close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Politics


লোভ সবার মধ্যেই আছে, শ্রমিক দলেও চাঁ দাবা জ আছে

Rahmatullah Ashik
17 Views · 4 months ago

⁣জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।

-তারেক রহমান।
৬ আগস্ট ২০২৫

Al Mamun Gazi
2,361 Views · 4 months ago

নাটোরে লালপুরে বাংলাদেশ জামাতে ইসলামী 5 আগস্ট ,স্বাধীনতা উপলক্ষে রেলি মিসিল অনুষ্ঠিত হয় ।
আজ বুধবার ৬ই আগস্ট লালপুর বাগাতিপাড়া জামাতে আমির ,মাওলানা আবুল কালাম আজাদ । নির্দেশে মিছিল করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতাকর্মীরা ।

নাটোরে লালপুরে বাংলাদেশ জামাতে ইসলামী 5 আগস্ট ,স্বাধীনতা উপলক্ষে রেলি মিসিল অনুষ্ঠিত হয় ।
আজ বুধবার ৬ই আগস্ট লালপুর বাগাতিপাড়া জামাতে আমির ,মাওলানা আবুল কালাম আজাদ । নির্দেশে মিছিল করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতাকর্মীরা ।

MD IMRAN MUNSHI
13,710 Views · 4 months ago

ঝালকাঠি জেলা প্রেসক্লাব মিলনায়তনে আজকে সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এতে তিনি তার কর্মপরিকল্পনা সম্পর্কে বলেন। ঝালকাঠির উন্নয়নে তিনি বদ্ধপরিকর বলে জানান। এসময়ে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা ও জেলা নেতৃবৃন্দ।

⁣জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জুলাই আগষ্ট গনঅভ্যুত্থানের বর্ষপুর্তিতে বিজয় মিছিল ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি এ্যাড: মোঃ আকবর আলী।

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

MD IMRAN MUNSHI
3,817 Views · 4 months ago

ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে ঝালকাঠি প্রেসক্লাবে এর সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাহাদাত হোসেন।

Mamunur Rashid
5,371 Views · 4 months ago

⁣পেকুয়া,৫ আগষ্ট, ২০২৫: পেকুয়া উপজেলায় আজ এক বিশাল বিজয় র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ র‍্যালিতে নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম.বাহ দূর শাহ্।


র‍্যালিটি পেকুয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। র‍্যালিতে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।


এম.বাহ দূর শাহ্ সাংবাদিকদের বলেন, "এ বিজয় র‍্যালি শুধুমাত্র বিএনপির বিজয়ের প্রতীক নয়, এটি জনগণের অধিকার আদায়ের সংগ্রামের অংশ। আমরা সকলকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করে যাব।"


বিজয় র‍্যালিটিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দলীয় সংহতি বৃদ্ধি পায় এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।

⁣হাসিনার পতনের এক বছর, উদযাপনে জনতার জোয়ার

⁣হাসিনা সরকার আয়না ঘরে মানুষ ভরে রাখতো এখন সে ভারতের আয়না ঘরে

Rashed Islam
1,398 Views · 4 months ago

শিরোনাম:
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামের গণমিছিল জয়পুরহাটে—জমায়েত দেখল ঐতিহাসিক মুহূর্ত
রিপোর্টার:
রাশেদ ইসলাম , জয়পুরহাট প্রতিনিধি
রিপোর্ট:
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুল আলোচিত "জুলাই অভ্যুত্থান"–এর এক বছর পূর্তি উপলক্ষে জয়পুরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যানারে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও ঐতিহাসিক গণমিছিল।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ৩টা থেকে শহরের কেন্দ্রীয় মসজিদ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এই গণমিছিল। এতে অংশ নেয় হাজার হাজার দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। বিশাল এই জনসমাবেশে “ইসলামী শাসন ব্যবস্থা কায়েম”, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা”, “আবশ্যিক নির্বাচন”, এবং “ন্যায়বিচারের দাবিতে সরকার পতনের ডাক” দেওয়া হয়।
মিছিলের প্রধান দাবিগুলো ছিল:

নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন
দলের আমীরসহ জাতীয় নেতাদের মুক্তি
ইসলামপন্থী দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা না দেওয়া
বিচার বিভাগ ও প্রশাসনের স্বাধীনতা নিশ্চিত করা

নেতাদের বক্তব্য:
গণমিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন—

“জুলাই অভ্যুত্থান ছিল এক নৈতিক জাগরণ, যেটি অন্যায়ের বিরুদ্ধে নীরব জাতিকে জাগিয়ে তুলেছিল। আজকের এই গণমিছিল সেই প্রতিজ্ঞার নবায়ন—এই সরকারের পতন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।”

— মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় শুরা সদস্য

আরও বলা হয়—

“বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। ইসলামপন্থীদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে। নয়তো জনতার স্রোত অপ্রতিরোধ্য হয়ে উঠবে।”

— জেলা আমীর মো. নজরুল ইসলাম

নিরাপত্তা ব্যবস্থা:
এদিকে, গণমিছিলকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয়। তবে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হওয়ায় জনমনে স্বস্তি ফিরে আসে।
সাধারণ মানুষের প্রতিক্রিয়া:
মিছিলে অংশ নেওয়া অনেকেই বলেন—

“এই দেশের মানুষ ইসলাম চায়, ন্যায়বিচার চায়, নিরপেক্ষ নির্বাচন চায়। আজকের মিছিল সেই দাবির প্রতিচ্ছবি।

Sujat Molla
10,736 Views · 4 months ago

⁣ওয়ান ইলেভেনের সময় অ্যাডভোকেট আসলাম নিয়ে রাজবাড়ী জেলা বিএনপির দায়িত্ব কাদের নিয়েছিলেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী

MD JAHANGIR ALAM
10,659 Views · 4 months ago

⁣কিশোরগঞ্জের বাজিতপুরে 'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি' উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় বাজিতপুর বাজার বাশমহ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাজিতপুর উপজেলা বিএনপির আয়োজনে, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অংশগ্রহণে আয়োজিত এই র‍্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালিতে নেতৃত্ব দেন সালোক সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর সুযোগ্য সন্তান বাজিতপুর উপজেলা বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান মামুন এবং জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা একে এম ফজুলুল হুদা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলাম রফিক নাদভি চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ আহমেদ, যুবদল নেতা সোহাগ পারভেজ, দিঘিরপাড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুলাই যোদ্ধা ফজলে নুর রাব্বি এবং জেলা মহিলা দলের সহ-সভাপতি বিলকিছ।

র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস আমাদের আন্দোলনের প্রেরণা। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।


র‍্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে অংশগ্রহণ করেন।
সারা শহরজুড়ে এক প্রাণবন্ত ও গণজাগরণের আবহ সৃষ্টি হয়।

Sujat Molla
3,713 Views · 4 months ago

⁣তারেক রহমান কে অনুরোধ করছি রাজবাড়ী ১আসনে এ্যাডঃ আসলাম মিয়া কে নমিনেশন দিন

Al Mamun Gazi
3,716 Views · 4 months ago

জুলাই সকল শহীদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

খায়রুল ইসলাম
3,727 Views · 4 months ago

৫ই আগষ্ট উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোবিন্দগঞ্জ উপজেলা ডা: আব্দুর রহিম এর নেতৃত্বে বিশাল এক মিছিল বের হয়।

MD JAHANGIR ALAM
2,653 Views · 4 months ago

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা শাখার উদ্যোগে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৫/০৮/২৫ইং রোজঃমঙ্গলবার সকাল এগারো ঘটিকায় বাজিতপুর উপজেলার রেজু মার্কেট থেকে এই গণ মিছিল শুরু হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাঁশ মহলে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর উপজেলা আমীর ডাঃমোঃইয়াকুত আলী,সাবেক আমীর আবু তাহের মাষ্টার,নায়েবে আমীর ফারুক আহাম্মদ,সেক্রেটারী ডাঃমোবারক উল্লাহ,কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল কাদির,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাজিতপুর উপজেলা সাবেক সভাপতি নুর মোহাম্মদ,পৌর সভাপতি হাজী আব্দুল হক,হিলচিয়া ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম,পিরিজপুর ইউনিয়ন সভাপতি ডাঃহাবিবুর রহমান,হালিমপুর ইউনিয়ন সভাপতি রুবেল খান,সরারচর ইউনিয়ন সভাপতি মাহবুবুর রহমান রাজন,গাজিচর ইউনিয়ন সভাপতি কাজী আব্দুল কাইয়ুম,দিলালপুর ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম,বলিয়াদী ইউনিয়ন সভাপতি ইন্জিনিয়ার জাহান মিয়া,দিঘিরপাড় ইউনিয়ন সভাপতি মাসুম মিয়া,কৈলাগ ইউনিয়ন, হুমাইপুর ইউনিয়ন সভাপতি লিয়াকত আলী খান,মাইজচর ইউনিয়ন সভাপতি হাজী আনোয়ার।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাজিতপুর উপজেলা সভাপতি হিজবুল্লাহ,সেক্রেটারী আরাফাত হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী দিনে জুলাই গণঅভ্যুত্থান এর চেতনা কে ধারন করে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। অতি দ্রুত বিচার কার্যক্রম শেষ করে একটি অবাদ সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন দিতে সরকার এর প্রতি আহবান জানান। আগামী দিনের সংসদ কোরআনের সংসদ,আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামী জাতীয় নির্বাচনে সৎ,যোগ্য,লোকদের নির্বাচিত করার আহবান জানান।

Belhaj Badhon
2,491 Views · 4 months ago

⁣বড়াইগ্রামে ৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেদী হাসান নোমানের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা

Md Uzzal Mia
14 Views · 4 months ago

শেখ হাসিনা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করে পালিয়েছে : পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার।

Md Uzzal Mia
6 Views · 4 months ago

পূর্বধলা,নেত্রকোনা।

Sujat Molla
3,711 Views · 4 months ago

রাজবাড়ী জেলা ছাত্রদলের এক বিশাল মোটরসাইকেল শোডাউন

Rabiul Alam
1,845 Views · 4 months ago

⁣তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশেই ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে-ড.হোসাইনী

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।


বিজিএমইএ এর মহাসচিব, সাবেক ডাকসু'র সদস্য ও
যুবদলের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনী বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে।

৫ই আগষ্ট (৩৬ জুলাই) ছাত্র-জনতার গন অভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কতৃক আয়োজিত বিজয় র‌্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন বর্তমানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এডভোকেট সাইফুল ইসলাম,লাকসাম পৌরসভা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির, বৃহত্তর লাকসাম বিএনপির সাবেক সদস্য - এ,কে,এম আতিকুর রহমান লিটনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

Sujat Molla
4,947 Views · 4 months ago

⁣রাজবাড়ী জেলা মহিলা দলের পক্ষ থেকে এক বিশাল মিছিল

Al Mamun Gazi
2,478 Views · 4 months ago

২৪ এর গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে " জুলাই দ্রোহ " এর আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃষ্টিতে ভিজে অভয়নগর উপজেলাতে বিজয় র‍্যালী

MD IMRAN MUNSHI
5,295 Views · 4 months ago

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড শাহাদাত হোসেন এর নেতৃত্বে নলছিটি উপজেলার আনন্দ ও বিজয় মিছিলের কর্মসূচি পালন। স্থানীয় নেতাকর্মী উপস্থিত থেকে এ কর্মসূচি পালন করেন।

Md Uzzal Mia
18,611 Views · 4 months ago

নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন বারের সাধারণ সম্পাদক ও নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি আলহাজ্ব আবু তাহের তালুকদার জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপনে বক্তব্য রাখেন।

Md Uzzal Mia
1,981 Views · 4 months ago

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন করার লক্ষ্যে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

MD SHIPON RANA
7,658 Views · 4 months ago

⁣জুলাই অভ্যুত্থান দিবসে বিএনপির বিশাল র‍্যালি নাগরপুরে

Al Mamun Gazi
10,006 Views · 4 months ago

⁣কলারোয়া জুলাই অভ্যুত্থানে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ জামায়াতে ইসলামী

Al Mamun Gazi
17,320 Views · 4 months ago

আজ যশোর অভয়নগরে গণ অভ্যুত্থানের এক বছর পুর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয় মিছিল।

Md Uzzal Mia
6,257 Views · 4 months ago

পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল হক আনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

Al Mamun Gazi
11,103 Views · 4 months ago

যশোর অভয়নগরে গণ অভ্যুত্থানের এক বছর পুর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল।

Showkat Akbor
2,634 Views · 4 months ago

⁣কি দাবিতে শাহবাগ অবরোধ করতে আনা হয়েছে, সেটা এখনো তাদের জানানো হয়নি! বাহ!
এখন বলুন তো- ২০১৩ সালের সাথে মিল পান? ছেলেটার কথাবার্তা এবং চোখের দিকে তাকিয়ে কিছু বুঝতে পারলেন?

Sujat Molla
7 Views · 4 months ago

⁣জিয়াউর রহমান এদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা

Md Uzzal Mia
7,075 Views · 4 months ago

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আলহাজ্ব আবু তাহের তালুকদারের নেতৃত্বে এক বিশাল মিছিল।

Sujat Molla
27,102 Views · 4 months ago

⁣গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ী জেলা যুবদলের সদস্য মুনজুরুল ইসলাম মিঠু

Mamun Sorder
8 Views · 4 months ago

⁣ফতহে গণভবনের বর্ষপূর্তিতে শিবিরের র‍্যালী

Mamun Sorder
17 Views · 4 months ago

ফরিদপুর জেলার সদরপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল

Mamun Sorder
9 Views · 4 months ago

⁣প্রস্তুত মঞ্চ, ৩৬ জুলাই উদযাপনে ৮ জোড়া স্পেশাল ট্রেনে সারা দেশে থেকে আসছে মানুষ

Mamun Sorder
1,781 Views · 4 months ago

⁣নয়াপল্টনে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

Mamun Sorder
5 Views · 4 months ago

⁣জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি সমাবেশে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলনের নেতারা

Mamun Sorder
9 Views · 4 months ago

⁣জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি সমাবেশে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলনের আমীর রেজাউল করিম

Mamun Sorder
3 Views · 4 months ago

⁣জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মিছিল শেষে বক্তব্য রাখছেন শিবিরের সাধারণ

Mamun Sorder
13 Views · 4 months ago

⁣জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াত নেতারা,

Mamun Sorder
3 Views · 4 months ago

⁣জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে র‍্যালি শেষে বক্তব্য রাখছেন শিবিরের সভাপতি

Mamun Sorder
6 Views · 4 months ago

⁣জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল

Mamun Sorder
12 Views · 4 months ago

⁣জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিভিন্ন মোটিভ নিয়ে র্যালি করছে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা

Mamun Sorder
6 Views · 4 months ago

⁣জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বক্তব্য রাখছে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার।

Azizar Rahman
11 Views · 4 months ago

⁣জুলাই অভ্যুত্থানে ঐতিহাসিক বিজয় অর্জনের বর্ষপূর্তিতে অভ্যুত্থানপন্থি সব ছাত্র-জনতাকে অভিনন্দন ও রক্তিম মিছিল করেছেন, খানসামা উপজেলা বিএনপি।

Salahuddin Ahmed
17 Views · 4 months ago

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে আজ মঙ্গলবার দিনাজপুরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামীর পৌর এবং উপজেলা কমিটির ডাকে দুপুরের দিকে ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কমিটির আমির অধ্যাপক আনিসুর রহমান। বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মজিবর রহমান, পৌর কমিটির আমির মাওলানা সিরাজুল সালেহীন, সদর ৩ আসনে মনোনিত এমপি প্রার্থী এ্যাডভোকেট মাঈনুল আলম, শিবিরের শহর কমিটির সাধারন সম্পাদক মাসুদ রেজা। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কর্ম পরিষদ সদস্য তৈয়ব আলী মাষ্টার ও সদরের আমির মেহেরাব আলীসহ অন্যান্যরা।
জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের এবং শিক্ষার্থী গণ হত্যাকারি হাসিনার ফাঁসিসহ অন্যান্য দাবিতে শ্লোগান দেন তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার ইনস্টিটিউট চত্তরে ফিরে কর্মসূচির সমাপ্তি টানা হয়।

MD IMRAN MUNSHI
7 Views · 4 months ago

ঝালকাঠির কাঁঠালিয়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর জুলাই গনঅভ্যুত্থানের এক বছর পূর্ণ উপলক্ষে বিজয় মিছিল কর্মসূচি পালন। এতে উপজেলা নেতৃবৃন্দ ও অনলাইন একটিভিস্ট ড. ফয়জুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও জামায়াতে ইসলামী এর কর্মীরা উপস্থিত ছিলেন।

Mamun Sorder
65 Views · 4 months ago

⁣এক নজরে জামায়াতে ইসলামী উত্তরের গণমিছিলের চিত্র

Jewel Azzam
16 Views · 4 months ago


খন্ড খন্ড মিছিল নিয়ে রাজধানীর পল্টন মোড়ে জড়ো হচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। সরাসরি

Gm selim imran
5 Views · 4 months ago

⁣জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে কেশবপুর জামায়াতে ইসলামীর গণমিছিল থেকে সরাসরি ।

⁣সরাসরি সোহরাওয়ার্দী উদ্যান 'জুলাই জাগরন' থেকে.hd

⁣সরাসরি সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ

⁣সরাসরি জুলাই জাগরনে শেষ মুহুর্তে.hd

⁣সরাসরি জুলাই জাগরনে শেষ মুহুর্তে.hd

⁣সরাসরি কারাবন্দী কুমিল্লা মুরাদনগর উপজেলা ছাত্রদলের মায়ের কবর জিয়ারত করতে আসছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির.hd

⁣সরসরি জুলাই জাগরণ শিশু কর্ণার.hd

⁣যুবদলের সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা আব্বাস সরাসরি.hd

⁣যুবদলের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি..hd

⁣দৈনিক জনকণ্ঠের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন, সরাসরি..hd

⁣জুলাই আন্দোলনে সমর্থনে গ্রেফতার প্রবাসীদের নিয়ে কথা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারী.hd

⁣জুলাই আন্দোলনে সমর্থনে গ্রেফতার প্রবাসীদের নিয়ে কথা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারী.hd

⁣কুমিল্লা মুরাদনগরের কারাবন্দী ছাত্রদল নেতা মায়ের মৃত্যুতে পরিবারের সাথে সাৎক্ষত করতে আসেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির.

⁣ঐতিহাসিক ইশতেহার দেবে এনসিপি, দলে দলে সমাবেশে আসছেন নেতাকর্মীরা..hd

⁣এনসিপির ডায়াস্পোরা এলায়েন্সপ্রবাসে আটক জুলাই যোদ্বাদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন।.hd

⁣উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া কুমিল্লা মুরাদনগরে আওয়ামী লীগ পূর্ণবাসন করছে নাসিরউদ্দিন নাসির কেন্দ্রীয় ছাত্রদল।.hd

⁣LIVE লিয়াঁজো কমিটির বৈঠক শেষে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ.hd

⁣LIVE যুবদলের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন তারেক রহমান..hd

⁣LIVE বিশেষ অভিযানে সেনাবাহিনীর তল্লাশি অভিযান..hd

⁣Live বক্তব্য রাখছেন জামায়াতের নায়েবে আমীর ডাঃ আব্দুল্লাহ তাহের.hd

Md Kazi Ahsanul Haque Jihad
3,714 Views · 4 months ago

⁣দরিদ্র শহিদ ও আহতদের প্রতি অন্তর্বর্তী সরকারের বৈষম্যে ক্ষোভ প্রকাশ করলেন আমজনতার দলের কার্যনির্বাহী সদস্য সাধনা মহল।

⁣Live বক্তব্য দিচ্ছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোওয়ার.hd

⁣live ফাঁসির মঞ্চ থেকে বেঁচে ফিরে এটি এম আজহার.hd

Jewel Azzam
2,629 Views · 4 months ago

⁣Live জুলাইয়ে চিকিৎসকদের ভূমিকা নিয়ে কথা বলছেন জামায়াত নেতা নরুল ইসলাম বুলবুল.hd

Jewel Azzam
1,375 Views · 4 months ago

⁣Live জুলাইয়ে চিকিৎসকদের ভূমিকা নিয়ে কথা বলছেন জামায়াত নেতা নরুল ইসলাম বুলবুল.hd

Jewel Azzam
2,625 Views · 4 months ago

⁣৩৬ জুলাই এক্সপ্রেস টিএসসিতে প্রস্তুত হচ্ছে শিবিরের জুলাই চিত্রপ্রদর্শনীর প্রতিকী ট্রেন

Jewel Azzam
4,939 Views · 4 months ago

⁣LIVE '৩৬ জুলাই' উদযাপন প্রস্তুতির সবশেষ..hd

Jewel Azzam
4,946 Views · 4 months ago

⁣জুলাই ঘিরে প্রস্তুত মানিকমিয়া এভিনিউ, সরাসরি

MD IMRAN MUNSHI
2,965 Views · 4 months ago

ঝালকাঠি বিএনপি থেকে পদত্যাগ করা জনপ্রিয় অনলাইন একটিভিস্ট ড. ফয়জুল হক আজকে ঝালকাঠি প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন।এতে উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। এতে তিনি নিজেকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করেন।তিনি বলেন আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকবো। বাকিটা জনগন নির্বাচিত করবে।

Al Mamun Gazi
4 Views · 4 months ago

তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন
"আমার চোখে জুলাই বিপ্লব" জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়ে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা


জেলা পরিষদ, কুড়িগ্রাম, স্থানীয় সরকার বিভাগ এর বাস্তবায়নে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, নাগেশ্বরী সরকারী কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, গোলাম মওলা সিরাজ, মোঃ সাইফুল ইসলাম, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আজিজুল হক, নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নাগেশ্বরী শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা প্রশাসক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুল - কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।


অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, শহীদদের স্মরণে তরুণ সমাজের ভাবনা ও উদ্যোগকে তুলে ধরা এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ ও মাদকের বিস্তার রোধে সকল এগিয়ে আসতে হবে। এবং সকল কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে এবং একই সাথে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের সচেতন ও সক্রিয় হওয়ার আহবান জানান তিনি।

⁣উপদেষ্টা আর প্রশাসন কোনভাবেই চায় না বিচার হোক।

Sujat Molla
23 Views · 4 months ago

⁣আমরা চাই আসলাম ভাই মনোনয়ন পাক

⁣শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি জামায়াত।

⁣শহীদ মিনার থেকে পার্লামেন্টে দিয়ে সরকার গঠন করবে এনসিপি, নাসিরুদ্দিন পাটোয়ারী

Showkat Akbor
19 Views · 4 months ago

⁣ইতিহাস তৈরির সাহসী ঘোষণা। ৪ আগস্ট ২০২৪ । ♥
আগামীকালই 'মার্চ টু ঢাকা'। ✊
ইতিহাসের সাক্ষী হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করুন এখনই।
চুড়ান্ত লড়াইয়ে শামিল হোন। Asif Mahmud Shojib Bhuyain

⁣শহীদ মিনারের কর্মসূচিতে যে হুঁ শিয়া রি দিলেন সারজিস

⁣ছাত্রলিগ এর সাথে ছাত্র দল এর যোজন যোজন পার্থক

⁣সকল জনগণের মঙ্গলের রাজনীতি করবে এনসিপি, তাসনিম জারা

⁣আবারও শোনা গেল ২৪-এর স্লোগান, এনসিপি সমাবেশে ঝড় তুললেন হাসনাত আব্দুল্লাহ!

খায়রুল ইসলাম
483 Views · 4 months ago

দিল্লিতে বসে পলাতক হাসিনা নতুন নতুন চক্রান্ত নিয়ে ব্যাস্ত এবার দিয়েছেন নেতাদের গ্যারিলা প্রশিক্ষন,,,,

Md Uzzal Mia
6 Views · 4 months ago

নেত্রকোনা জেলার পূর্বধলাউপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ ঢাকা এসেছেন। জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন করার জন্য।

Md Uzzal Mia
5 Views · 4 months ago

পূর্বধলা উপজেলা ছাত্রদলের একাংশ জড়ো হয়েছেন ঢাকায়।

Showkat Akbor
1 Views · 4 months ago

Bangladesh National Party

⁣বিএনপির প্রোগ্রামে এসে টিকটকে ব্যস্ত নেত্রী

Jewel Azzam
4 Views · 4 months ago

⁣সরাসরি.শহীদ মিনারে এনসিপির সমাবেশের প্রস্তুতি চলছে.hd




Showing 8 out of 9