময়ই চোরাকারবারীদের ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা সব ধরনের চোরাই গরু মহিষসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রীর বড় বড় চালান আটক করতে সক্ষম হয়েছি। এদিকে জব্দকৃত এসব পন্য জেলা শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

⁣সাতক্ষীরা জেলার মানুষের দীর্ঘদিনের দাবি রেললাইন বাস্তবায়নের জন্য জোরালো আন্দোলন শুরু হয়েছে


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।

Md Ismail Hossain
11 vistas · 3 meses hace

⁣সালাহউদ্দিন আহমেদ’কে নিয়ে মন্তব্য করায় চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর |

FS News
11 vistas · 3 meses hace

⁣রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকায় ঘটে যাওয়া একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং আহত হয়েছেন আরও সাতজন। ঘটনার সময় একটি পণ্যবোঝাই ট্রাক থামিয়ে পুলিশ কাগজপত্র যাচাই করছিল — এমনটাই দাবি করেছেন স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা। কিন্তু পুলিশের দাবী কাগজপত্র যাচাই নয় ট্রাকটি ‘অবৈধভাবে পার্ক করা ছিল’।

পুলিশ জানায়,গত বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা থেকে রংপুরগামী একটি মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৮৪৫২) পীরগঞ্জের বিশমাইল এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। বড়দরগা হাইওয়ে থানার টহল পুলিশ ট্রাকটি দেখতে পেয়ে চালককে ডাকাডাকি করে সরিয়ে নিতে বলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা জামালপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অরিন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৫১৬) ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মোঃ আলমগীর হোসেন (৪০) ও আশরাফুল ইসলাম (৪২)। গুরুতর আহত হন ডিউটিরত পুলিশ সদস্য কনস্টেবল মিজান, পরে তাকে রংপুর মেডিকেল থেকে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে পুলিশ সার্জেন্ট পলাশ চন্দ্র পাল, বাসযাত্রী এবং ট্রাকের সহকারীসহ আরও ছয়জন রয়েছেন।

আশিকুর রহমান
11 vistas · 3 meses hace

"মাদ্রাসা ছাত্র বলে শুধু পড়ালেখায় ডুবে থাকবে, সেই ধারণা এবার বদলানোর সময়।
ঘাটাইলের ইব্রাহিম খলিল – একজন হাফেজ, একজন ছাত্র, আর এখন একজন ফিটনেস আইকন!

মাত্র ২ মাস নিয়মিত জিম করে বদলে ফেলেছেন নিজের শরীরের গঠন।
এই বয়সেই দেখিয়েছেন – চেষ্টা করলে সম্ভব।
ইব্রাহিম খলিলের এই পথচলা এখন অনুপ্রেরণা হতে পারে সব তরুণদের জন্য।
পড়াশোনার পাশাপাশি ফিটনেসেও এগিয়ে যাও – দেখাও নিজের ভিন্ন পরিচয়!"

Abdul Aziz
11 vistas · 6 meses hace

আখাউড়া থেকে সিলেটগামী রেলপথে চুরির ঝুঁকির কারণে যাত্রীদের নিরাপত্তার উপর সন্দেহের কথা জানান৷ প্রশাসনের অবহেলা এবং রেল কর্তৃপক্ষের উদাসীনতা কারণে রেলপথে চরম অব্যবস্থা রয়েছে৷

Badsha Alamgir
11 vistas · 6 meses hace

⁣কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ মাদক কারবারি জেলে


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার অভিযানে পৃথক তিনটি স্থান থেকে মদ, হেরোইন ও ট্যাপেন্টা ডল সহ ৩ জন আটক।

গতকাল ৪ মে ২০২৫ (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে পৃথক তিনটি স্থান থেকে, ১০ বোতল চোরাই মদ, ২০ পিচ ট্যাপেন্ডা ডল, ৩ পুরিয়া হেরোইন সহ তিন জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার পরিদর্শক আবুল কালাম আজাদ ও উপ-পরিদর্শক ইকবাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় সিপাই নিয়ে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টার মধ্যে কুষ্টিয়ার তিনটি আলাদা জাইগা থেকে আলাদা আলাদা তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আব্দুল সাত্তার (৫৫), মো: শাওন রেজা (৩২), হাসিনা (৩২)

এসময় কুষ্টিয়ার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, মোবাইল কোর্ট পরিচালনা করে, ফৌজদারী কার্যবিধির ২৪৫ এ ২৫৮ ধারায়, মোঃ আব্দুল সাত্তার(৫৫) কে, ৪০ দিনের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে। মোঃ শাওন রেজা (৩২) কে, ১৪ দিনের কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। হাসিনা (৩২) কে, ৪ দিন কারাদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে একদিন বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করেছে।।

১০ মে কালিগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন: সাংবাদিক সম্মেলনে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরলেন নেতৃবৃন্দ

এস এম তাজুল হাসান সাদ,(সাতক্ষীরা)

আগামী ১০ মে কালিগঞ্জ উপজেলার শহীদ সামাদ স্মৃতি ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একটি বৃহৎ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বুধবার (৭ মে) উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সম্মেলন সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন দলটির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা আজিজুর রহমান।

লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমীর ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী। তিনি জানান, প্রায় ১৭ বছর পর কালিগঞ্জে জামায়াতে ইসলামীর এ ধরনের একটি ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনটি দুই পর্বে বিভক্ত—সকাল ৮টা ৩০ মিনিটে মহিলা কর্মীদের জন্য এবং বিকেল ৩টায় পুরুষ কর্মীদের জন্য সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের।

সম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রায় ৫৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। যানজট নিরসনের জন্য উপজেলা সদরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজ স্থাপন করা হবে। আয়োজকেরা আশা প্রকাশ করেন, উপজেলার ১২টি ইউনিয়ন থেকে লক্ষাধিক কর্মী এতে অংশগ্রহণ করবেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে মাওলানা সিদ্দিকী বলেন, “১৯৪১ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শোষণমুক্ত ও কল্যাণভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আমরা প্রতিশোধ নয়, বরং সহনশীলতার রাজনীতিতে বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “জুলাই-২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে জাতিকে একটি শোষণমুক্ত ভবিষ্যতের বার্তা দেওয়া হবে।”

সম্মেলন সফল করতে উপজেলা প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন আয়োজকেরা।

Aminul Islam
11 vistas · 7 meses hace

ভোলায় ১ টি আগ্নেয়াস্ত্র, ২১ পিস হাত বোমা, ৫৬৯ পিস ইয়াবা ও ৪৪৫১০ টাকা সহ ৫ সন্ত্রাসী কে আটক করেছে কোস্ট গার্ড।

Aminul Islam
11 vistas · 7 meses hace

⁣ইসরাইলী বর্বতার প্রতিবাদে উত্তাল ভোলা

Jahid sumon Crime Correspondent
11 vistas · 7 meses hace

⁣নারায়ণগঞ্জে গার্মেন্টস কারখানার শ্রমিক অসন্তোষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ

Rudra Biswas
11 vistas · 6 meses hace

আওয়ামী লীগকে সাহায্য না করার অনুরোধ কন্টেন্ট ক্রিকেটার

Abdulmalek
11 vistas · 7 meses hace

⁣মাঝ রাতে ইলিয়াস ভাই এর পোস্ট, ছাত্র উপদেষ্টার দুর্নীতির মহাযজ্ঞ

Samim Miya
11 vistas · 7 meses hace

⁣ওজন কমাবে কালোজিরা, বাড়াবে প্রজনন ক্ষমতা গবেষণা

Samim Miya
11 vistas · 7 meses hace

⁣গবেষণা ল্যাবে আমরা যেসব যন্ত্রপাতি ব্যবহার করি

Alauddin Rayhan
11 vistas · 8 meses hace

⁣ধর্ষ/কের সর্বোচ্চ শা"স্তি পাথর মেরে হ/ত্যা করা! খেলাফতে মজলিস।

Kawsar Uddin Hridoy
11 vistas · 6 meses hace

নিজস্ব প্রতিনিধি:⁣গত ১৬/০৪/২৫ তারিখ সিলেট জকি গঞ্জ হতে রাজ মিস্ত্রি কাজ করার জন্য টেকনাফ রাজারছড়া এসে অপহরণ হয়। অদ্য টেকনাফ মডেল থানা পুলিশ অবগত হওয়ার পর একটি চৌকশ টিম রাত ০৮.৩০ ঘটিকার সময় রাজা ছড়া পাহাড়ের ভিতর হতে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
আই নিউজ বিডি।

Md Ismail Hossain
11 vistas · 7 meses hace

সুন্দরবনে জলদস্যু বাহিনীর কবল থেকে ৩৩ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

Md Sahadat Hossain
11 vistas · 7 meses hace

⁣গায'যায় ই'স'রা'য়ে'লী ব'র্ব'র'তা'র প্র'তি'বা'দে রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বি'ক্ষো'ভ মি'ছি'ল অনুষ্ঠিত...

Akm Kaysarul Alam
11 vistas · 7 meses hace

⁣লং মার্চ ফর গাজা - লালমনিরহাট

Kawsar Uddin Hridoy
11 vistas · 7 meses hace

আই বিডিনিউজ
কাউছার উদ্দিন হৃদয়
নিজস্ব প্রতিনিধি: ⁣ওয়াসিম’রা ১/২ মাসে জন্ম নেয়নি। ওয়াসিম’রা যখন বুঝতে শিখেছে দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চলছে তখন থেকেই ফ্যাসিস্টদের রক্তচক্ষু উপেক্ষা রাজপথে লড়াইতে নেমেছে। বছরের পর বছর তারা একা লড়াই করে গেছে, সংগ্রাম করে গেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে। অনেকেই যখন স্বপ্নই দেখেনি ফ্যাসিস্টদের পতন কখনো হবে, ঠিক তখন থেকেই ওয়াসিম’রা বুকে সাহস, আর মনে বিশ্বাস নিয়ে রাজপথে লড়েছে।
আই বিডিনিউজ

⁣সাতক্ষীরায় ছাত্রদল নেতা ইমদাদুল হক ছোট বাবু’র নেতৃত্বে শিক্ষার্থীদের ও অভিভাবকদের মাঝে পানি স্যালাইন ও কলম বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৭ এপ্রিল '২৫) সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা এসএসসি পরিক্ষা কেন্দ্র পরিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা।

Rahmatullah Ashik
11 vistas · 7 meses hace

⁣গাজায় নিরস্ত্র মুসলিমদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি -বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ২০ শে মার্চ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস

⁣আ.লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে জুলাইয়ে আহতরা...

⁣আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল...

⁣আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল...

Alaminmolla
11 vistas · 7 meses hace

ব্রেকিং নিউজ

Samim Miya
11 vistas · 7 meses hace

⁣আমার Hair Transplant এর Step by Step প্রসেস। বাংলাদেশে কেন করলাম

Akm Kaysarul Alam
11 vistas · 7 meses hace

⁣তিস্তা বাঁচাই

Farhad Ahmad
11 vistas · 7 meses hace

⁣ফাইতং সড়কটি বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। সড়কটির ধারণক্ষমতার চেয়ে পাঁচ গুণ বেশি ওজন নিয়ে প্রতিদিন ১০ চাকার ডাম্প ট্রাকসহ ভারী যানবাহন চলাচল করছে, যার ফলে এটি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। অতিরিক্ত ওজনের চাপে সড়কের বিভিন্ন অংশ দেবে গেছে এবং বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। বিশেষ করে খানাখন্দ এতটাই গভীর হয়েছে যে, এখন রিকশা, ইজিবাইক ও সিএনজি চালিত অটোরিকশার মতো ছোট যানবাহনগুলোও চলাচল করতে পারছে না।

দুঃখজনক বিষয় হলো, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ভয়াবহ অবস্থা দেখেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। যদি দ্রুত সংস্কার কাজ শুরু করা না হয় এবং ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে অচিরেই সড়কটি পুরোপুরি ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে। এর ফলে সাধারণ মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হবে, ব্যবসা-বাণিজ্য ক্ষতির মুখে পড়বে এবং দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তাই এখনই প্রয়োজন কার্যকর পদক্ষেপ, যাতে সড়কটি টিকে থাকে এবং এলাকাবাসীর ভোগান্তি কমে।

⁣গরিবের জন্য আওয়ামী লীগ ভালো ছিল। কে হবে সরকার? সাধারণ মানুষ কি ভাবছে রাজনৈতিক দলগুলো নিয়ে_পর্ব -১৯

Ranajit Barman
11 vistas · 21 días hace

⁣শ্যামনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালী ও আলোচনাসভা
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়। বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনাসভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ^াস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পথিক কুমার মন্ডল প্রমুখ।

Mamun Sorder
11 vistas · 1 mes hace

⁣ফার্মগেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, সেনা মোতায়েন

⁣কে হবে সরকার? সাধারণ মানুষ কি ভাবছে রাজনৈতিক দলগুলো নিয়ে_পর্ব -১৬

Raju Mia
11 vistas · 1 mes hace

⁣লালমনিরহাট-২ (কালীগঞ্জ/আদিতমারী) আসনে বিএনপির মনোনয়ন আলোচনায় কৃষিবিদ ড.রোকনুজ্জামান সাধারন মানুষের মুখে মুখে উঠেছে ।

Juwel Hossain
11 vistas · 1 mes hace

⁣জনগণের আস্থা আমাদের রাজপথের শক্তি- জামায়াত সেক্রেটারী জাহিদুল ইসলাম
.
#jamaat_e_islami | #zahidul | #secretary

Emran Sarkar
11 vistas · 1 mes hace

⁣নিউইয়র্কে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের।

Mamun Sorder
11 vistas · 1 mes hace

⁣জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট

Mamun Sorder
11 vistas · 1 mes hace

⁣জগন্নাথ হল পূজা মন্ডপ পরিদর্শনে সাদিক কায়েম


প্রস্তুত পোশাক শ্রমিকদের স্বাস্থ্য ও কল্যাণে বিশেষ সেমিনার

Mamun Sorder
11 vistas · 1 mes hace

⁣হাজী সেলিমের বাসায় অভিযান শেষ-যা পাওয়া গেলো ।

⁣শি/শু/দের নি/রাপত্তা ও অধিকার রক্ষায় সচেতনতামূলক আলোচনা

Al Mamun Gazi
11 vistas · 10 días hace

যশোরের অভয়নগর উপজেলার পায়রা বাজারে আজ শনিবার আনুমানিক ১২টার দিকে কাপড় চুরির ঘটনায় দুই নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা। পরে তাদের অভয়নগর (নওয়াপাড়া) থানা পুলিশের ওসি ও এসআই মিনহাজের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পায়রা বাজারের জনপ্রিয় কাপড় ব্যবসায়ী মোঃ সাগর ইসলাম এর দোকানে সকালে থেকেই ক্রেতাদের ভিড় ছিল। সেই সুযোগে দুই নারী ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন। দোকানে কাপড় বাছাই করার অভিনয় করতে করতে একপর্যায়ে তারা গোপনে কয়েকটি দামি কাপড় ব্যাগে ভরে নেওয়ার চেষ্টা করেন।

এসময় দোকানের এক কর্মচারীর চোখে বিষয়টি ধরা পড়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে দোকান মালিককে অবহিত করলে সাগর ইসলাম ও আশেপাশের ব্যবসায়ীরা দ্রুত দুই নারীকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ থেকে একাধিক চুরি করা কাপড় উদ্ধার করা হয়।

খবর পেয়ে বাজারের অন্যান্য ব্যবসায়ী ও ক্রেতারা ঘটনাস্থলে জড়ো হন। পরে স্থানীয়রা দুই নারীকে অভয়নগর নওয়াপাড়া থানার ওসি ও এসআই মিনহাজের কাছে হস্তান্তর করেন।

দোকান মালিক মোঃ সাগর ইসলাম বলেন,

দুই নারী আগে কখনও দোকানে আসেননি। আজ ক্রেতা সেজে এসে আমাদের ব্যস্ততার সুযোগ নিয়ে চুরির চেষ্টা করে। ভাগ্য ভালো, আমাদের কর্মচারী সতর্ক থাকায় তারা হাতেনাতে ধরা পড়ে।”



এ ঘটনায় বাজারজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাজার ব্যবসায়ীরা ভবিষ্যতে এ ধরনের চুরির ঘটনা রোধে দোকান ও বাজার এলাকায় সিসিটিভি নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

অভয়নগর থানার ওসি (তদন্ত) এসআই মিনহাজ জানান,

বাজার ব্যবসায়ীরা আটককৃত দুই নারীকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

⁣রানীশংকৈলে হোসেনগাঁও ইউনিয়নে শ্মশানের জমি দখল নিয়ে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ ও মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩নং হোসেনগাঁও ইউনিয়নে শ্মশানের জমি অবৈধ দখলকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৫/১০/২৫ ইং তারিখে সকালে ইউনিয়নের শ্মশান এলাকার সামনে এ বিক্ষোভ ও মানববন্ধনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

Mamun Sorder
11 vistas · 1 mes hace

⁣ডাকসু ইস্যুতে কথা বলছেন সাবেক প্রার্থীরা

Mamun Sorder
11 vistas · 1 mes hace

⁣ঢাবি ভিসির সঙ্গে সাক্ষাতে ডাকসুর বিভিন্ন প্যানেলের প্রার্থীরা

Monsur Alam
11 vistas · 1 mes hace

⁣ফেনীকে কুমিল্লা বিভাগে অন্তর্ভুক্তির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে স্থানীয়দের সোজাসাপ্টা বক্তব্য—ফেনী চট্টগ্রামের অংশ। সাহস থাকলে বৃহত্তর নোয়াখালীকে নিয়ে ফেনীকে বিভাগ করুন।

MD IMRAN MUNSHI
11 vistas · 1 mes hace


ঝালকাঠির কাঁঠালিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শৌলজালিয়াতে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু বকর সিদ্দিক, যিনি ঝালকাঠি জেলা শাখার মজলিসে শুরার সদস্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঁঠালিয়া উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা সাইদুর রহমান। এছাড়াও শৌলজালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মামুন হোসেন রিপন এবং স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাদের অঙ্গীকার ও আহ্বান
সম্মেলনে বক্তারা তাদের বক্তব্যে চাঁদাবাজি, জমি দখল, দুর্নীতি এবং টেন্ডারবাজির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন। তারা বলেন, জামায়াতের কর্মীরা এসব অনৈতিক কাজ করবে না এবং কাউকে করতেও দেবে না। বক্তারা শান্তিপূর্ণভাবে সকলের সম্মিলিত বসবাসের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনের ওপর জোর দেন।
তারা পিআর (P.R) বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির সুফলগুলো নিয়ে আলোচনা করেন এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য কর্মীদের অনুপ্রাণিত করেন। এর মাধ্যমে তারা কর্মীদের মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার আগ্রহ সৃষ্টি করেন।


জাতীয় প্রোটোকলের আশ্বাস দিয়েও নিরাপত্তা দিতে ব্যর্থ হলো সরকার!

Shimul Rahman
11 vistas · 19 días hace

⁣মেয়েকে 'উত্ত্যক্তকারীকে' পেটালেন মা
কলেজশিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে মারধর করলেন শিক্ষার্থীর মা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে..
https://ekhon.tv/recent

Md Uzzal Mia
11 vistas · 18 días hace

শাপলা মার্কা ছাড়া দল নিবন্ধন হবে না। আমরা শাপলা ছাড়া নির্বাচনে যাবো না-বললেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল)




Showing 55 out of 56