close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Up next

কাঠালিয়ায় জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

5,248 Views· 11/08/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
5 Subscribers
5

⁣ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ৪, ৫, এবং ৬ নং ওয়ার্ড কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা আমির মাষ্টার মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং শৌলজালিয়া ইউনিয়নের সভাপতি মোঃ মামুন হোসেন রিপন। এছাড়াও ভান্ডারিয়া থেকে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার আবু বকর সিদ্দিক এবং ইসলামি যুব আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুর রহিম। ইসলামি আন্দোলনের মাওলানা এনায়েত সহ আরো অনেকে সভায় অংশগ্রহণ করেন। শৌলজালিয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ জামাল, আবু সালেহ, এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আ. রব হাওলাদার এই সভায় উপস্থিত ছিলেন।

বক্তব্যে বক্তারা বলেন যে, সাম্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তারা উল্লেখ করেন যে, বিগত সময়ে অন্যান্য দলকে সুযোগ দেয়া হলেও জনগণের উন্নয়ন হয়নি। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়ন বন্ধ করার লক্ষ্যে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সেই সম্ভাবনা রয়েছে। এছাড়াও তরুণ প্রজন্মের অনলাইন একটিভিস্ট ড. ফয়জুল হককে এমপি প্রার্থী হিসেবে সমর্থন করার জন্য আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত নেতারা ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জামায়াতে ইসলামী সরকারের প্রতিটি স্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। সভার শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

এই সভার মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক অবস্থান এবং পরিকল্পনা তুলে ধরেছে। তারা উল্লেখ করেছে যে, জাতির প্রত্যাশা পূরণে তারা সর্বদা সচেষ্ট থাকবে এবং সমর্থকদের একত্রিত করে একটি শক্তিশালী দল গঠনের প্রচেষ্টা চালিয়ে যাবে।

Show more

 1 Comments sort   Sort By


Md Rafin
Md Rafin 23 days ago

V

0    0 Reply
Show more

Up next