close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Политика

Mamun Sorder
21 Просмотры · 5 месяцы тому назад

⁣বেসরকারি প্রাথমিকের শিক্ষকদের স্লোগানে উত্তাল প্রেসক্লাব এলাকা

Mamun Sorder
24 Просмотры · 5 месяцы тому назад

⁣যুগপৎ আন্দোলনের বিষয়ে ইসলামি আন্দোলনের সংবাদ সম্মেলন

Mamun Sorder
23 Просмотры · 5 месяцы тому назад

⁣শেখ হাসিনা র বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে কথা বলছেন মাহমুদুর রহমান

Mamun Sorder
18 Просмотры · 5 месяцы тому назад

⁣হেফাজত ইসলামের নেতা মাওলানা ফারুকীকে দেখতে এসে কথা বলছেন রিজভী.

Md Hamidul Islam
52 Просмотры · 5 месяцы тому назад

🌿🌱⁣গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিভাগীয় অঞ্চল টিম সদস্য, সাবেক পটুয়াখালী জেলা জামায়াতের আমীর ও বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুহম্মদ শাহ আলম বলেন, “বাংলাদেশ জামায়াত ইসলামী সর্বদাই জনগণের কণ্ঠে কথা বলে।”
👉 জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জামায়াতের ভূমিকা তুলে ধরেন তিনি।
👉 এলাকায় প্রতিনিধি ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান।

MD IMRAN MUNSHI
33 Просмотры · 5 месяцы тому назад

আজকে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়াতে অনলাইন একটিভিস্ট ড. ফয়জুল হক এর গণসংযোগ। এতে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামী এর নেতৃবৃন্দ। আজকে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও ব্রীজের অনিয়মের কথা তুলে ধরেন। সবাই মিলেমিশে কাজ করার প্রয়াস ব্যাক্ত করেন।

Rakibul Islam
22 Просмотры · 5 месяцы тому назад

⁣মা*ম*লা থাকলেও গ্রে*ফ*তা*র করছে না পুলিশ- শ্রমিকদল নেতা বাবু

Saif Uddin
23 Просмотры · 5 месяцы тому назад

⁣⁣ছাত্রদলের চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভার নবগঠিত কমিটি টাকায় হয়েছে এই অভিযোগ করে ছাত্রদলের আরেক পক্ষের প্রতিবাদ ও মহাসড়ক অবরোধ।

Rabiul Alam
29 Просмотры · 5 месяцы тому назад

⁣কুমিল্লা উত্তরে বিএনপিকে সুসংগঠিত করতে কাজ করছি — আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার

MD IMRAN MUNSHI
21 Просмотры · 5 месяцы тому назад

⁣ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় কাঠালিয়া উপজেলা বিএনপি অফিসে এই উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা মহিলাদলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঝালকাঠি জেলা মহিলাদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিগার সুলতানা নিপু এবং কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান আকন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকির হোসেন কিসলু সিকদার, প্রফেসর খায়রুল আলম খোকন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা মহিলাদলের সভানেত্রী লীনা পারভীন।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন এবং মহিলা দলের ভূমিকা ও অর্জন নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, দেশের রাজনীতিতে নারীর ক্ষমতায়ন এবং মহিলাদের অধিকার প্রতিষ্ঠায় মহিলা দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মহিলা দলের সদস্যদের আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের মাধ্যমে মহিলা দলের নেত্রীরা তাঁদের একতাবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা দলীয় কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে একটি র‍্যালি বের করা হয়, যা উপজেলা বিএনপি অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই আয়োজনের মাধ্যমে কাঠালিয়া উপজেলা মহিলা দল তাদের ঐক্যবদ্ধ ও সক্রিয় প্রমাণ করেছে, যা ভবিষ্যত রাজনৈতিক আন্দোলনে তাদের ভূমিকা আরও সুসংহত করবে বলে মনে করা হচ্ছে।

প্রতিষ্ঠা বার্ষিকীর এই উদযাপন স্থানীয় পর্যায়ে মহিলা দলের কার্যক্রম এবং বেগম খালেদা জিয়ার প্রতি তাদের আনুগত্য পুনর্ব্যক্ত করে।

Mamun Sorder
74 Просмотры · 5 месяцы тому назад

⁣সরাসরিজাবি ফজিলাতুন্নেসা হল থেকে বের করা হচ্ছে ব্যালট বাক্স.

SHARIF MIA
27 Просмотры · 5 месяцы тому назад

⁣প্রেস বিজ্ঞপ্তি

প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম।

আমি মো: রুবেল শেখ, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা,
আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে হামলা-মামলা, জেল-ঝুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু কখনো হাল ছাড়িনি। বিএনপির রাজনীতির সাথে রয়েছি। অত্যান্ত নিষ্ঠার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করেছি। মূল দল করার আগে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম। কিন্তু কখনো অন্যায়ের সাথে আপোস করিনি।


সাংবাদিক ভাইয়েরা,
সম্প্রতি আমার বোনের বাড়ির জমির উপর দিয়ে প্রতিবেশি মোহাম্মদ আলী জিন্নাহ নামের এক ব্যক্তি জোড়পূর্বক সোয়ারেজের পাইপ লাইন নিতে যায়। পরে আমার বোন ও ভগ্নিপতি তাদের জমির উপর দিয়ে লাইন নিতে বাঁধা দেন। এসময় মোহাম্মদ আলী জিন্নাহ জানান আওয়ামী লীগ নেতা লুতফর সিকদার তাকে এখান দিয়েই সোয়ারেজের লাইন নিতে বলেছে। পরে আমার বোন বিষয়টি আমাকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে আমি নিজে উপস্থিত হয়ে লাইন স্থাপনে নিষেধ করি। পরে তিনি আর সেখানে কাজ করেনি।

আপনারা জেনে আশ্চর্য হবেন যে ঘটনার ১৫ দিন পরে আমার বোনের ওই প্রতিবেশি বিভিন্ন গণমাধ্যমকর্মীদের কাছে আমি ৫০ হাজার টাকা চাঁদার জন্য কাজ বন্ধ করে দিয়েছি বলে অভিযোগ করেন। এরপর বেশ কয়েকজন সাংবাদিক আমাকে ফোন করে বিষয়টি জানতে চান। আমি সত্য ঘটনা যা সেটা তাদেরকে জানাই। পরে বেশ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে সত্যতা যাচাইয়ে সরেজমিনে এসে তদন্ত করেন। কিন্তু আমি চাঁদা চেয়েছি এরকম কোন প্রমাণ চারা পাননি।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা,
আমি যদি চাঁদা চাইতাম তাহলে স্থানীয় থানা পুলিশে কেন অভিযোগ করল না? এ ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে আমার মান-সম্মান ক্ষুন্ন করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজনের সাথে আতাত করে আমার বিরুদ্ধে ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে। যে সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ আপনাদের মাধ্যমে প্রকাশ করতে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনারা সত্য ঘটনা উদঘাটন করে সত্য প্রকাশ করবেন।

সাংবাদিক ভাইয়েরা,
আমি যদি প্রকাশ্যে বা গোপনে তার কাছে চাঁদা চাইতাম তাহলে তিনি থানায় কেন অভিযোগ করেনি? মূলত এই বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে৷

এদিকে, মোহাম্মদ আলী জিন্নাহর ফুফাতো ভাই ও বাড়ির কেয়ারটেকার বেশ কয়েকজন সাংবাদিকের কাছে শিকার করেছে এখানে কেউ কোন চাঁদা চাননি। রুবেল সাহেব তার বোনের বাড়িতে এসে সকলের সামনেই সোয়ারেজ লাইনের কাজ বন্ধ করে দিয়েছেন। কিন্তু চাঁদা চাওয়ার কোন ঘটনা ঘটেনি। আপনারা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রকাশ করবেন বলে অনুরোধ করছি এবং আজকের আয়োজিত সংবাদ সম্মেলন শেষ করছি।


আইসসামু আলাইকুম।

Mamun Sorder
25 Просмотры · 5 месяцы тому назад

⁣জাকসু নির্বাচন শিক্ষার্থী ঐক্য ফোরামের সংবাদ সম্মেলন.

Md Uzzal Mia
25 Просмотры · 5 месяцы тому назад

জাকসু নির্বাচন ২০২৫।

Juwel Hossain
157 Просмотры · 5 месяцы тому назад

⁣ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পক্ষপাতমূলক আচরণ করেছে- সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান এ মন্তব্য করেছেন।

Md Hamidul Islam
52 Просмотры · 5 месяцы тому назад

🛑LIVE: ⁣ডাকসু নির্বাচন পরবর্তী তারেক রহমান সাহেবের অনন্য বক্তব্যে উঠে এসেছে দল ও কর্মীদের জন্য দিকনির্দেশনা। এই বক্তব্য বারবার শোনার মাধ্যমে নেতা-কর্মীরা নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা পেতে পারেন। দলের জন্য কীভাবে আত্মত্যাগ ও দায়িত্বশীলতা দেখাতে হয়—এই বক্তব্যে রয়েছে তার স্পষ্ট বার্তা।

Md Uzzal Mia
45 Просмотры · 5 месяцы тому назад

এখন মিডিয়া অনেক শক্তিশালী। আগে যেটা আমি জোর করে করতে পারছি এখন তা পারবো না - লুৎফুজ্জামান বাবর।

Md Abu Rayhan
28 Просмотры · 5 месяцы тому назад

⁣জর্ডানে জাঁকজমকপূর্ণ পরিবেশে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক এর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জর্ডান বিএনপির সৌজন্যে, বর্ণাঢ্য ও জমকালো আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতাকর্মীরা।

গত ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার ছিল গৌরব,্ ঐতিহ্য, সংগ্রাম, সাফল্যের ৪৭ বছর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। ওইদিন দেশের সর্ব বৃহত্তর রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাটিহাটি পা পা করে ৪৭ বৎসরে পা রাখলেন (পদার্পণ) করলেন।

তারই আলোকে দলের নিবেদিতপ্রাণ ও একনিষ্ঠ কর্মী হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্ডান (বিএনপি)’র সভাপতি শাহ্ আলম প্রধান এর সভাপতিত্বে দলটির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয।

আলোচনা সভায় জর্ডান বিএনপির সাধারণ সম্পাদক শামীম হোসেন এর সঞ্চালনায় ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মূকিব।

প্রধান বক্তা হিসেবে ভার্চুয়াল ভিডিও বক্তব্য রাখেন, বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জর্ডান বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, জর্ডান বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, জর্ডান বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, এনামুল হক রাজীব প্রমূখ।

সভাপতির বক্তব্যে জর্ডান (বিএনপি)’র সভাপতি শাহ্ আলম প্রধান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফার মাধ্যমে বাংলাদেশ সবুজ শস্য শ্যামল সমৃদ্ধি অর্জন করেছিলেন। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান কতৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকেও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও সুখী বাংলাদেশ গড়ে উঠবে। এছাড়া, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে সব বাধা উপেক্ষা করে বিএনপির জয় নিয়ে ঘরে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় জর্ডান বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ শফিক কাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম, ইমরান খান, খাইরুল ইসলাম শান্ত, সোহেল চৌধুরী, মেহেদী হাসান সুরুজ, নাজমুল হোসেন কামাল, প্রচার সম্পাদক ইব্রাহীম মিয়া, সহ-প্রচার সম্পাদক আমজাদ হোসেন প্রমুখসহ জর্ডান বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদল এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Md Uzzal Mia
21 Просмотры · 5 месяцы тому назад

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক হানিফ উদ্দিন রানা। তিনি দুঃসময়ের একজন আন্দোলন সৈনিক, পূর্বধলার সাধারণ মানুষ তাকে সেচ্ছাসেবকদলের আহ্বায়ক হিসেবে দেখতে চায়।

পুলক শেখ
32 Просмотры · 5 месяцы тому назад

⁣ঢাবি উপাচার্যকে 'পাকিস্তানি প্রোডাক্ট' বললেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যকে "পাকিস্তানি প্রোডাক্ট" বলে অভিহিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। ভিডিওটি পল্টন এলাকা থেকে ধারণ করা হয়েছে।

ভিডিওতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একজন "পাকিস্তানি প্রোডাক্ট"। তিনি আরও অভিযোগ করেন, এই উপাচার্য শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও হামলা চালিয়েছেন। নয়নের মতে, এই উপাচার্যের হাতে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীরা নিরাপদ নয়। তিনি ডাকসু নির্বাচন নিয়েও অসন্তোষ প্রকাশ করে উপাচার্যের পক্ষপাতমূলক আচরণের সমালোচনা করেন।
রবিউল ইসলাম নয়নকে ঢাকা শহরের শীর্ষ চাঁদাবাজ হিসেবেও উল্লেখ করা হয়। তার এই ধরনের মন্তব্য রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে এবং নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Mamun Sorder
26 Просмотры · 5 месяцы тому назад

⁣নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ বাকেরের,

Mamun Sorder
23 Просмотры · 5 месяцы тому назад

⁣বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলছেন আবিদুল..

Mamun Sorder
22 Просмотры · 5 месяцы тому назад

⁣বৃষ্টিতে ভিজে ভোট দিতে আসছেন ঢাবি শিক্ষার্থীরা কার্জনহল কেন্দ্র থেকে সরাসর

Mamun Sorder
17 Просмотры · 5 месяцы тому назад

⁣⁣টিএসসিতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

Mamun Sorder
23 Просмотры · 5 месяцы тому назад

⁣অভিযোগ জানাচ্ছেন ভিপি প্রার্থী বিন ইয়ামীন মোল্লা

Mamun Sorder
217 Просмотры · 5 месяцы тому назад

⁣তুমি ছাত্রদল না, নিয়ে আসো কোন বড় ভাই আছে

Mamun Sorder
201 Просмотры · 5 месяцы тому назад

⁣ঢাবিতে কেন্দ্র সংলগ্ন এলাকায় বিশৃঙ্খলা

আই নিউজ বিডি ডেস্ক
29 Просмотры · 5 месяцы тому назад

⁣ভোটকেন্দ্রে বাকবতিন্ডা শেষে চলে যাচ্ছে ছাত্রদল প্যানেলের হামিম

Mamun Sorder
49,439 Просмотры · 5 месяцы тому назад

⁣LIVE টিএসসিতে সহকারী প্রক্টরকে ঘিরে হঠাৎ হট্টগোল.hd

Mamun Sorder
16,383 Просмотры · 5 месяцы тому назад

⁣ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উ’ত্তা’ল ঢাবি…

আই নিউজ বিডি ডেস্ক
13,742 Просмотры · 5 месяцы тому назад

⁣টিএসসিতে সহকারী প্রক্টরকে ঘিরে হঠাৎ হট্টগোল

আই নিউজ বিডি ডেস্ক
42,784 Просмотры · 5 месяцы тому назад

⁣রা জা কারের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না

আই নিউজ বিডি ডেস্ক
1,658 Просмотры · 5 месяцы тому назад

⁣ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন নিয়ে ছাত্রদল প্যানেলের সাথে বাকবিতণ্ডা

আই নিউজ বিডি ডেস্ক
16,382 Просмотры · 5 месяцы тому назад

⁣ভোটারদেরকে প্রার্থী লিস্ট নিয়ে ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়াই ছাত্রদল প্যানেলের হামিমের সাথে বাকবিতণ্ডা.hd

আই নিউজ বিডি ডেস্ক
32,746 Просмотры · 5 месяцы тому назад

⁣ভোট কেন্দ্রে এলেন আওয়ামী লীগের সমর্থন পাওয়া ভিপি প্রার্থী শামীম.hd

আই নিউজ বিডি ডেস্ক
7 Просмотры · 5 месяцы тому назад

⁣কেউ যদি নোংরামি করে তার সাথে নোংরামি করে তো প্রতিবাদ করা যায় না আবিদ

MD IMRAN MUNSHI
22 Просмотры · 5 месяцы тому назад

⁣ঝালকাঠি ও নলছিটি আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামি আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী আলহাজ্ব ডা. সিরাজুল ইসলাম সিরাজী এক উঠান বৈঠকে নির্বাচনী প্রস্তুতি ও ভোট ডাকাতি প্রতিরোধের অঙ্গীকার ব্যক্ত করেছেন। ঝালকাঠির রায়াপুরে অনুষ্ঠিত এই বৈঠকে স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন, যারা প্রার্থীর বক্তব্য শুনে উৎসাহিত হন।

ডা. সিরাজী তাঁর বক্তব্যে বলেন, 'আমরা জীবন দেবো, কিন্তু আগামী নির্বাচনে ভোট ডাকাতি করতে দেবো না।' তাঁর এই অঙ্গীকার উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তিনি আরও বলেন, 'নির্বাচন হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যাতে কোনো প্রকার অনিয়ম না হয়।'

বৈঠকে উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা জানান, তাঁরা প্রার্থীর সাথে একমত এবং তাঁরা নিজেদের এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করবেন। তাঁদের মতে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

বৈঠকে অন্যান্য বক্তারা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে অন্যতম ছিল ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ। তাঁরা জনগণকে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান এবং ভোটের দিন সজাগ থাকার পরামর্শ দেন।

ঝালকাঠি অঞ্চলের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞরা বলেছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ ভূমিকা পালন করা উচিত। তাদের মতে, নির্বাচনে কোনো প্রকার অনিয়ম বা সহিংসতা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া আবশ্যক।

আসন্ন এই নির্বাচন ঝালকাঠি ও নলছিটি আসনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে। জনগণের মতামত ও অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন। এ ধরনের উঠান বৈঠকগুলো জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য, ইসলামি আন্দোলন বাংলাদেশ একটি সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দল যা বিভিন্ন সময়ে জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে থাকে। দলটির প্রার্থীরা সাধারণত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের উপর জোর দিয়ে থাকেন।

Mamun Sorder
76 Просмотры · 5 месяцы тому назад

⁣ডাকসু নির্বাচনে ঢাবির ভুয়া সদস্য প্রার্থী আটক

Mamun Sorder
24 Просмотры · 5 месяцы тому назад

⁣ডাকসু নির্বাচন ঘিরে ঢাবিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

Mamun Sorder
7 Просмотры · 5 месяцы тому назад

⁣ডাকসুতে চাঁদাবাজির অভিযোগে ১জনকে আটকে রেখেছে শিক্ষার্থীরা

Mamun Sorder
23 Просмотры · 5 месяцы тому назад

⁣ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে ভোট কেন্দ্র। টিএসসি থেকে

Mamun Sorder
20 Просмотры · 5 месяцы тому назад

⁣ডাকসু নিয়ে ছাত্রদলের জরুরি প্রেস ব্রিফিং

Mamun Sorder
15 Просмотры · 5 месяцы тому назад

⁣ডাকসু নির্বাচনের কয়েকঘন্টা বাকি,নিরাপত্তা জোরদার

Mamun Sorder
18 Просмотры · 5 месяцы тому назад

⁣শেষ ডাকসুর প্রচার-প্রচারণা, কাল ভোট।

Mamun Sorder
13 Просмотры · 5 месяцы тому назад

⁣ডাকসু নির্বাচ যেভাবে ভোট দেবেন ভোটাররা

Md Kamrul Hasan
21 Просмотры · 5 месяцы тому назад

এই ভিডিওটি প্রকাশ করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেরিফাইড ফেসবুক পেইজে পহেলা সেপ্টেম্বর ২০২৫ তারিখে এই ভিডিওটি প্রকাশ করা হয়

Md Kamrul Hasan
19 Просмотры · 5 месяцы тому назад

এই ভিডিওটি প্রকাশ করেন বগুড়া ৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ 14 ঘণ্টা আগে তার ভেরিফাইড ফেসবুক একাউন্টে এটি প্রকাশ করা হয়

MD IMRAN MUNSHI
16 Просмотры · 5 месяцы тому назад

পিরোজপুরের ভান্ডারিয়াতে গত ০৬ তারিখ শনিবারে বাংলাদেশ ইসলামি আন্দোলন এর এমপি প্রার্থী আবুল কালাম আজাদ এর গণসংযোগ। শনিবার সকাল ১১:০০ টার সময়ে ভান্ডারিয়া বাজারে গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী ও উপজেলা নেতৃবৃন্দ। এসময়ে তারা স্লোগান দেন সব মার্কা দেখা শেষ আগামীতে হাত পাখার বাংলাদেশ। এসময়ে আবুল কালাম আজাদ বাজারের পথচারী ও ব্যাবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন।

Mamun Sorder
21 Просмотры · 5 месяцы тому назад

⁣ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্যানেলের সংবাদ সম্মেলন

Md Abu Rayhan
24 Просмотры · 5 месяцы тому назад

⁣সীমানা নির্ধারণ কুমিল্লা - ২ হোমনা-তিতাস "পূর্ণবহাল" আওয়ামী দোসরদের আনন্দ মিছিলের প্রতিবাদে দুলালপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি’র তথ্য ও ভিডিওতে বিস্তারিত

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমানা নির্ধারণ সংক্রান্ত চূড়ান্ত প্রজ্ঞাপন জারিতে কুমিল্লা - ২ হোমনা-তিতাস আসনটি "পূর্ণবহাল" থাকার আনন্দে বিএনপির একটি গ্রুপ আওয়ামী দোসরদের নিয়ে আনন্দ মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন হোমনার দুলালপুর ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

গত ৫ই সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ দুলালপুর বাজার, বাসস্ট্যান্ড, চৌরাস্তা মোড়, দৌলতপুর বাজার পর্যন্ত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের দুলালপুরের মাটি, সেলিম ভূঁইয়ার ঘাটি, আমার নেতা, তোমার নেতা সেলিম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া বলে স্লোগান দিতে দেখা যায়।

গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন কর্তৃক সীমানা নির্ধারণ সংক্রান্ত চূড়ান্ত প্রজ্ঞাপনে হোমনা - মেঘনা আসন পরিবর্তন করে হোমনা-তিতাস আসন ঘোষণার খবর পেয়ে বিএনপির একটি গ্রুপ ওই রাতেই আওয়ামী দোসরদের নিয়ে এবং শুক্রবার সকালে দুলালপুর বাজারে আনন্দ মিছিল করেন। সেই মিছিলের প্রতিবাদেই দুলালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠন এ মিছিল করেন।

মিছিলে দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ হারুন, সহ সভাপতি শাহ জালাল প্রধান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মিয়া প্রধান, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মনির হোসেন, দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো.ওমর ফারুক, ছাত্রদল সভাপতি নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, কৃষক দলের সভাপতি ইয়ানুছ মিয়া প্রধান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, স্বেচ্ছাসেবক দল নেতা দাদন মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম মিয়া, ৬নং ওয়ার্ড ঝগড়ারচর বিএনপির সভাপতি আল-মাসুদ আলমাছ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি হারুন মিয়া, জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হজরত আলী, যুবদল সভাপতি রেজাউল করিম উজ্জল, যুবদল নেতা মোস্তাক আহম্মেদ, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ পরান, ছাত্রদল নেতা সোহেল রানা, হিমেল, রুবেল,

৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি অরুন সরকার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শ্যামল মাহমুদ, বিএনপি নেতা জাকির হোসেন, খোকন মিয়া, বিএনপি নেতা ও ইউপি সদস্য রাশেদুল ইসলাম রিপন, কৃষক দল নেতা লোকমান হোসেন প্রমুখসহ বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Nezam Uddin
60 Просмотры · 5 месяцы тому назад

শনিবার ৬ই সেপ্টেম্বর রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী পদুয়া ইউনিয়ন এর উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় বক্তব্য রাখেন জামায়াতের থানা আমির মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ।

Sayed Aliuzzaman Mohsin
16 Просмотры · 5 месяцы тому назад

⁣কটিয়াদীতে জামায়াতে ইসলামী কর্তৃক সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ইসলামী রাষ্ট্র গঠনের আহ্বান জানানো হয়।

Md Uzzal Mia
19 Просмотры · 5 месяцы тому назад

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে তিনি এ কথা বলেন।

Juwel Hossain
20 Просмотры · 5 месяцы тому назад

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের উল্লাপাড়া এক উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। বিকেল ৫টায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী পৌর শহর প্রদক্ষিণ করলে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

র‌্যালী শেষে উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে হাজারো নেতাকর্মীর উপস্থিতি যেন দীর্ঘদিনের রাজনৈতিক প্রান্তিকতায় জমে থাকা প্রত্যাশাকে নতুন করে উজ্জীবিত করে। সমাবেশে সভাপতিত্ব করেন কে এম শরফুদ্দিন মঞ্জু এবং প্রধান বক্তা ছিলেন মো. আজাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, “জিয়াউর রহমান দেশের মানুষের আশীর্বাদ হয়ে বিএনপির জন্ম দিয়েছেন। তিনি শুধু একটি দলই দেননি, দিয়েছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার দিশা।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এবারের নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। ইতিমধ্যে নির্বাচনী ট্রেন চালু হয়েছে, কোন বাঁধাই আর তা থামাতে পারবে না।”

রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বী দলের অবস্থানকে ইঙ্গিত করে বাচ্চু বলেন, “একটি দল পিআর নাকি জিআর পদ্ধতির কথা বলে, জনগণ এসব বোঝে না। তারা বলে পিআর ছাড়া নির্বাচনে যাবে না, অথচ ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এমনকি বেহেশতের টিকিটও বিক্রি করছে।”

মনোনয়ন প্রসঙ্গে তিনি স্পষ্ট করে জানান, “ত্যাগী ও নির্যাতিত নেতারাই মনোনয়ন পাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৭ বছর মাঠে যারা জেল-জুলুম সহ্য করেছেন, তাদেরই মূল্যায়ন করবেন।”

সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক আহবায়ক আব্দুল ওয়াহাব, যুবদলের সাধারণ সম্পাদক নিক্সন কুমার আমিনসহ নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ-দপ্তর সম্পাদক শেখ এনামুল হকসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা।

রাজনৈতিক বক্তব্যের পর সন্ধ্যা ঘনিয়ে এলে জাতীয় পর্যায়ের শিল্পী নাদিরা, নাসিরসহ অন্যান্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সমাবেশে নতুন মাত্রা যোগ করে।

এই আয়োজন শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা নয়, বরং উল্লাপাড়ার রাজনৈতিক অঙ্গনে বিএনপির শক্তি ও ঐক্যের প্রদর্শন হিসেবেও চিহ্নিত হয়ে থাকে। নেতাকর্মীদের চোখেমুখে ছিল আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয়।

Mamun Sorder
65 Просмотры · 5 месяцы тому назад

⁣জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা লাঠি হাতে নিয়ে ছুটছে

c

Mamun Sorder
30 Просмотры · 5 месяцы тому назад

⁣জাতীয় পার্টির অফিসে বি-ক্ষো-ভকারীদের ভা-ঙ-চু-র, অ্যাকশনে পুলিশ

Mohammad Masudur Rahman Talukder
14 Просмотры · 5 месяцы тому назад

ঢাকা ১৬ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মনোনীত প্রার্থীর সমাবেশ ও মিছিল।

MD IMRAN MUNSHI
21 Просмотры · 5 месяцы тому назад

⁣ঝালকাঠির ১২৫ নম্বর আসনের আওতাধীন ২ নম্বর মগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে বক্তব্য রাখলেন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী। স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মত বিনিময়ের উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।

ডাঃ সিরাজী তার বক্তব্যে ঝালকাঠি ও নলছিটি এলাকায় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, 'আমাদের এলাকায় উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে সুষ্ঠু পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।' তিনি আরও জানান, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা এবং কৃষি খাতে উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি আলাপের মাধ্যমে তাদের চাহিদা এবং সমস্যা সম্পর্কে অবগত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত বলে জানান। ডাঃ সিরাজী বলেন, 'জনগণের ম্যান্ডেট পেলে আমি তাদের সকল ধরনের সমস্যা সমাধানে কাজ করবো এবং উন্নত জীবনযাত্রার ব্যবস্থা করবো।'

বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় নেতৃবৃন্দ। তাদের মধ্যে অনেকেই ডাঃ সিরাজীর উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন তোলেন এবং তিনি তাদের সন্তোষজনক উত্তর প্রদান করেন। উপস্থিত জনগণ তার উন্নয়ন পরিকল্পনায় আস্থা প্রকাশ করেন এবং তাকে সমর্থন জানান।

ডাঃ সিরাজীর এই বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে। স্থানীয় জনগণের কাছে সাড়া ফেলেছে তার উন্নয়নের অঙ্গীকার। বিশেষজ্ঞরা মনে করছেন, তার এই ধরনের উদ্যোগ আগামী নির্বাচনে তার পক্ষে জনমত গঠনে সহায়ক হবে।

উঠান বৈঠক সম্পর্কে বিশ্লেষণ করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকগণ বলছেন, এমন উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি কার্যকর মাধ্যম। এটি প্রার্থীকে জনগণের সমস্যা সরাসরি শুনতে ও সমাধান করতে সহায়ক হয়।

ডাঃ সিরাজী তার বক্তব্যের শেষে জনগণের প্রতি আহ্বান জানান, তারা যেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সহায়তা করেন। তার এই বক্তব্যে স্থানীয় জনগণ ও নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ভবিষ্যতে এ ধরনের আরো উঠান বৈঠক আয়োজনের আশ্বাসও দেন তিনি।

Mamun Sorder
21 Просмотры · 5 месяцы тому назад

⁣তিন দাবিতে শাহবাগে গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশ

Mamun Sorder
19 Просмотры · 5 месяцы тому назад

⁣জাপা ও ১৪ দল নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের সমাবেশ শাহবাগে

Mamun Sorder
18 Просмотры · 5 месяцы тому назад

⁣গণঅধিকার পরিষদের মিছিল।

Mamun Sorder
6 Просмотры · 5 месяцы тому назад

⁣গণঅধিকার পরিষদের সমাবেশে যোগ দিচ্ছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

Mamun Sorder
29 Просмотры · 5 месяцы тому назад

⁣নূরের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই স্লোগানে উত্তাল শাহবাগ।

Mamun Sorder
14 Просмотры · 5 месяцы тому назад

⁣ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থীর প্রচারণা

Rahmatullah Ashik
43 Просмотры · 5 месяцы тому назад

⁣বদলগাছী উপজেলা যুবদলের উদ্যোগে কোলা বাজারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচিতে-প্রধান অতিথির বক্তব্যে এ কথা ফজলে হুদাবাবুল

Nazrul Islam
17 Просмотры · 5 месяцы тому назад

⁣ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা ও পথসভা অনুষ্ঠিত!

Juwel Hossain
18 Просмотры · 5 месяцы тому назад

⁣বাংলাদেশের রাজনীতির পটভূমিতে যারা নিঃস্বার্থভাবে আদর্শের পথে থেকে ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে জনগণের পাশে ছিলেন—তাঁদের একজন নির্ভরযোগ্য নাম মোঃ আজাদ হোসেন। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার এই নেতা শুধু বিএনপির একজন বর্ষীয়ান রাজনীতিকই নন, বরং তিন দশকের বেশি সময় ধরে স্থানীয় রাজনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতি থেকে জাতীয়তাবাদী ধারার রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন। বর্তমানে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, এবং তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা স্পষ্টভাবে দৃশ্যমান।

আজাদ হোসেনের রাজনৈতিক শিকড় গাঁথা তাঁর প্রয়াত পিতা সরাফত আলীর রেখে যাওয়া ঐতিহ্যে। তিনি ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং শহীদ প্রেসিডেন্ড জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর। ২০০১ সালে তাঁর অসুস্থতার সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরাসরি হাসপাতালে গিয়ে তাঁকে দেখে আসেন—যা পরিবারটির প্রতি বিএনপির শীর্ষ নেতৃত্বের আস্থার প্রমাণ।

১৯৮৭ সালে উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পাওয়ার মাধ্যমে আজাদ হোসেনের রাজনীতির যাত্রা শুরু। পরবর্তীতে তিনি উপজেলা যুবদল, জেলা যুবদল, পৌর বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব। তাঁর নেতৃত্বে দলের তৃণমূল ইউনিটগুলো সুসংগঠিত ও গতিশীল হয়েছে।

আজ তিনি শুধু একজন নেতা নন—তৃণমূলের এক আস্থা ও নির্ভরতার নাম। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার জন্য তাঁকে “ছায়া নেতা” বলেও অভিহিত করেন অনেকেই।

২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত মোঃ আজাদ হোসেনের বিরুদ্ধে প্রায় ৭০ টি রাজনৈতিক মামলা দায়ের হয়েছে। তিনি ২৬ বার কারাবরণ করেছেন, বারবার হয়েছেন গুম-খুনের হুমকির শিকার। এক সময় এমন অবস্থাও এসেছে, যখন তিনি প্রিয়জনদের জানাজায় পর্যন্ত অংশ নিতে পারেননি।

আজাদ হোসেন বলেন— “এই ১৬ বছর শান্তিতে ঘুমাতে পারিনি, পরিবারের সাথে ঈদ করতে পারিনি। হামলা-মামলা, পুলিশের লাঠি, জেল, গুমের ভয়—সবকিছুর মাঝে একটা লক্ষ্য নিয়ে এগিয়েছি—দলকে সুসংগঠিত রাখা ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন।”

আজাদ হোসেন বর্তমানে সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। এই বিষয়ে দলীয় নেতাকর্মীদের মতামত একবাক্যে সুস্পষ্ট—তাঁর মত একজন ত্যাগী, জনভিত্তিসম্পন্ন নেতাই হতে পারেন বিএনপির পক্ষ থেকে যোগ্য প্রার্থী।

সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন, “আজাদ ভাই জাতীয় পর্যায়েও পরিচিত ত্যাগী নেতা। এমন নেতৃত্বই আমাদের সামনে এগিয়ে নেবে।”

উপজেলা পৌর বিএনপি আহব্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, “জামায়াত ও শাসকদলের দমননীতির বিরুদ্ধে যিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, তিনি আজাদ ভাই। এই আসনে তাঁর বিকল্প নেই।”

জেলা যুবদলের সাহিত্য সম্পাদক ও উপজেলা যুবদলের আহব্বায়ক গোলাম মোস্তফা বলেন, “একসময় আমরা ১০ জন মিলে চা-ও খেতে পারিনি। সেসময়কার সাহসী নেতৃত্বের নাম আজাদ ভাই।”

উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিন বলেন, “তারেক রহমান বলেছেন ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। আজাদ ভাইয়ের মত ত্যাগী আর কেউ নেই।”

উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহব্বায়ক আরিফুল ইসলাম আরিফ বলেন, “মাঠ পর্যায়ের জড়িপ করলে একটাই নাম উঠে আসবে—আজাদ হোসেন।”

পৌর ছাত্রদলের আহবায়ক ইলিয়াস কাওছার বলেন, “ফ্যাসিবাদের সময় উনার মতো কেউ আমাদের আগলে রাখেনি। মনোনয়ন আজাদ ভাইয়েরই প্রাপ্য।”

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম বলেন, “ছাত্র রাজনীতিতে তাঁর ছায়া আমাদের সাহস জুগিয়েছে। তিনি সংসদে গেলে ছাত্রদের কণ্ঠস্বর আরও জোরালো হবে।”

রাজনীতির বাইরেও মোঃ আজাদ হোসেন সমাজসেবায় অগ্রগামী। এতিম, দুস্থ, অসহায় ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান তাঁর নিয়মিত কার্যক্রমের অংশ। এছাড়াও তিনি সিরাজগঞ্জ জেলা সড়ক ও পরিবহন মালিক সমিতির দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং দুইবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আজাদ হোসেন শুধু একজন দলীয় প্রার্থী নন—তিনি উল্লাপাড়ার মানুষদের জন্য এক পরিচিত নাম, এক আস্থার জায়গা। মাঠের রাজনীতি, সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক ত্যাগের দৃষ্টান্ত রেখে তিনি প্রমাণ করেছেন, তিনিই হতে পারেন সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির পক্ষ থেকে সবচেয়ে যোগ্য এবং বিজয়ী প্রার্থী।

জনগণের মুখে এখন একটাই দাবি— “ধানের শীষের কান্ডারি হোন মোঃ আজাদ হোসেন।

আই নিউজ বিডি ডেস্ক
8 Просмотры · 5 месяцы тому назад


২০২৪ পরবর্তী সময়ে হাসিনার পতন এবং ভারতীয় মিডিয়ার অপপ্রচার

আই নিউজ বিডি ডেস্ক
19 Просмотры · 5 месяцы тому назад


বাংলাদেশের রাজনীতিতে বড় রাজনৈতিক দলগুলোর প্রভাব ও ভূমিকা

Md Hamidul Islam
24 Просмотры · 5 месяцы тому назад

⁣বাংলা জাতীয়তাবাদী দল (BNP) এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হলো গলাচিপায়। 🎉
হাসান মামুন ভাইয়ের নেতৃত্বে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে নেতাকর্মীরা স্মরণ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।

BNP was founded on 1st September 1978 by President Ziaur Rahman with the vision of democracy, freedom, and people’s rights. ✊
On its 47th Founding Anniversary, leaders and activists of BNP in Galachipa renewed their commitment to restore democracy and stand by the people. 🇧🇩

Md Hamidul Islam
13 Просмотры · 5 месяцы тому назад

⁣📌ডাকসুর সাবেক ভিপি নুরুল ইসলাম নুর এর দ্রুত সুস্থতা কামনা করেছেন গলাচিপার তরুণ নেতা হাসান মামুন।
From Galachipa, Patuakhali, Dhaka, Bangladesh to Asia, Hasan Mamun sends heartfelt prayers and best wishes for the quick recovery of Nurul Islam Nur, the beloved leader of the youth.
বাংলাদেশ থেকে এশিয়া মহাদেশ জুড়ে ছড়িয়ে পড়ুক এই ভালোবাসা ও শুভকামনা।

🙏 সবার কাছে দোয়া কামনা করা হচ্ছে, যেন প্রিয় নেতা আবারও সুস্থ হয়ে জনসেবায় ফিরতে পারেন।
Prayers are requested from everyone for his speedy recovery and return to public service.


---

🔖 Hashtags:

#গলাচিপা #পটুয়াখালী #ঢাকা #বাংলাদেশ #এশিয়া #galachipa #patuakhali #dhaka #bangladesh #asia #nurulislamnur #hasanmamun #ducsu #recovery #studentleader #leader


---

📣 Mentions (Example for Social Media):

@NurulIslamNur @HasanMamun @GalachipaNews @DhakaUpdates @BangladeshYouthVoice

Md Sale
49 Просмотры · 5 месяцы тому назад

⁣গাজীপুর শ্রীপুরে বি এনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।
বি এনপিতে অনুপ্রবেশকারী না ঢুকানোর অনুরোধ নেতাদের।

Hady Chakder
26 Просмотры · 5 месяцы тому назад

ভারতে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা: সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু | Channel S News

#channelsnews #banglanewstoday #channelsnewstoday

IBRAHIM SHEAK
22 Просмотры · 5 месяцы тому назад

⁣বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীউপলক্ষে ঝিনাইদহ কালিগঞ্জ-৪ নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে বর্ণাঢ্য রেলি শোভাযাত্রা। এ যেন এক হ্যামিলনের বাঁশিওয়ালা তার ডাকে সাড়া দিয়ে প্রতিটা ইউনিয়ন ওয়ার্ড ভিত্তি গ্রাম সমস্ত নেতা কর্মী ছুটে আসে, মহিলা দলের কর্মী প্রায় দুই হাজার উপস্থিত থাকেন ,ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতা কর্মীও নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত থাকেন
ভালোবাসার বহিঃপ্রকাশ। জনতার ঢল। কালিগঞ্জে ইতিহাস সৃষ্টি করলেন ঝিনাইদহ ৪ আসনের গণ মানুষের নেতা মোঃ সাইফুল ইসলাম ফিরোজ। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করেন, প্রদর্শন শেষে তুমি বক্তব্য রাখেন ।এছাড়া তিনি আরো বলেন আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করা যাবে না ।

Al Mamun-Ador
24 Просмотры · 5 месяцы тому назад

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ র‌্যালি সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা।

MD IMRAN MUNSHI
19 Просмотры · 5 месяцы тому назад

⁣ঝালকাঠির রাজাপুরে মঙ্গলবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুটি পৃথক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে দলটির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়, যা রাজাপুরের বাইপাস এলাকায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের ৬ মনোনয়ন প্রত্যাশীকে একত্রিত করে। তারা যৌথভাবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য রাখেন নিউইয়র্ক দক্ষিণ মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সংবিধান বিশেষজ্ঞ ও বাংলাদেশ সংবিধান কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আযম সৈকত, বিএনপি নেতা জাকারিয়া লিংকন ও কর্নেল মুস্তাফিজুর রহমান প্রমুখ। বক্তারা বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

শোভাযাত্রা ও সমাবেশ চলাকালে রাজাপুরের মহাসড়কে যানজটের সৃষ্টি হয়, যা সাধারণ জনজীবনে কিছুটা প্রভাব ফেলে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে ছিল। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, 'দু’পক্ষের কর্মসূচি পৃথকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পালনে পুলিশ কঠোর অবস্থানে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছে।'

এই কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করেছে, যা আগামী নির্বাচনে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। স্থানীয় রাজনীতিতে এই ধরনের গণজমায়েত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দলের সমর্থন বৃদ্ধি করতে সহায়ক হয়।

MD IMRAN MUNSHI
18 Просмотры · 5 месяцы тому назад

⁣ঝালকাঠির রাজাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পৃথকভাবে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী বাগড়ি থেকে শোভাযাত্রা শুরু করেন। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পাইলট স্কুল মাঠে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম জামাল।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু এবং উপজেলা বিএনপির পদ স্থগিত সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন। বিকেল থেকেই উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়, যা সমাবেশকে জনসমুদ্রের রূপ দেয়।

এতে শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং পুলিশকে যানজট নিরসনে হিমশিম খেতে হয়। রাজাপুর থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন সংবাদ মাধ্যমকে জানান যে, দু'পক্ষের কর্মসূচি পৃথকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পালিত হয়েছে এবং পুলিশ কঠোর অবস্থানে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে।

এই সমাবেশ ও শোভাযাত্রা বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা জাগিয়েছে এবং দলের নীতি ও আদর্শের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সমাবেশ দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শক্তি সঞ্চারের মাধ্যমে আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি রাজনৈতিক পরিবেশে নতুন দিগন্তের সূচনা করতে পারে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এই আয়োজনে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি এবং তাদের বক্তব্য দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এটি প্রমাণ করে যে, বিএনপি তার রাজনৈতিক শক্তি পুনর্গঠনে দৃঢ়প্রতিজ্ঞ।

Md Hamidul Islam
32 Просмотры · 5 месяцы тому назад



📖 বাংলা জাতীয়তাবাদী দল (BNP) এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হলো গলাচিপায়। 🎉
হাসান মামুন ভাইয়ের নেতৃত্বে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে নেতাকর্মীরা স্মরণ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।

BNP was founded on 1st September 1978 by President Ziaur Rahman with the vision of democracy, freedom, and people’s rights. ✊
On its 47th Founding Anniversary, leaders and activists of BNP in Galachipa renewed their commitment to restore democracy and stand by the people. 🇧🇩

KUTUB UDDIN AHMED
30 Просмотры · 5 месяцы тому назад

⁣পৌর বি.এন.পির আয়োজনে করিমগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি.) প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন..

Rahmatullah Ashik
20 Просмотры · 5 месяцы тому назад

⁣বিএনপি খাই-দাই এর পাটি নয়!বিএনপি ধান্দাবাজের পাটি নয়!বিএনপি বাকশালের চরিত্রের দল নয়!বিএনপি পাল্লায় তুলে ধর্ম বিক্রির দল নয়!- বদলগাছী উপজেলায় কেন্দ্রীয় বিএনপির কর্মী সূচীর অংশ হিসাবে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী'তে ফজলে হুদা বাবুল।

Md Abu Nayem
21 Просмотры · 5 месяцы тому назад

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় আজ উদযাপিত হলো বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী

আই নিউজ বিডি ডেস্ক
28 Просмотры · 5 месяцы тому назад

⁣সেনানিবাস থেকে গণঅভ্যুত্থান: বাংলাদেশ রাজনীতিতে বিএনপির উত্থান-পতনের ইতিহাস

Md Uzzal Mia
17 Просмотры · 5 месяцы тому назад

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র‍্যালি। উপস্থিত ছিলেন জননেতা আলহাজ্ব আবু তাহের তালুকদার, জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক।

Sayed Aliuzzaman Mohsin
26 Просмотры · 5 месяцы тому назад

⁣জাতীয় পার্টি সহ ১৪দল নিষিদ্ধ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ভি পি নূরের উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ ।

SHARIF MIA
19 Просмотры · 5 месяцы тому назад

⁣আশুলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ উদযাপন

Mamun Sorder
32 Просмотры · 5 месяцы тому назад

⁣নিজস্ব কাউন্সিল ভোটের ব্যালট ছি'নতাই করল বিএনপি নেতাকর্মীরা।

SHARIF MIA
26 Просмотры · 5 месяцы тому назад

⁣আশুলিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেলি যাত্রা #আই_নিউজ_বিডি

আই নিউজ বিডি ডেস্ক
15 Просмотры · 5 месяцы тому назад

⁣জনতার আন্দোলনে জনগণের দুর্ভোগ!

Nezam Uddin
35 Просмотры · 5 месяцы тому назад

১ই সেপ্টেম্বর বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠতাবার্ষিকী ছিল। রাঙ্গুনিয়া জিয়ার মাজারে ফুল দিদে আসা এক কর্মীর মুখে নারে তাকবীর স্লোগান

Juwel Hossain
43 Просмотры · 5 месяцы тому назад

⁣বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করে বলেছেন, দেশের বিদ্যুৎ খাতে চরম দুর্নীতি ও অব্যবস্থাপনা চলছে। তিনি বলেন, “আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম। এখন সেই বিদ্যুৎ কিনতে হয় প্রিপেইড কার্ডের মাধ্যমে, ১০০ টাকার বিদ্যুৎ কিনলে মিটারে ওঠে ৭০ টাকা।”

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ-১ থেকে পুনরায় সিরাজগঞ্জ-২ আসনে অন্তর্ভুক্ত হওয়ায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, “গত ১৭ বছরে শেখ হাসিনা উন্নয়নের নামে বিদেশি ঋণ এনে লুটপাট করেছেন। দেশকে শ্মশানে পরিণত করে এখন পালিয়ে বেড়াচ্ছেন। আগামীর সরকারকে এই ঋণের বোঝা বইতে হিমশিম খেতে হবে।”

তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনা শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, বরং পুলিশ, সেনাবাহিনীসহ সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন। দেশের মানুষ কেউই তার রোষানল থেকে রেহাই পায়নি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান ফিরোজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

গণসংবর্ধনা অনুষ্ঠানটি ছিল স্থানীয় নেতাকর্মীদের জমজমাট উপস্থিতিতে সরব ও প্রাসঙ্গিক রাজনৈতিক বক্তব্যে পরিপূর্ণ।

আই নিউজ বিডি ডেস্ক
16 Просмотры · 5 месяцы тому назад

⁣নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে সমর্থকরা ভোট দিবে কাকে, কেমন চলছে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র পরিচালনা

Mamun Sorder
27 Просмотры · 5 месяцы тому назад

⁣দলগুলোর সাথে কী নিয়ে আলোচনা হলো, জানাচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Mamun Sorder
26 Просмотры · 5 месяцы тому назад

⁣প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা বলছেন গণ অধিকার পরিষদ

Mamun Sorder
21 Просмотры · 5 месяцы тому назад

⁣প্রধান উপদেষ্টার সঙ্গে কী আলাপ হলো, জানাচ্ছে এবি পার্টি

Mamun Sorder
17 Просмотры · 5 месяцы тому назад

⁣নি'ষি'দ্ধ হচ্ছে জাতীয় পার্টি যেসব আলোচনা হলো প্রধান উপদেষ্টার বৈঠকে,

Mamun Sorder
17 Просмотры · 5 месяцы тому назад

⁣নি'ষি'দ্ধ হচ্ছে জাতীয় পার্টি যেসব আলোচনা হলো প্রধান উপদেষ্টার বৈঠকে,

Mamun Sorder
12 Просмотры · 5 месяцы тому назад

⁣নারী শিক্ষার্থীকে অশা-লীন পোষ্টের প্রতিবাদে ছাত্র শিবিরের বিক্ষোভ

Md Uzzal Mia
12 Просмотры · 5 месяцы тому назад

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে ভাষণ দিয়ে নিজের স্মৃতিময় আবেগ প্রকাশ করেছেন।

Showkat Akbor
31 Просмотры · 5 месяцы тому назад

⁣সব ষড়যন্ত্র মোকাবেলা করে, আদালতের রায় পেয়ে, নিজ হাতে গড়া অফিসে ফিরলেন সময় টিভির এমডি #somoytv

Juwel Hossain
26 Просмотры · 5 месяцы тому назад

⁣বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ড. ইউনূস আমাদের বলেছেন, তিনি ফেব্রুয়ারিতেই নির্বাচন করবেন। এ নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের নিতে হবে। এজন্য কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।

তিনি বলেন, “আমি আবারও স্পষ্ট করে বলছি— যদি নির্বাচন চাও, তাহলে কোনোভাবেই বিশৃঙ্খলা করা যাবে না। বিএনপির দায়িত্ব সারা দেশে আইনশৃঙ্খলা বজায় রাখা, যাতে সুষ্ঠু নির্বাচন হয়।”

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত আনন্দ র‍্যালির আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আসন্ন দুর্গাপূজার শান্তিপূর্ণ আয়োজন নিয়েও দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান। তিনি বলেন, “আগামীতে দুর্গাপূজা হবে। এই পূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের। আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি, এই দায়িত্ব আমরা নিলাম। গতবারও করেছি, এবারও করব।”

বাদ আসর সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠ থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।




Showing 6 out of 7