close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

トップ動画

Rashed Islam
12 ビュー · 17 日々 前に

⁣একজন ব্যাবসায়ীর বক্তব্য।।

Al Mamun Gazi
12 ビュー · 17 日々 前に

⁣প্রেসক্লাবের সামনে র'ণ'ক্ষেত্র… আহত কয়েক জন

M Rasel Ahmed
12 ビュー · 17 日々 前に

⁣কালাই সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার ৩১ দফা দাবিতে গণমছিল ও বর্ণাঢ্য র‍্যালী।

Minhaj Rahman Adnan
12 ビュー · 16 日々 前に

⁣পুলিশের বাধা উপেক্ষা করে এনটিআরসিএ কার্যালয়ে ঢুকছেন আ'ন্দোলনকারীরা

Minhaj Rahman Adnan
12 ビュー · 16 日々 前に

⁣এনটিআরসিএ কার্যালয়ে পুলিশ-আ'ন্দোলনকারী মুখোমুখি,

⁣সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ/বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর


ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

আই নিউজ বিডি ডেস্ক
12 ビュー · 15 日々 前に

⁣এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন: দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে

Mamun Sorder
12 ビュー · 14 日々 前に

⁣শাহবাগে পুলিশ-শিক্ষক উত্তেজনা

Minhaj Rahman Adnan
12 ビュー · 14 日々 前に

⁣'তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক' স্লোগানে উত্তাল শাহবাগ,

Minhaj Rahman Adnan
12 ビュー · 27 日々 前に

⁣১৩ টি জাহাজ জব্দের পরও গাজার দিকে এগিয়ে যাচ্ছে ত্রাণবাহী বহরের আরও অন্তত ৪০ টি জাহাজ,

IBRAHIM SHEAK
12 ビュー · 26 日々 前に

⁣হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা,পূজা পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ , ঝিনেদা জেলা কালিগঞ্জ উপজেলা শাখার বিভিন্নস্থানের শারদীয় দুর্গাপূজা,পূজা পরিদর্শন করেনতারেক রহমানের নির্দেশে বিভিন্ন পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলে তাদের খোজ খবর নিয়েছেন। পরিদর্শন করেন ও আর্থিক অনুদান প্রদান করেন। তিনি বলেন, “এদেশে হিন্দু মুসলিম ভাই ভাই। এদেশের মাটি যেমন আমাদের, তেমন হিন্দু ভাইদের। এখানে কোন ভেদাভেদ নেই।” হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যাতে নির্বিঘ্নে অনুষ্ঠান উদযাপন করতে পারে সেই সহযোগিতার কথাও তিনি বলেন এবং সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। শারদীয় দুর্গাপূজা, সবাইকে শুভেচ্ছা জানিয়েছ।

SHARIF MIA
12 ビュー · 23 日々 前に

⁣আশুলিয়া পলমল গ্রুপের আগুন নিয়ন্ত্রণে

SHARIF MIA
12 ビュー · 23 日々 前に

⁣⁣আশুলিয়ার
জামগড়া এলাকায় পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ
করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটসহ জামগড়া আর্মি ক্যাম্পের সদস্যগণ..

Minhaj Rahman Adnan
12 ビュー · 23 日々 前に

⁣̲̲̲̲ কুমিল্লা সিলেট মহাসড়কের বেহাল দশা; সড়কে ট্রাক বিকল! দুইপাশে দীর্ঘ যানজট, নেই কোন তদারকি। এ মুহূর্তে কুমিল্লার দেবিদ্বার থেকে

Mamun Sorder
12 ビュー · 1 月 前に

⁣পিআর পদ্ধতিতে নির্বাচন সহ চার দফা দাবিতে ইসলামি আন্দোলন বাংলাদেশর বিক্ষোভ মিছিল

SHARIF MIA
12 ビュー · 1 月 前に

⁣আশুলিয়া বাডইপাড়ায় বিএনপি নেতার নামে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ। আই নিউজ বিডি


তদন্ত সাপেক্ষে অটো স্ট্যান্ড ফুটপাতের যে দোকানপাট তাদের সাথে কথা বলে জানতে পারছি কোন চাঁদাবাজির ঘটনা ঘটে নেই

Mamun Sorder
12 ビュー · 1 月 前に

⁣গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে মুফতী ফয়জুল করিম শায়েখে চরমোনাই যা বলছে।

Mamun Sorder
12 ビュー · 1 月 前に

⁣গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বিক্ষোভ,

Mamun Sorder
12 ビュー · 1 月 前に

⁣বক্তব্য রাখছেন মুফতি সৈয়দ ফয়জুল করীম

Dr Md Jonaid
12 ビュー · 1 月 前に

দেশীয় অস্ত্র সহ যুবক আটক

Md Humayun
12 ビュー · 1 月 前に

⁣একসময়ের ভারতের অর্থমন্ত্রী নলীনী সরকারের প্রতিষ্ঠিত এ মন্দিরে এক শতাব্দী ধরে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা।

Mamun Sorder
12 ビュー · 1 月 前に

⁣ক্তব্য দিচ্ছেন গয়েশ্বর বাবু.

Mamun Sorder
12 ビュー · 1 月 前に

⁣জুলাই যোদ্ধা মামুনের উদ্ধার, কারা জড়িত অপহরণের সঙ্গে

Mamun Sorder
12 ビュー · 1 月 前に

⁣আ.লীগ সহ ১৪ দল নিষিদ্ধের দাবিতে মঞ্চ ২৪ এর সংবাদ সম্মেলন

MD IMRAN MUNSHI
12 ビュー · 1 月 前に


কাঁঠালিয়া (ঝালকাঠি), ২৬ সেপ্টেম্বর, ২০২৫: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আজ কাঁঠালিয়া উপজেলায় যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই সভায় প্রধান অতিথিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় উপস্থিত নেতাকর্মীরা কাঁঠালিয়ায় যুবদলকে আরও গতিশীল করার জন্য বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
নেতৃবৃন্দের উপস্থিতিতে সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কাঁঠালিয়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহিন মল্লিকের সভাপতিত্বে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন কাঠালিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদিন।


এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঝালকাঠি জেলার আহ্বায়ক (ভারপ্রাপ্ত) জনাব রবিউল ইসলাম তুহিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঝালকাঠি জেলার সদস্য সচিব জনাব অ্যাডভোকেট আনিসুর রহমান খান।


এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি জনাব কিশোর মাহমুদ।
প্রধান অতিথির ঐক্যবদ্ধ থাকার আহ্বান
প্রধান অতিথি জনাব রবিউল ইসলাম তুহিন তার বক্তব্যে যুবদলের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "দেশের বর্তমান পরিস্থিতিতে যুবসমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সব ভেদাভেদ ভুলে কাঁঠালিয়ায় যুবদলকে একটি শক্তিশালী এবং সুসংগঠিত ঘাঁটিতে পরিণত করতে হবে।" তিনি কর্মীদের প্রতি আহ্বান জানান যেন তারা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন।


প্রধান বক্তা অ্যাডভোকেট আনিসুর রহমান খান সংগঠনের আদর্শ ও লক্ষ্য সম্পর্কে আলোচনা করেন এবং নেতাকর্মীদেরকে সুশৃঙ্খলভাবে কাজ করার দিকনির্দেশনা দেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত পথে যুবদলকে এগিয়ে যেতে হবে।
সভাপতির বক্তব্যে শাহিন মল্লিক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, এই কর্মী সভার মাধ্যমে কাঁঠালিয়া যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হলো।


কর্মী সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন, যা এই সংগঠনটির প্রতি তৃণমূলের সমর্থন ও উৎসাহকে তুলে ধরে।

Emran Sarkar
12 ビュー · 1 月 前に

⁣জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ শেষে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সফরসঙ্গী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Emran Sarkar
12 ビュー · 1 月 前に

⁣জাতিসংঘের সামনে শান্তি সমাবেশে বিশৃঙ্খলার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

⁣ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে প্রকাশ্যে মাদক সেবনডাকসুর কঠোর পদক্ষেপ

Md Mehedi Hasan
12 ビュー · 30 日々 前に

⁣"বাংলা পঞ্জিকার তৃতীয় ঋতু — শরৎ।

বর্ষার শেষ বেলায় ধুয়ে-মুছে প্রকৃতি যখন জেগে ওঠে,

ঠিক তখনই মেঘলা আকাশের ফাঁকে দেখা মেলে নীলের হাসি।
শুরু হয় শরৎ ঋতুর আগমন,

আর এই ঋতুর সবচেয়ে মায়াবী দূত — *কাশফুল*।
সবুজ ঘাসের মাঝে শুভ্র কাশফুলের দোলা যেন প্রকৃতির শুভেচ্ছা বার্তা।

বলে দেয়, ‘আমি এসেছি…’

ঈদের নতুন জামার মতো সাদা আর কোমল।
শরতের আকাশ, পেঁজা তুলোর মেঘ আর মাঠভরা কাশফুল —

এই তিন মিলেই বাঙালির হৃদয়ে বাজে অন্যরকম সুর।
কাশফুল শুধু একটি ফুল নয়,

এটি আগমনের প্রতীক —

দুর্গাপূজার, শুভ সময়ের, আর *বাংলা সংস্কৃতির রঙের*।
সোশ্যাল মিডিয়ায় এই সময় কাশফুল ঘিরে বাড়ে মানুষের আগ্রহ,

হাজারো ছবি, ভিডিও আর কবিতার উৎস হয়ে দাঁড়ায় এই এক ফুল।
প্রকৃতির এই সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় —

এখনও পৃথিবী কত সুন্দর হতে পারে।

শুধু দরকার, কিছু সময় প্রকৃতির পাশে দাঁড়ানো।
আসুন,

এই শরতে আমরা কাশফুলের মতো শুভ হই, সাদা হই, শান্ত হই।

উৎসবের রঙে সবাই মিলে রাঙিয়ে তুলি চারপাশ।
কাশফুল ফুটেছে, শরৎ এসেছে — শুভ হোক আগমন।
#শরৎ #কাশফুল #বাংলারঋতু #ঋতুরছোঁয়া #durgapuja #naturelover #KashfulVibes

Nezam Uddin
12 ビュー · 2 月 前に

⁣রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন

Md Uzzal Mia
12 ビュー · 2 月 前に

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে জানালেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

Mamun Sorder
12 ビュー · 2 月 前に

⁣ভাঙচুরের পর জাতীয় পার্টির অফিসের সর্বশেষ অবস্থা

SHARIF MIA
12 ビュー · 2 月 前に

নবীনগর চন্দ্র মহাসড়কে চন্দ্রা বাস স্ট্যান্ডে হাইওয়ে রোডের মাঝখানে ময়দার স্ট্রোপ করা হয়েছে এ ময়লার স্টপ এর কারণে বায়ু দূষিত হচ্ছে

Mamun Sorder
12 ビュー · 2 月 前に

⁣জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ

সাংবাদিক হত্যার প্রতিবাদে চুলকাটি প্রেসক্লাবের মানববন্ধন

ANM Maksudur Rahman
12 ビュー · 2 月 前に

বাংলাদেশের উপকুলিয় রাজধানী খ্যাত নোয়াখালী জেলার আঞ্চলিক গান গেয়ে জীবন জীবিকা করছেন একই গ্রামের দুইজন

Gm selim imran
12 ビュー · 2 月 前に

⁣যশোরের মনিরামপুর উপজেলার মাছনা গ্রামের মৃত সোনায় গাজীর ছেলে
আনসার সদস্য তবিবুর রহমান এবং তার শ্যালক যশোরের কাস্টমস সদস্য জয়পুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আবু সাইদ বিরুদ্ধে পরিবার পরিকল্পনায় চাকরির দেওয়ার নামে ৬ লাখ টাকা আত্মসাৎ ...

⁣আওয়ামী লীগ ছাড়া কাউকে ভোট দেবো না, (কে হবে সরকার? )মানুষ কী ভাবছে রাজনীতি নিয়ে – পর্ব ৮

Md Sohag
12 ビュー · 2 月 前に

⁣ভোলার দক্ষিণ আইচা বাসস্ট্যান্ডে প্রকাশ্যে থানা বিএনপির সাবেক সভাপতিকে কু*পিয়ে জ*খ*ম

Emran Sarkar
12 ビュー · 2 月 前に

⁣ডাকসু'র টিএসসি কেন্দ্রকে ঘিরে প্রায় সকল প্রার্থীদের অভিযোগ! জড়ো হচ্ছেন আবিদসহ অন্যান্য প্রার্থীরা। সরাসরি..hd

Rabiul Alam
12 ビュー · 2 月 前に

⁣গতকাল পদুয়ারবাজারে ভয়াবহ দুর্ঘটনা নিয়ে নূরজাহান হোটেলের পরিচালক লুতফুর রহমান রিপন যা বলেন।

শাহাজাদ ইসলাম
12 ビュー · 2 月 前に

ঠাকুরগাঁওয়ে ২১ নং ঢোলার হাট ইউনিয়নে শুখ নদীর উপর নির্মিত শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত ব্রিজ এখন কালের সাক্ষী হয়ে আছে স্থানীয়দের দাবি ব্রিজটি পুনরায় সংস্কার করা যাতে নতুন প্রজন্ম জানতে পারে।

Mamun Sorder
12 ビュー · 2 月 前に

⁣১০০ টাকায় শিক্ষা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যাপক ড. হাসনান আহমেদ

Mamun Sorder
12 ビュー · 2 月 前に

⁣শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করছে শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট

Mamun Sorder
12 ビュー · 2 月 前に

⁣শিক্ষার্থীদের সাথে সালাম বিনিময়ে সাদিক-ফরহাদ..

Hm josim
12 ビュー · 2 月 前に

⁣ডাকসুতে যুবায়ের-মুসাদ্দিকের প্যানেল ঘোষণা

Hm josim
12 ビュー · 2 月 前に

⁣ডাকসু নির্বাচনে যাতে মাদক কাসক্ত কেউ নির্বাচিত হতে না পারে, এজন্য ডোপ টেস্টের পরামর্শ দিলেন এ.বি. জুবায়ের

Md Uzzal Mia
12 ビュー · 2 月 前に

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় রেলওয়ে কর্মচারী কাকন মিয়াকে হ/ত্যা/র করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

Mamun Sorder
12 ビュー · 2 月 前に

⁣ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছেন চিফ রিটার্নিং অফিসার

Md Hamidul Islam
12 ビュー · 2 月 前に

জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সংক্ষিপ্ত ইতিহাস গলাচিপা উপজেলা থেকে

⁣ছাত্রবান্ধব পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে যদি কাজ করার উদ্দেশ্য থাকে, তবে ডাকসুরও প্রয়োজন হয় না, সুকেশ দেবনাথ

Md Rana
12 ビュー · 2 月 前に

⁣বালু ব্যবসায়ীদের গাড়ি-গুলো পার্কিং করে সরকারী রাস্তার অর্ধেককাংশ জায়গা দখল করে রেখেছে।

স্টাফ রির্পোটার রানা মিয়া...

শ্রীমঙ্গল ২নং ভূনবীর ইউনিয়নের সরকার বাজার প্রবেশ পথে রাস্তার এক পাশে বালু ব্যবসায়ীদের
গাড়ি-গুলো পার্কিং করে সরকারী রাস্তার অর্ধেককাংশ জায়গা দখল করে রেখেছে। এতে করে রাস্তায় জায়গা অনেকাংশ কমে গেছে এর কারনে এক্সিডেন্ট হবার সম্ভাবনা রয়েছে। এতে রাস্তায় অন্যান্য গাড়ি এবং সাধারন জনগন চলাচল করতে অসুবিধা হচ্ছে।
এ যেনো প্রতিবাদ করার কেউ নেই।

সেনাবাহিনী এবং শ্রীমঙ্গল প্রসাশনের সুদিষ্টি কামনা করছে আমজনতা।

Mamun Sorder
12 ビュー · 2 月 前に

⁣জুলাই সনদ প্রসঙ্গে এনসিপির সংবাদ সম্মেলন

Dr Md Jonaid
12 ビュー · 2 月 前に

তেল চুরির অপবাদে নিজ সহকর্মী কে কুপিয়ে হত্যা

Mamun Sorder
12 ビュー · 2 月 前に

⁣ডাকসু নির্বাচ যেভাবে ভোট দেবেন ভোটাররা

Emran Sarkar
12 ビュー · 2 月 前に

⁣LIVE ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি.hd

Emran Sarkar
12 ビュー · 2 月 前に

⁣LIVE বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলছেন আবিদুল

Md Uzzal Mia
12 ビュー · 2 月 前に

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হা'ম'লা।

Mamun Sorder
12 ビュー · 2 月 前に

⁣নি'ষি'দ্ধ হচ্ছে জাতীয় পার্টি যেসব আলোচনা হলো প্রধান উপদেষ্টার বৈঠকে,

⁣নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে সমর্থকরা ভোট দিবে কাকে, কেমন চলছে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র পরিচালনা

Nazrul Islam
12 ビュー · 2 月 前に



‎কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

Nayim Tito
12 ビュー · 2 月 前に

অবশেষে ধরা খেলো

Nazrul Islam
12 ビュー · 2 月 前に

⁣ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা ও পথসভা অনুষ্ঠিত!

⁣মানুষের অসহায়ত্বকে কাজে লাগিয়ে অধিক মুনাফা নিচ্ছে বিক্রেতারা

Hm josim
12 ビュー · 3 月 前に

⁣যুক্তরাষ্ট্রের সাথে সব চুক্তি উম্মুক্ত করার দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ। সরাসরি..hd

Akram Hossen
12 ビュー · 4 月 前に

⁣পুলিশ এমনই হওয়া উচিত বি'প'দে সহযোগিতা করবে অ'ন্যা'য় কিছু করলে শা'স'ন করবে।

SHARIF MIA
12 ビュー · 4 月 前に

⁣নতুন বাজারে শিক্ষার্থী-পুলিশ মুখোমুখি, সরাসরি...

Belhaj Badhon
12 ビュー · 4 月 前に

⁣বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠান

ZihadHossen
12 ビュー · 4 月 前に

বগুড়ার দুপচাচিয়ায় প্রতিনিয়ত লেগেই থাকে ট্রাফিক জ্যাম। বিশেষ করে দুপচাচিয়ার বিখ্যাত ধাপের হাটের দিনে এই জ্যামের দেখা পাওয়া যায়।নেই কোনো ট্রাফিক পুলিশ।নেই কোনো ট্রাফিক মেইনটেন্যান্স।

Emran Sarkar
12 ビュー · 3 月 前に

⁣গোপালগঞ্জে সড়ক আটকে শেখ হাসিনার নামে স্লোগান

Sujat Molla
12 ビュー · 3 月 前に

⁣⁣রাজবাড়ীতে এনসিপির জুলাই পদযাত্রা

MD IMRAN MUNSHI
12 ビュー · 3 月 前に

আজ আসর বাদ ঝালকাঠিতে ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি ২ আসনের এমপি পদপ্রার্থী জনাব ডা.মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন সভাপতি ইসলামী আন্দোলন ঝালকাঠি।

সংক্ষিপ্ত বক্তব্যতে বক্তারা বলেন অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ এর ঘোষণা। সকল শহীদ পরিবারের আর্থিক সহায়তা প্রাপ্তি, হাতেদের যথাযথ চিকিৎসা। এছাড়াও দেশব্যাপী ধর্ষণ খুন চাঁদাবাজি নৈরাজ্য ও টেন্ডারবাজদের দ্রুত বিচার কার্যক্রম।

সমাজের তথা দেশের সকল সর্বস্তরের জনগণের ভোট প্রদানের নিশ্চয়তা পিআর পদ্ধতির নির্বাচনের দাবি করেছেন।

GK Shohag
12 ビュー · 3 月 前に

নারায়নগঞ্জের ডিআইটি তে ইসলামি আন্দোলন বাংলাদেশের সমাবেশ চলছিল, এসময় পাশ দিয়ে যাচ্ছিলো এনসিপির জুলাই পদযাত্রা। ইসলামি আন্দোলন বাংলাদেশের সমাবেশ দেখে এনপিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্লোগান থামিয়ে দেয়। পাশাপাশি ইসলামি আন্দোলনও তাদের চলমান বক্তব্য থামিয়ে, মঞ্চ থেকে শ্লোগান দিয়ে স্বাগত জানায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে। এসময় উভয় দলের মধ্যে প্রকাশ পাওয়া রাজনৈতিক শিষ্টাচার সাধারণ জনগণকে উচ্ছ্বসিত করে

SHARIF MIA
12 ビュー · 3 月 前に

⁣স্বল্পবৃষ্টিতে জলাবদ্ধতা নেই পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা বারুইপাড়া পল্লী বিদ্যুৎ রোড

⁣জামায়াতের সমাবেশ থেকে জাতীয় ঐক্যের প্রত্যাশা

Gm selim imran
12 ビュー · 3 月 前に

⁣মাথাপিছু ৫০০ টাকা করে লোক ভাড়া করেছে জামাত,
বেরিয়ে এলো জামাতের আসল চেহারা-

MD IMRAN MUNSHI
12 ビュー · 3 月 前に

⁣ঝালকাঠিতে মাদ্রাসার পরীক্ষা চলাকালে ভবনের পলেস্তারা খসে পড়ে ৭ শিক্ষার্থী আহত, ঝুঁকিপূর্ণ ভবন ধসের শঙ্কা

ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ী মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসার পরীক্ষা চলাকালে জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ে ৭ শিক্ষার্থী আহত হওয়র ঘটনা ঘটেছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নবম ও দশম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালে ভবনের ছাদের পলেস্তারা ও বিমের অংশ খসে পড়লে অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়।
দায়িত্বরত শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, পরীক্ষা চলাকালে হঠাৎ কয়েক স্থানের পলেস্তারা খসে পড়ে ৬/৭ জন শিক্ষার্থী আহত হয়। তাদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে পাশের একটি নিরাপদ কক্ষে স্থানান্তর করে পরীক্ষার কার্যক্রম চালানো হয়। শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক অভিভাবক মাদ্রাসায় ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত মঠবাড়ী মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসায় বর্তমানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে। ১৯৯৩-৯৪ অর্থবছরে নির্মিত তিন কক্ষ বিশিষ্ট একতলা ভবনটিই এখন শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভবনটি আজ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ছাদের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, পিলার দুর্বল হয়ে পড়েছে এবং ছাদের নিচের অংশের প্লাস্টার খসে পড়ছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, এর আগেও ভবনের ছাঁদ ও বিমের অংশ ধসে পড়েছে।

মাদ্রাসার সুপার মোঃ আঃ মন্নান জানান, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা পরিদর্শন করে ভবনটি ব্যবহার অনুপযোগী বলে মত দিয়েছেন এবং শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার সুপারিশ করেছেন। তারপরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

তিনি আরও জানান, “আজকের ঘটনায় কোমলমতি শিক্ষার্থীরা আহত হয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত ভবনটি মেরামত এবং একটি নতুন একাডেমিক ভবনের জন্য বরাদ্দের জোর দাবি জানাচ্ছি।”

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল জানান, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ভবনটিতে পাঠদান চলছে। আজকের ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আবেদন জানিয়েছেন। রাজাপুরের ইউএনও রাহুল চন্দ জানিয়েছেন, এ বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অবহিত করা হয়.....

nazmul parvez
12 ビュー · 3 月 前に

⁣কেমন আছেন ২৪ এর ছাত্র-জনতার অর্ভূত্থানে নিহত শহীদ আবু রায়হানের মা?

Hm josim
12 ビュー · 3 月 前に

⁣বিমান দু-র্ঘটনায়

Hm josim
12 ビュー · 3 月 前に

বিমান দুর্ঘটনা একে একে বের করা হচ্ছে দগ্ধদের.hd

⁣রাণীশংকৈলে কৃষকদের মাঝে সার-বীজ ও গাছের চারা বিতরণ।

রানীশংকৈল প্রতিনিধি,
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ, সার ও আম, তাল, নারিকেলসহ বিভিন্ন ফলের ৬৬৭৫ টি চারা ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অফিস চত্বরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল ইসলাম, হোসেনগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি মমতাজ আলী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ প্রমুখ।

Apple Bosunia
12 ビュー · 4 月 前に

নতুন পুরাতন সাইকেল পাওয়া যায়

SHARIF MIA
12 ビュー · 4 月 前に

বাইপেল কাঁচা বাজার রোড কোলকোটার বিখ্যাত আমি ইংলিশ টকিং

⁣হাসিনার পতনের এক বছর, উদযাপনে জনতার জোয়ার

Azizar Rahman
12 ビュー · 3 月 前に

⁣রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির সদস্য, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও আংগারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকার।

HasanHadi
12 ビュー · 3 月 前に

সাংবাদিক হত্যা কান্ডের একটি ফুটেজ।

Jahangir Alam
12 ビュー · 3 月 前に

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা: চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবেদন করায় জনসমক্ষে নির্মম হত্যাকাণ্ড
গাজীপুর প্রতিনিধি:

সাংবাদিকতার স্বাধীনতা ও ন্যায়ের পথে কলম চালানোই আজ প্রাণ কেড়ে নিল গাজীপুরের এক সাহসী সংবাদকর্মীর। স্থানীয় সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন করায় সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই নৃশংস ঘটনা শহরবাসীকে স্তব্ধ করে দিয়েছে এবং সংবাদমাধ্যম ও সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে।
ঘটনার বিবরণ:
গতকাল (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করা যাবে), গাজীপুর মহানগরীর ব্যস্ততম এক এলাকায়—অন্যদের উপস্থিতিতেই—একদল মুখোশধারী দুর্বৃত্ত সাংবাদিকের উপর হামলা চালায়। প্রথমে তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।
নিহতের শরীরে একাধিক কোপের চিহ্ন ছিল, বিশেষ করে মাথা ও ঘাড়ে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাংবাদিক পরিচয়:
নিহত সাংবাদিক (নাম এখান থেকে যুক্ত করা যাবে) একজন স্থানীয় সংবাদপত্রে কর্মরত ছিলেন। তিনি সম্প্রতি গাজীপুরের একটি প্রভাবশালী সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে একের পর এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে জনমত গড়ে তুলেছিলেন। এর ফলে তিনি একাধিকবার হুমকি পেয়েছিলেন বলেও জানা গেছে।
পূর্বের হুমকি ও প্রশাসনের নীরবতা:
নিহতের সহকর্মী ও পরিবার জানিয়েছেন, তিনি বিগত কয়েক সপ্তাহ ধরেই হুমকি পাচ্ছিলেন। বিষয়টি পুলিশ প্রশাসনকেও অবহিত করা হয়েছিল, কিন্তু যথাযথ নিরাপত্তা বা ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এই নির্মম হত্যাকাণ্ড প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে।
জনগণের প্রতিক্রিয়া ও আন্দোলন:
এই হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় নাগরিকরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। তারা বলেন—

“আজকের এই হত্যাকাণ্ড কেবল একজন সাংবাদিকের নয়, এটি স্বাধীন মত প্রকাশ ও সাংবাদিকতার গলায় ছুরি চালানোর শামিল।”

গাজীপুর প্রেস ক্লাব, বিভিন্ন সাংবাদিক সংগঠন, মানবাধিকার সংস্থা এবং সাধারণ মানুষ খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
প্রশাসনের বক্তব্য:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন,

“আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্তের কাজ চলছে।”

তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও সহকর্মীরা।
সাংবাদিক সমাজের আহ্বান:
দেশব্যাপী সাংবাদিক সমাজ এই ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে একযোগে কর্মসূচি ঘোষণা করতে শুরু করেছে। আগামীকাল থেকে কালো ব্যাজ ধারণ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

উপসংহার:

এই বর্বর হত্যাকাণ্ড শুধুমাত্র একজন সংবাদকর্মীকে হত্যাই নয়, এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকতার নিরাপত্তার ওপর এক চরম আঘাত। এখন সময় এসেছে, সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিয়ে প্রমাণ করতে হবে—সত্য প্রকাশের কলম কখনো থেমে যাবে না।

⁣দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান তুহিনকে নৃশং*সভাবে হ*ত্যার প্রতি*বাদে সাতক্ষীরা প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতি*বাদ সমাবেশ

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

খায়রুল ইসলাম
12 ビュー · 2 月 前に

বঙ্গবন্ধুর জন্য দুই খতম করেছে বলে দাবি হুজুরের, কিন্তু স্ত্রীর দাবি হুজুর কোরানি পড়েনা,,,

Al Mamun Gazi
12 ビュー · 2 月 前に

⁣গোপালগঞ্জে ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী যুব সম্মেলন অনুষ্ঠিত

Md Hamidul Islam
12 ビュー · 2 月 前に

⁣গলাচিপায় এক অসহায় শারীরিক অক্ষম ব্যাক্তির পাশে দাড়ালেন- বসুন্ধরা শুভসংঘ। গলাচিপা, পটুয়াখালী।


how to get views on youtube



how to get views on youtube fast



grow on youtube



how to grow on youtube
galachipa, Patuakhali, asia



how to grow on youtube fast



how to get views on youtube shorts



how to start a youtube channel



how to get views on youtube without subscribers



how to get views on youtube without making videos

⁣সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নং লাবসা ইউনিয়ন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন বিএনপি নেতা চেয়ারম্যান আব্দুল আলীম

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Md Uzzal Mia
12 ビュー · 3 月 前に

রাজবাড়ীর গোয়ালন্দে ঘটেছে এমন অবিশ্বাস্য ঘটনা।

Al Mamun Gazi
12 ビュー · 3 月 前に

⁣অনির্দিষ্টকালের সিএনজি চালিত অটোরিকশার কর্মবিরতি, চরম দুর্ভোগে যাত্রীরা

চালকরা নেমেছে কর্মবিরতিতে, থমকে গেছে সড়কপথ

রোববার (২৭ জুলাই) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে অনির্দিষ্টকালের সিএনজি চালিত অটোরিকশার কর্মবিরতি।

জেলার প্রায় প্রতিটি স্ট্যান্ডেই দেখা গেছে অচলাবস্থা। যাত্রীদের দীর্ঘ অপেক্ষা, হেঁটে বা বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছাতে দেখা যায় অনেককে। বিকল্প যানবাহনেও ভাড়া বেড়ে গেছে কয়েকগুণ।
বিকল্প যানে বাধা, কিছু এলাকায় হামলার অভিযোগ

বিভিন্ন যাত্রী অভিযোগ করেছেন, সিএনজি চালকেরা ব্যাটারিচালিত অটোরিকশা বা টমটমে যাত্রী পরিবহনেও বাধা দিচ্ছেন।

এক পথচারী বলেন:

গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, কিন্তু সিএনজি নেই। বাধ্য হয়ে টমটমে উঠলেও সেটাও চলতে দিচ্ছে না ওরা। মাঝ রাস্তায় থামিয়ে দিচ্ছে। এটা সহ্য করা যাচ্ছে না।”

কিছু এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় হামলার খবরও পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও আতঙ্কজনক করে তুলেছে। এবং আজকে ব্রাক্ষণবাড়িয়ার বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় এইচএসসি/আলিম সমমানের পরিক্ষা চলমান রয়েছে। চালকদের এই কর্মবিরতিতে পরিক্ষার্থীদের ও চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

মালিক-শ্রমিকদের অভিযোগ ও দাবিসমূহ
সিএনজি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন—

ট্রাফিক পুলিশের ঘুষ, হয়রানি, বিনা কারণে গাড়ি জব্দ ও লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে আমরা এই কর্মসূচি নিয়েছি।”

তাদের উল্লেখযোগ্য অভিযোগসমূহ:

সড়কে পুলিশি হয়রানি ও অতিরিক্ত অর্থ দাবি

ড্রাইভিং লাইসেন্স ও পারমিট পেতে দুর্ভোগ

বর্তমানে অনেকগুলো সিএনজি জব্দ অবস্থায়

সিএনজি লাইসেন্স কার্যক্রম বন্ধ

তাদের দাবি:
*আটককৃত গাড়ি নিঃশর্তে মুক্তি দিতে হবে
*পারমিট অনুযায়ী জেলার সর্বত্র চলাচলের অনুমতি
*ট্রাফিক পুলিশের নির্যাতন বন্ধ করতে হবে

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,
> “দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।”
এর আগে শনিবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশও করেন সিএনজি মালিক-চালকেরা।

পুলিশ প্রশাসনের বক্তব্য
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক বলেন—
যেসব যানবাহনের কাগজপত্র নেই, সেগুলোকেই আটক করা হচ্ছে। কাগজ দেখালে ছেড়ে দেওয়া হচ্ছে। কাগজপত্র ঠিক থাকলে কেউ হয়রানির শিকার হচ্ছেন না।

তিনি আরও বলেন—
তারা চাইছেন, কোনো গাড়ি যেন পুলিশ ধরতে না পারেএটা তো নিয়মের বাইরে। তাছাড়া এ বিষয়ে কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।”

নিরব সড়ক, অসহায় যাত্রী আর মালিক-শ্রমিকদের ক্ষোভের মাঝে প্রশাসনের অবস্থান – এই তিনটি রূপেই ফুটে উঠছে বর্তমান সংকট।এই অচলাবস্থার দ্রুত সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়বে, যা জেলা শহরের স্বাভাবিক জীবনযাত্রাকে সম্পূর্ণভাবে ব্যাহত করতে পারে।

Md Uzzal Mia
12 ビュー · 3 月 前に

নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন বারের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন।

Juwel Hossain
12 ビュー · 3 月 前に

⁣সাক্ষাৎকারে তিনি রাজনৈতিক নেতা হিসেবে বর্তমান ও আগামীর রাজনীতিতে ত্যাগি নেতৃত্ব প্রত্যাশা প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এসময় এক প্রশ্নের জবাবে তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, আমরা যেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মত ছিটকে না পড়ি।
.
তারিখ: ১১ জুলাই ২০২৫ইং
বার: শুক্রবার
সময়: বিকাল ০৪.৩০ মিনিট।
.
🔹 প্রধান অতিথিঃ রাশেদুল হাসান মিরন, সাবেক সাধারণ সম্পাদক, রায়গঞ্জ পৌর বিএনপি, সিরাজগঞ্জ।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।

Jewel Azzam
12 ビュー · 3 月 前に

⁣শক্তি দেখাতে শাহবাগে ঐতিহাসিক ছাত্র সমাবেশ করতে যাচ্ছে ছাত্রদল, সরাসরি.hd

⁣সরসরি জুলাই জাগরণ শিশু কর্ণার.hd




Showing 54 out of 55