close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

פוליטיקה

Bidhan Das
12 צפיות · לִפנֵי 3 חודשים

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এবার নির্বাচন যদি আর পিছিয়ে দেওয়া হয়, তবে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।”

তিনি আরও বলেন, “সংস্কারের বিষয়ে যে বিষয়ে আমরা একমত হয়েছি, তার বাইরে কিছু জোর করে চাপিয়ে দিলে এর সমস্ত দায় নিতে হবে সরকারকেই।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নের কিশমত কেশুর বাড়ি লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, “একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা মুনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে।”

তিনি বলেন, “পিআর (Proportional Representation) পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্ভব নয়। এই পদ্ধতিতে দলের বাইরে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।

বিগত সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “এমন কাজ আমরা কেন করবো, জনগণ তাহলে আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াবে।”

তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে ১৫ মাসের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি “আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে চাই” বলেও উল্লেখ করেন তিনি।

সভায় ৪নং বড়গাঁও ইউনিয়ন শাখা বিএনপি সভাপতি আলহাজ্ব ডা: আহম্মদ আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুহিন
সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

শেষে দলীয় নেতৃবৃন্দ আগামীর আন্দোলনকে বেগবান করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাননি শেষ বারের মতো ধানের শীষে ভোট চান তিনি।

Salahuddin Ahmed
15 צפיות · לִפנֵי 3 חודשים

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দল মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে দলের হাই কমান্ডের কাছে দেওয়া অঙ্গিকার বাস্তবায়ন করতে প্রার্থীর বিরোধী পক্ষের প্রতি আহবান জানিয়েছেন দিনাজপুরের বিরল উপজেলার বিএনপির নেতারা। দলের প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের পক্ষে আজ মঙ্গলবার বিরলের শহীদ মিনার চত্তরে সংবাদ সম্মেলনে ওই আহবান জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কমিটির সাধারন সম্পাদক সুলতান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন কমিটির নেতা এ্যাডভোকেট আব্দুল বাকী, নুরজামাল হোসেন, রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ হোসেনসহ তৃণমূলের বিভিন্ন কমিটির নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের মহা সচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে দলের মনোনিত ২৩৭ টি আসনে এমপি প্রার্থীদের তালিকা ঘোষনা করেছিলেন। এর মধ্যে দিনাজপুর ২ ( বিরল- বোচাগঞ্জ) আসনে সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম রয়েছে৷ দলের ওই মনোনয়নের বিরোধিতা করছেন মনোনয়ন প্রত্যাশি বঞ্চিতরা। তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। মনোনয়ন প্রত্যাশিদের সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ভার্চুয়ালি মিটিং করেছিলেন। তখন সবাই অঙ্গিকার করেছিল দল মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে একযোগে সবাই কাজ করবেন। এর আগে দিনাজপুর ২ আসনে সাদিক রিয়াজ চৌধুরী ২০১৮ সালে দলের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু এবার দলের মনোনয়ন প্রত্যাশী বঞ্চিতরা তার বিরুদ্ধাচারন করছেন।
সংবাদ সম্মেলন শেষে খন্ড খন্ড মিছিল বের করেন দলীয় প্রার্থীকে বিজয়ী করতে বিভিন্ন শ্লোগান দেন নেতাকর্মীরা।
##

Hossain Mahmud
8 צפיות · לִפנֵי 3 חודשים

⁣স্লোগান মাস্টার আনিসুর রহমান তালুকদার খোকন
মাদারীপুর কালকিনি ৩ আসনের এমপি মনোনীত প্রার্থী

SHARIF MIA
10 צפיות · לִפנֵי 3 חודשים

⁣নির্বাচন বানচাল ও পেছানোর চক্রান্ত চলছে,
যা কোনোভাবেই মেনে নেবে না বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও বিএনপির মনোনীত ঢাকা ১৯ আসনের প্রার্থী ডা. মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
রবিবার বিকেলে তারাপুর মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাভার পৌরসভা, সাভার থানা ও আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় বক্তারা আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করবার কথা বলেন এবং সবার কাছে ধানের শীষে ভোট চান।
এ সময় মিছিল স্লোগানে মুখোরিত পুরো সভা চত্বরে বিপুল পরিমান নেতা-কর্মীদের উপস্থিতিতে আলোচনা সভাস্থল জনসভায় রুপ নেয়।
সাভার পৌর সভার বিএনপির সভাপতি খন্দকার শাহ্ মাইনুল হোসেনের (বিল্টু) সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ঢাকা ১৯ আসনের প্রার্থী ডা. মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী মো. জামাল উদ্দিন, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. কফিল উদ্দিন। ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম। যুবদল নেতা শাওন সরকারসহ অন্যান্য নেতারা।

সালমান বিশ্বাস
7 צפיות · לִפנֵי 3 חודשים

নিজ দলীয় গ্রুপিং এর ভেদাভেদ ভুলে প্রতীকের পক্ষে একত্র হয়ে কাজ করতে হবে

মিজানুর রহমান খান------

Nazmul Mia
12 צפיות · לִפנֵי 3 חודשים

⁣শেরপুর-১ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃবিবেচনার দাবীতে শফিকুল ইসলাম মাসুদের সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Shahajan Hoshian
9 צפיות · לִפנֵי 3 חודשים

গাবুরা ইউনিয়নের ভাঙ্গন পরিদর্শন করেছেন সাবেক এমপি গাজি নজরুল ইসলাম

মোঃশরিফ হোসেন
14 צפיות · לִפנֵי 3 חודשים

⁣চাঁদপুরের ফরিদগঞ্জে এমএ হান্নানকে ধানের শীষ প্রতীক দেওয়ার দাবিতে মশাল মিছিল।

Bidhan Das
13 צפיות · לִפנֵי 3 חודשים

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের কয়েকটি রাজনীতিক দল সনদ ও গণভোটের কথা বলছে। আমরা বলছি গণভোট ও জাতীয় নির্বাচন একই সময়ে হবে। উপস্থিত ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা সত্যি করে বলেন তো, সনদ ও গণভট নিয়ে আপনারা কি বুঝেন? বুঝেন না। সাধারণ মানুষ সনদ, গণভোট বুঝেনা, এসব বুঝে উচ্চ শিক্ষিত মানুষজন, আমেরিকা থেকে কিছু লোক এসে আমাদের উপর গণভোট ও সনদ চাপাচ্ছে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৭নং জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নিজের সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আমি ১৯৯১ সাল থেকে নির্বাচন করছি। কখনো হেরেছি কখনো জিতেছি। আপনাদের ছেড়ে কখনো যাইনি। গত ১৫ বছর কোন নির্বাচন করতে পারিনি। যে সরকারটা ছিলো তারা আমাদের নির্বাচন করতে দেয়নাই। সামনে নির্বাচন আসতেছে এবারে আপনারা আপনাদের লোককে ভোট দিবেন।

বিএনপির এই শীর্ষ নেতা ও ঠাকুরগাঁও-১ আসনের দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সবার কাছে শেষ বারের মতো ভোট চান এবং শেষ নির্বাচন করে আমৃত্যু মানুষের সাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন ১৭নং জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

Md Faysal
7 צפיות · לִפנֵי 3 חודשים

বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা 16 আসনের জননেতা জনাব আমিনুল হক ভাইয়ের সালাম নিন ধানের শীষ মার্কায় ভোট দিন।
এই স্লোগান নিয়েই সামনে এগিয়ে যাচ্ছেন ৫ নং ওয়ার্ড পল্লবী থানা যুবদল এর নেতা কর্মীরা।

Salahuddin Ahmed
19 צפיות · לִפנֵי 3 חודשים

দিনাজপুর ২ ( বিরল- বেচাগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার গতকাল শনিবার নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে মোটর সাইকেল বহরে শো- ডাউন করেছেন সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। শহরতলীর কাঞ্চন মোড়ে এশিয়া ফিলিং ষ্টেশন চত্তরে জোড় হয়ে নির্বাচনী এলাকায় ভোটারদের দৃষ্টি আকর্ষনে ছুটে চলে মোটর সাইকেলের বহর। এসময় একটি ট্রাকে চড়ে হাত নাড়েন বিএনপির প্রার্থী পিনাক।

Monsur Alam
8 צפיות · לִפנֵי 3 חודשים

⁣জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মমতাজ মিয়ার হাটে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত


Md Hamidul Islam
9 צפיות · לִפנֵי 3 חודשים

⁣গলাচিপা–দশমিনা এলাকায় সর্বস্তরের জনসাধারণের দাবি—এবার কেন্দ্রীয় সিদ্ধান্ত নয়, স্থানীয় জনগণের একক মতামতের ভিত্তিতে হাসান মামুনকে এমপি হিসেবে দেখতে চান তারা। জনমানুষের এই ঐক্যবদ্ধ অবস্থান আসন্ন নির্বাচনে নতুন আলোচনা তৈরি করেছে।

MD IMRAN MUNSHI
16 צפיות · לִפנֵי 3 חודשים

⁣ঝালকাঠি-২ আসনে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে ঘিরে দলীয় কোন্দল ও ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে এই আসনে, যা নলছিটি ও ঝালকাঠি সদর এলাকা নিয়ে গঠিত, দলের অভ্যন্তরীণ ব্যাপারে বিভাজনের একটি উদ্রেক দেখা গেছে। ইসরাত সুলতানা সম্প্রতি যখন তার মনোনয়ন লাভ করলেন, দলের বেশ কিছু মহল থেকে তীব্র আপত্তি উঠে আসতে শুরু করেছে। যা তাকে ঘিরে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সঙ্গে যুক্ততা এবং দীর্ঘ সময় দলের কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশ না নেয়ার অভিযোগকে কেন্দ্র করে বিস্তৃত হয়েছে। দলের মধ্যে বিভিন্ন সময়ে সংকটময় পরিস্থিতিতে তার অনুপস্থিতি এবং নিষ্ক্রিয়তার প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা।

এরপর মনোনয়নপ্রাপ্তির পর থেকেই অন্যান্য প্রার্থীরাও প্রশ্ন তুলেছেন; যেমন জেবা আল আমিন ও অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, তারা দলের দুঃসময়ে ইসরাত সুলতানার কোথায় ছিলেন তা জানতে চেয়েছেন। এছাড়াও, তার বিরুদ্ধে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেয়ার অভিযোগও উঠেছে, যা পরিস্থিতি আরো উত্তপ্ত করে তুলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের একটি বড় অংশের ক্ষোভ দেখা যাচ্ছে, যেখানে তারা দাবি করছেন যে ইসরাত সুলতানার গত পাঁচ বছরে কোনো কার্যকরী ভূমিকা ছিল না। নেতাকর্মীরা এই মনোনয়নকে বোধগম্য করতে পারছেন না এবং তাদের ভাষায় এমন ব্যক্তি দলের জন্য ক্ষতিকর হতে পারে।

এছাড়াও, ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: শাহিন হোসেন তার ক্ষোভ সামাজিক মাধ্যমের মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন যে ২০০১-২০০৬-এ ইসরাত সুলতানা কোথাও ছিলেন না এবং দলের প্রতি নিঃস্বার্থ ত্যাগই তাদের গুরুত্বপূর্ণ গুণ বলে না উল্লেখ করে, ২০০৮ সালের নির্বাচনে লঞ্চে পালানোসহ নানা আপত্তিজনক ব্যবস্থা গ্রহণ করেছেন। দলের পরীক্ষিত নেতারা এসব ঘটনায় গভীর হতাশা প্রকাশ করছেন এবং তাই এই মনোনয়নের পুনর্বিবেচনা করার তাগিদ দিচ্ছেন। তাদের মতে, দলের প্রকৃত ত্যাগী নেতাদের অবহেলা করে এমন কাউকে মনোনয়ন দেওয়া মারাত্মক ভুল হতে পারে, যা সংগঠনের ভবিষ্যতকে প্রভাবিত করতে পারে।

Asraful Alam
3 צפיות · לִפנֵי 3 חודשים

ঢাকা-৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের শোডাউনে জনস্রোত, নেতৃত্বে মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী

ঢাকা, ৮ নভেম্বর ২০২৫ — আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা মার্কা)-এর পক্ষ থেকে এক বর্ণাঢ্য নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টার দিকে দলের প্রার্থী মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী-এর নেতৃত্বে এই শোডাউন শুরু হয়।

প্রচারণার শুরু হয় শ্যামপুর থেকে, এরপর পর্যায়ক্রমে যাত্রাবাড়ি (আংশিক), মীরহাজিরবাগ, ধোলাইপাড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। শোডাউনে দলীয় কর্মী-সমর্থক ছাড়াও স্থানীয় সাধারণ মানুষও অংশ নেয়। অনেকেই দলীয় পতাকা ও হাতপাখা মার্কার ব্যানার হাতে নিয়ে স্লোগান দেন—
“হাতপাখায় ভোট দিন, শান্তির বাংলাদেশ গড়ুন!”

গণমিছিলের সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দলীয় কর্মীরা লিফলেট বিতরণ করেন এবং ঘরে ঘরে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শ তুলে ধরেন। উপস্থিত জনতার মুখে শোনা যায়,
“অনেক মার্কা দেখা হলো, এবার হাতপাখায় ভোট দিয়ে শান্তি লাভ করতে হবে।”

শোডাউনের কারণে কিছু স্থানে হালকা যানজটের সৃষ্টি হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা তা অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে নিয়ন্ত্রণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শোডাউন নির্বাচনী মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপস্থিতি আরও সুদৃঢ় করেছে। জনসাধারণের অংশগ্রহণ ও উৎসাহ দলটির পক্ষে এক ইতিবাচক বার্তা বয়ে এনেছে।

Monsur Alam
8 צפיות · לִפנֵי 3 חודשים

⁣ধানের শীষে ভোট দিতে ঐক্যের আহ্বান ভিপি জয়নাল আবেদিনের,,,


Mosaraf azad Monsur
5 צפיות · לִפנֵי 3 חודשים

কক্সবাজার জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল মিছিল উত্তর সমাবেশে অনুষ্ঠিত।

Md Hamidul Islam
9 צפיות · לִפנֵי 3 חודשים

⁣হাসান মামুনকে কেন্দ্র করে স্লোগানে-স্লোগানে মুখরিত হয়ে ওঠে গলাচিপা। হাজার হাজার মানুষের ঢলে শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমাবেশ ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

Md Hamidul Islam
10 צפיות · לִפנֵי 3 חודשים

⁣ঐতিহাসিক সংহতি দিবস উপলক্ষে গলাচিপায় মনোনয়নপ্রত্যাশি হাসান মামুনের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচি জনস্রোতে রূপ নেয়। স্লোগানে–স্লোগানে মুখরিত পুরো এলাকা উৎসবের আমেজ সৃষ্টি করে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের বিশাল উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

Abu Rayhan
12 צפיות · לִפנֵי 3 חודשים

⁣দিনাজপুর-২( বিরল বোচাগঞ্জ) আসনে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর মনোনয়ন পুনর্বিবেচনার জন্য গণবিক্ষোভ অনুষ্ঠিত।

MD IMRAN MUNSHI
8 צפיות · לִפנֵי 3 חודשים

​ঝালকাঠি:
ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ঝালকাঠি জেলা বিএনপি এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত এই র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।


​র‍্যালি শেষে এক সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপি'র সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এ্যাডঃ শাহাদাৎ হোসেন। তিনি বলেন, এই দিনটি সিপাহী-জনতার ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন। তিনি নেতাকর্মীদের ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।


​কাঠালিয়া:
এদিকে, একই দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলাতেও সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকতের নেতৃত্বে একটি বর্নাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।
​এই র‍্যালিতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা তৃণমূল পর্যায়ে দিবসটির গুরুত্ব ও দলের সংহতি প্রকাশ করে। বক্তারা শহীদ জিয়ার নীতি ও আদর্শ অনুসরণ করে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Md Mutasim Billah Bayzid
9 צפיות · לִפנֵי 3 חודשים

⁣এখনও জামালপুর-৩ এর বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় গণ সংযোগ করছেন সাদিকুর ইসলাম সিদ্দিকী।

Salahuddin Ahmed
13 צפיות · לִפנֵי 3 חודשים

⁣দিনাজপুর ২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার > দিনাজপুরের ২ ( বিরল-বোচাগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আজ শুক্রবার দ্বিতীয় দিনের মত বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপির তৃণমুলের নেতাকর্মীসহ হাজার হাজার নারী পুরুষ । কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নেন বয়োবৃদ্ধ সমর্থকরা। এসময় রাস্তার উপর শুয়ে বিক্ষোভ করেন তারা। একই দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।

দিনাজপুর ২ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে সাদিক রিয়াজ পিনাক চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষনা করায় ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমুলের নেতাকর্মী সমর্থকেরা। গতকাল এবং দ্বিতীয় দিনে রাজপথ মাতিয়ে তোলেন দলের নেতাকর্মীরা।
গত ১৫ বছরে দলের দুর্দিনে পিনাকের নিষ্ক্রীয় ছিলেন বলে অভিযোগ তুলেছেন বিক্ষোভকারিরা। আওয়ামী লীগ সরকার আমলে হাজার হাজার নেতাকর্মী গায়েবী মামলা হাজতবাসসহ হয়রানীর শিকার হলেও পিনাক চৌধুরী ছিলেন ধরা ছোয়ার বাইরে। তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পরিবারের সাথে তার মামা ভাগ্নে সম্পর্ক বলে অভিযোগ তুলে তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিচ্ছেন তৃণমুলের নেতাকর্মীরা। মনোনয়ন বোর্ড প্রার্থী হিসেবে তার নাম ঘোষনা করায় ক্ষোভে ফুসছেন তারা।
ঘোষিত মনোনয়নের প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজপথে নেমেছেন তারা। আজ শুক্রবার দুপুরে বিরলে বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন শেষে মৌন মিছিল বের করেন তারা। মিছিল শেষে একই মঞ্চে বক্তব্য দেন দলের মনোনয়ন প্রত্যাশি বিএনপি'র জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিরলের সাবেক উপজেলা চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশিদ কালু, জেলা কমিটির সহসভাপতি মোজাহারুল ইসলাম এবং জেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলামসহ অন্যান্যরা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর পরিবর্তে ওই তিনজনের মধ্যে যে কোন একজনকে প্রার্থী ঘোষনার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় নিশ্চিত আসনটি হারানোর আশংকা করছেন তারা।
###

হাসিনুজ্জামান মিন্টু,,
6 צפיות · לִפנֵי 3 חודשים

⁣ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুর রহমান জাহিদ অসুস্থ, উন্নত চিকিৎসার জন্য ঢাকায়


ঠাকুরগাঁও প্রতিনিধি,
হাসিনুজ্জামান মিন্টু,,


ঠাকুরগাঁও-৩(পীরগঞ্জ-রাণীশকৈল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জনপ্রিয় রাজনৈতিক নেতা মোঃ জাহিদুর রহমান জাহিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। স্বাস্থ্যগত জটিলতা দেখা দিলে বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে দ্রুত দিনাজপুরের একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, তাঁর শারীরিক অবস্থার কিছু সমস্যা দেখা দেওয়ায় দ্রুত পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে।

নেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে পীরগঞ্জ ও রাণীশংকৈলসহ ঠাকুরগাঁও জুড়ে দোয়া ও প্রার্থনার আবহ তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সকলের প্রার্থনা—
আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করে আবারও জনগণের মাঝে ফিরিয়ে দেন।

Md Hamidul Islam
11 צפיות · לִפנֵי 3 חודשים

⁣“গাজী কালুর স্মরণ সভায় বক্তব্য প্রদানকালে যুবদলের আহবায়ক হাসান মাহমুদ উপস্থিত নেতাকর্মীদের আগামী ৭ই নভেম্বর জাতীয় সংহতি দিবস উদযাপনে অংশগ্রহণের জন্য দাওয়াত জানান। বক্তব্যে তিনি কর্মসূচির উদ্দেশ্য, প্রস্তুতি ও অন্যান্য দিক নিয়ে আলোচনা করেন। স্মরণ সভায় ঐতিহ্য, ইতিহাস ও সামাজিক সংহতির গুরুত্ব তুলে ধরা হয়।”
⁣“While speaking at the Gazi Kalu memorial meeting, Jubo Dal convener Hasan Mahmud invited the attending members and activists to participate in the observance of National Solidarity Day on November 7. In his remarks, he discussed the purpose, preparations, and various aspects of the upcoming program. The memorial meeting highlighted themes of heritage, history, and social unity.”

Md Hamidul Islam
18 צפיות · לִפנֵי 3 חודשים

⁣পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনকে মনোনয়ন না দেয়া পর্যন্ত স্থানীয় নেতা-কর্মীদের আন্দোলন অব্যাহত রয়েছে। জনগণের দাবিতে চলছে প্রতিবাদ, সভা ও সমাবেশ। জানুন সর্বশেষ আপডেট ও আন্দোলনের খবর এখনই।

Abdullah Ibne Khalid
7 צפיות · לִפנֵי 3 חודשים

জুলাই সনদের আইনী স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামী র বিক্ষোভ মিছিল

Md Munna
18 צפיות · לִפנֵי 3 חודשים

রামগতিতে সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান কে মনোনয়নের দাবিতে বি-ক্ষোভ মিছিল।

Md Hamidul Islam
18 צפיות · לִפנֵי 3 חודשים

⁣পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি নেতা হাসান মামুনকে মনোনয়ন দেওয়ার দাবিতে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে মিছিল করেছেন। স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে দাবি জানিয়েছেন— সংগঠনের প্রতি হাসান মামুনের অবদান ও জনপ্রিয়তা বিবেচনায় তাকেই প্রার্থী করা হোক।
নেতাকর্মীরা জানিয়েছেন, এ আন্দোলন চলমান থাকবে এবং প্রতিদিন বিকালে মিছিল করা হবে। প্রয়োজনে অনশন কর্মসূচিও পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

Md Uzzal Mia
5 צפיות · לִפנֵי 3 חודשים

ময়মনসিংহ-৩ আসনের মনোনয়ন এর দাবিতে বিক্ষোভ ও অগ্নিসংযোগ।

Md Hamidul Islam
19 צפיות · לִפנֵי 3 חודשים

⁣পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি নেতা হাসান মামুনকে মনোনয়ন দেওয়ার দাবিতে সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে মিছিল করেছেন। স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন। অংশগ্রহণকারীদের দাবি— এলাকায় সংগঠনের প্রতি হাসান মামুনের অবদান ও জনপ্রিয়তাই তাঁকে এই আসনের সবচেয়ে উপযুক্ত প্রার্থী হিসেবে প্রমাণ করেছে।

Md Uzzal Mia
8 צפיות · לִפנֵי 3 חודשים

⁣১৪৭ ময়মনসিংহ -৩ গৌরীপুর আসনের ধানের শীষের মনোনয়নের প্র*তি*বাদে আন্তনগর ট্রেন অবরোধ করে বি*ক্ষো*ভ মিছিল করে হিরণ ভক্তরা...

MD IMRAN MUNSHI
9 צפיות · לִפנֵי 3 חודשים

ঝালকাঠি ( কাঁঠালিয়া):
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠি ১ এর আওতাধীন কাঠালিয়ার ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে একটি নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম আজম সৈকত। আবেগঘন বক্তব্যে তিনি দলীয় ঐক্যের উপর জোর দেন এবং চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ও এর শেল্টার দেওয়া নেতাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।

সভায় বক্তব্য প্রদানকালে গোলাম আজম সৈকত দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার সময়কার ঘটনা স্মরণ করে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েন। তিনি জানান, সেই কঠিন সময়ে তাঁকে তিনবার গুলিবিদ্ধ হতে হয়েছিল এবং তাঁকে জেল-জুলুম সহ্য করতে হয়েছে। এই কঠিন সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, "দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল যাকে মনোনয়ন দেবে, আমি তার পক্ষেই কাজ করার জন্য সর্বাত্মক প্রয়াস চালাব।" তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতিও একই মনোভাব বজায় রেখে 'ধানের শীষ' প্রতীকের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।

এই সভায় জনাব সৈকত চাঁদাবাজ, দখলবাজি, টেন্ডারবাজি এবং এর সাথে যুক্ত নেতাদের বিরুদ্ধে 'শক্ত আওয়াজ' তোলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে দলের মধ্যে এই ধরনের অপকর্মের কোনো স্থান নেই এবং যারা এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিই দলের লক্ষ্য।

'ধানের শীষে ভোট দিন' স্লোগানটি সভায় আগতদের মধ্যে নির্বাচনী উদ্দীপনা সৃষ্টি করে। সভায় আরও উপস্থিত ছিলেন:প্রধান বক্তা: জনাব গোলাম আজম সৈকত।

আলোচকবৃন্দ: জনাব মো: মিজানুর রহমান আকন , জনাব জাকির হোসেন কিসলু সিকদার, জনাব খাইরুল আলম খোকন,জনাব গোলাম কবির,রেজাউল করিম,জনাব মো:বাদল হাওলাদার, আব্দুল মালেক তালুকদার,জনাব জাকির হোসেন পান্না মুন্সি ,জনাব লিনা পারভীন,জনাব ফজলুল হক, জনাব মো: কাইয়ুম হাওলাদার ,জনাব মো: মোশাররফ হোসেন,আয়োজনে: ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।
উপস্থিত বক্তারাও তাদের বক্তব্যে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

Rakibul Islam
6 צפיות · לִפנֵי 3 חודשים

⁣বিএনপি প্রার্থী টুকু ধানের শীষের প্রতীক পাওয়ায় ছোনগাছায় আনন্দ মিছিল

Monsur Alam
11 צפיות · לִפנֵי 3 חודשים

⁣লেমুয়া, ফেনী, বিএনপি, তারেক রহমান, ৩১ দফা, লিফলেট বিতরণ, ধানের শীষ, ফেনী সদর, ফেনী রাজনীতি, জাতীয় নির্বাচন, ফেনী বিএনপি, লেমুয়া ইউনিয়ন বিএনপি, স্বদেশ কণ্ঠ

Abdullah Ibne Khalid
5 צפיות · לִפנֵי 3 חודשים

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বিএনপি সম্ভাব্য ২৩৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে এই তালিকায় স্হান পায়নি সাবেক সাংসদ সদস্য ও খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর নাম

Rabiul Alam
8 צפיות · לִפנֵי 3 חודשים

মনোনয়ন না দেওয়ায় কুমিল্লা -৬ আসনে আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকদের বিক্ষোভ,, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

Rabiul Alam
3 צפיות · לִפנֵי 3 חודשים

⁣হাজী ইয়াছিনকে মনোনয়ন বঞ্চিত করায় কুমিল্লা নগরীতে বিক্ষো'ভ

Al Mamun Gazi
11 צפיות · לִפנֵי 3 חודשים

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৮৮ যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া) পরিবর্তনের অঙ্গীকারে জননেতা মশিয়ার রহমান মশি

Al Mamun Gazi
7 צפיות · לִפנֵי 3 חודשים

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৮৮ যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া) পরিবর্তনের অঙ্গীকারে জননেতা মশিয়ার রহমান মশি

Monsur Alam
13 צפיות · לִפנֵי 3 חודשים

⁣ফেনী সদর উপজেলার ৯নং লেমুয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মশিউর রহমান বিপ্লব।

‎এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও ওলামা দলের নেতৃবৃন্দ।

Md Hamidul Islam
17 צפיות · לִפנֵי 3 חודשים

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মিছিল। শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মঞ্চে এসে শেষ হয়।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত যুব সমাজই দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে।

Md Hamidul Islam
12 צפיות · לִפנֵי 3 חודשים

⁣গলাচিপায় জাকের পার্টির শান্তি ও স্থিতিশীলতার আহবানে সাংগঠনিক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের চেয়ারম্যান ও শীর্ষ নেতৃবৃন্দ দেশব্যাপী ঐক্য, মানবিকতা ও স্থিতিশীল সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

MD IMRAN MUNSHI
9 צפיות · לִפנֵי 3 חודשים

​শৌলজালিয়া ইউনিয়নের সকল বাজারে সেলিম রেজার পক্ষে যুবদল ও বিএনপি নেতাদের ব্যাপক লিফলেট বিতরণ
​কাঁঠালিয়া (ঝালকাঠি): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র মেরামতের ৩১ দফার' রূপরেখা জনগণের কাছে পৌঁছে দিতে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
​যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার পক্ষে এই প্রচার কার্যক্রমে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।

নেতাকর্মীরা শৌলজালিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান, বাজার ও ফেরিঘাটসহ প্রায় সকল এলাকায় গণসংযোগ করেন। এর মধ্যে উল্লেখযোগ



​শৌলজালিয়া ইউনিয়নের সকল বাজারে সেলিম রেজার পক্ষে যুবদল ও বিএনপি নেতাদের ব্যাপক লিফলেট বিতরণ
​কাঁঠালিয়া (ঝালকাঠি): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র মেরামতের ৩১ দফার' রূপরেখা জনগণের কাছে পৌঁছে দিতে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
​যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার পক্ষে এই প্রচার কার্যক্রমে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।



​নেতাকর্মীরা শৌলজালিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান, বাজার ও ফেরিঘাটসহ প্রায় সকল এলাকায় গণসংযোগ করেন। এর মধ্যে
​কচুয়া
​কচুয়া ফেরিঘাট
​শৌলজালিয়া খেয়াঘাট
​শৌলজালিয়া বাজার
​হক্কোনূর দরবার শরীফ
​সেন্টারের হাট
​দোগনা বাজার
​মোল্লার হাট
​বিনাপানি বাজার
​বান্দাকাটা বাজার
​গণসংযোগকালে উপস্থিত ছিলেন শৌলজালিয়া ইউনিয়ন যুবদলের নেতা আব্দুল্লাহ আল মাসউদ (রুবেল) (সাবেক ৬নং ওয়ার্ড যুবদল), মো. মাইনুল ইসলাম (সাবেক সভাপতি, শৌলজালিয়া ইউনিয়ন ছাত্রদল), মো. জাহিদুল ইসলাম আকাশ খান (সাবেক প্রচার সম্পাদক, শৌলজালিয়া ইউনিয়ন ছাত্রদল) প্রমুখ।​এছাড়াও, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে সালাম সিকদার, মনির ঘরামি সহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
​প্রচারণা চলাকালীন নেতৃবৃন্দ উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, তাঁরা সকলেই বিএনপি-এর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। পাশাপাশি তাঁরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন যে, দল যাকে মনোনয়ন দেবে, সকলেই ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীর পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন।
​নেতৃবৃন্দ তারেক রহমান ঘোষিত ৩১ দফার রূপরেখা থেকে একটি জনবান্ধব দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। গণসংযোগে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানা যায়।

Monsur Alam
17 צפיות · לִפנֵי 3 חודשים

⁣‎“রাজনীতি, নির্বাচন ও ফেনীর ভবিষ্যৎ – একান্ত সাক্ষাৎকারে গাজী হাবিবুল্লাহ মানিক”

Nazrul Islam
6 צפיות · לִפנֵי 3 חודשים

⁣নিজস্ব প্রতিবেদক ॥ কুতুবদিয়া (কক্সবাজার)
কুতুবদিয়া সরকারি হাসপাতালে রোগীর উপর হামলার ঘটনায় আসামিদের গ্রেফতার না হওয়া এবং উল্টো বাদী পক্ষকে হুমকি-হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার (৩০ অক্টোবর ২০২৫) সকালে কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে হামলার শিকার রোগীর পরিবার লিখিত বক্তব্যে বলেন, ১৬ অক্টোবর ২০২৫ তারিখে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় একদল সন্ত্রাসী প্রকাশ্যে হামলা চালিয়ে তাদের স্বজনকে কুপিয়ে গুরুতর জখম করে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পরপরই কুতুবদিয়া থানায় মামলা দায়ের করা হলেও দুই সপ্তাহ পার হয়ে গেলেও কোনো আসামীকে পুলিশ গ্রেফতার করেনি। বরং আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদী পক্ষকে উল্টো নানাভাবে হুমকি দিচ্ছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, হামলাকারীরা স্থানীয় যুবদল নেতা হওয়ায় পুলিশ ইচ্ছাকৃতভাবে মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এমনকি মামলার তদন্তকারী কর্মকর্তাও বাদীকে ভয়ভীতি দেখিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, “আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। অন্যথায় আমরা রাস্তায় নেমে আন্দোলনে বাধ্য হবো।”
এ সময় স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

Nazrul Islam
10 צפיות · לִפנֵי 3 חודשים

⁣নিজস্ব প্রতিবেদক ॥ কুতুবদিয়া (কক্সবাজার)
কুতুবদিয়া সরকারি হাসপাতালে রোগীর উপর হামলার ঘটনায় ১৪ দিন অতিক্রম হলেও এখনো পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বরং মামলার বাদী পক্ষ অভিযোগ করেছেন, হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।
ঘটনাটি ঘটে ১৬ অক্টোবর ২০২৫ তারিখে কুতুবদিয়া সরকারি হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন হাসপাতালে ভর্তি এক রোগীর উপর একদল দুর্বৃত্ত প্রকাশ্যে হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাটির পরপরই ভুক্তভোগীর পক্ষ থেকে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করা হয়।
তবে দুই সপ্তাহ পার হলেও কোনো আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী ও স্থানীয়রা। তারা অভিযোগ করেন, হামলাকারীরা স্থানীয় যুবদল নেতা হওয়ায় পুলিশ ইচ্ছাকৃতভাবে অভিযানে গড়িমসি করছে। বরং মামলার তদন্তকারী কর্মকর্তা বাদী পক্ষকে উল্টো ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
মামলার বাদী একাধিক স্থানীয় সংবাদকর্মীকে জানান, “আমরা ন্যায়বিচার চাই। কিন্তু এখন উল্টো আমাদের পরিবারকে হয়রানি করার চেষ্টা চলছে। হামলাকারীরা এলাকায় প্রকাশ্যে ঘুরছে, অথচ পুলিশ নীরব।”
এ বিষয়ে কুতুবদিয়া থানার ওসির বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Abdul Kadir
17 צפיות · לִפנֵי 3 חודשים

⁣চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারীর মনোনয়ন প্রত্যাসার সমর্থনে ও রাষ্ট্র কাঠামো নির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ৩১দফার সমর্থনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির নেতাকর্মীরা মিছিল সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

Belhaj Badhon
12 צפיות · לִפנֵי 3 חודשים

নাটোরে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটিয়ে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন জামায়াতে ইসলামী’র এমপি প্রার্থী

Belhaj Badhon
8 צפיות · לִפנֵי 3 חודשים

নাটোরের বড়াইগ্রামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনসভা

জাকারিয়া রানা
55 צפיות · לִפנֵי 3 חודשים

জাকারিয়া রানা
জেলা প্রতিনিধি
পটুয়াখালী।
মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আরিফুল ইসলাম সিফাতের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ও বর্ণাঢ্য মিছিল।
মিছিলটি শুরু হয় মাধবখালী বাজার এলাকা থেকে এবং ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন, যাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্র, অধিকার ও আদর্শের রাজনীতি করে এসেছে। আরিফুল ইসলাম সিফাতের মতো তরুণ নেতৃত্বের মাধ্যমে মাধবখালী ইউনিয়নের ছাত্রদল আরও সংগঠিত ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় আরিফুল ইসলাম সিফাত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন,

> “ছাত্রদল আমাদের আত্মার সংগঠন — এখানে দায়িত্ব নয়, রয়েছে ভালোবাসা ও ত্যাগের অঙ্গীকার।”



পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও ছাত্রদলের প্রতি নেতাকর্মীদের অগাধ ভালোবাসার প্রকাশ।

Atiqur Rahman
19 צפיות · לִפנֵי 3 חודשים

বরগুনার ঢলুয়াতে ২-গ্রামের শতাধিক সনাতন ধর্মাবলম্বীদের নজরুল ইসলাম মোল্লার হাত ধরে বিএনপিতে যোগদান,

IBRAHIM SHEAK
14 צפיות · לִפנֵי 3 חודשים

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীউপলক্ষে ঝিনাইদহ কালিগঞ্জ-৪ নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে বর্ণাঢ্য রেলি শোভাযাত্রা। এ যেন এক হ্যামিলনের বাঁশিওয়ালা তার ডাকে সাড়া দিয়ে প্রতিটা ইউনিয়ন ওয়ার্ড ভিত্তি গ্রাম সমস্ত নেতা কর্মী ছুটে আসে, উপস্থিত থাকেন হাজার হাজার,সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতা কর্মী।
ভালোবাসার বহিঃপ্রকাশ। জনতার ঢল। কালিগঞ্জে ইতিহাস সৃষ্টি করলেন ঝিনাইদহ ৪ আসনের গণ মানুষের নেতা মোঃ সাইফুল ইসলাম ফিরোজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কার্যালয় নিমতলা বাস স্ট্যান্ড নামক স্থান থেকে রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করেন, তিনি বক্তব্য রাখেন । বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ৩০০আসনের প্রার্থী দের ডেকে নির্দেশনা দিয়েছেন আমরা যেখানে যে অবস্থানেই থাকি না কেন, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঝিনেদা কালিগঞ্জ সহ সারা বাংলাদেশে আমরা যারা বিএনপির পরিবার সাথেআছি ধানের শিষের পথিকের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা, দিয়েছে।

আই নিউজ বিডি ডেস্ক
8 צפיות · לִפנֵי 3 חודשים

⁣১৭ বছরের সংগ্রামের প্রতীক — বিএনপির তৃণমূলের ভরসা জাকির

Md Hamidul Islam
15 צפיות · לִפנֵי 3 חודשים

⁣গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুহাম্মদ আলী জিন্নাহ বলেছেন, “পত্রিকা পাবেন না, বড়জোর ফটোকপি—এক কোনা দিয়া নিতে পারেন।” তাঁর এই মন্তব্যে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটে এমন মন্তব্যের নানান ব্যাখ্যা উঠে এসেছে সচেতন মহলে।

Al Mamun Gazi
12 צפיות · לִפנֵי 3 חודשים

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর ৪ আসনের গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব

Hujaifa Islam
36 צפיות · לִפנֵי 3 חודשים

বাউফল উপজেলা যুবদল নেতা মুজাহিদ মুন্সি নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল শোভাযাত্রা।

Rabiul Alam
20 צפיות · לִפנֵי 3 חודשים

⁣যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আনন্দ ⁣র‍্যালি

Md Hamidul Islam
11 צפיות · לִפנֵי 3 חודשים

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মিছিল। ৬নং ডাকুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. হাসান মাহমুদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মঞ্চে এসে শেষ হয়।

Abu Rayhan
12 צפיות · לִפנֵי 3 חודשים

⁣দিনাজপুরের বিরল উপজেলা জামায়াতের আমির ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ আব্দুর রশিদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Al Mamun Gazi
8 צפיות · לִפנֵי 3 חודשים

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন মো. বাকিউজ্জামান রানা

Md Arif Sheikh
7 צפיות · לִפנֵי 3 חודשים

⁣ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে “জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে” এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত


⁣নিউজ,#গোপালগঞ্জ,#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ,#বিক্ষোভ_সমাবেশ,#গোপালগঞ্জ_জেলা,#বাংলাদেশ_রাজনীতি,#ইসলামী_রাজনীতি,#গোপালগঞ্জ_আজকের_খবর,#আজকের_বিক্ষোভ,#বাংলাদেশ_নিউজ,#gopalganj_news,#islami_andolon_bangladesh,#bikkhov_samabesh,#political_news_bd,#islamic_movement,#bangladesh_politics,#news_update_bd,#gopalganj_protest,#Latest_Bangla_News

Md Hamidul Islam
21 צפיות · לִפנֵי 3 חודשים

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ৬নং ডাকুয়া ইউনিয়ন যুবদল শাখার আহ্বায়ক মো. হাসান মাহমুদ। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল সবসময় গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় কাজ করছে। আগামী দিনের আন্দোলনে দলের কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Md Hamidul Islam
7 צפיות · לִפנֵי 3 חודשים

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় অনুষ্ঠিত হয়েছে বিশাল র‍্যালি। স্থানীয় নেতাকর্মী ও হাজারো কর্মী-সমর্থকের অংশগ্রহণে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পৌর মঞ্চে। বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস তুলে ধরে সংগঠনের ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন উদ্দীপনা সঞ্চারের আহ্বান জানান।

Juwel Hossain
7 צפיות · לִפנֵי 3 חודשים

⁣সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
.
#bnp | #zobudol | #sirajganj

Atiqur Rahman
40 צפיות · לִפנֵי 3 חודשים

বরগুনায় আনন্দ উল্লাসের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত।

Al Mamun Gazi
20 צפיות · לִפנֵי 3 חודשים

⁣গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখলেন : রাশেদ

Al Mamun Gazi
15 צפיות · לִפנֵי 3 חודשים

⁣গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে নুর বিভিন্ন দলের নেতাদের কেক খাওয়াই দিচ্ছেন ।

Al Mamun Gazi
7 צפיות · לִפנֵי 3 חודשים

⁣গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা বিনিময় করছে বিভিন্ন দলের নেতারা।

Al Mamun Gazi
11 צפיות · לִפנֵי 3 חודשים

⁣হাসিনা চলে যাওয়ার পড়ে আমরা ১৪ মাস অতিক্রম করেছি আজ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক আসে নাই : আমির খসরু

Al Mamun Gazi
9 צפיות · לִפנֵי 3 חודשים

⁣আজ ২৬ অক্টোবর, তরুণ নেতৃত্বের রাজনৈতিক প্ল্যাটফর্ম গণঅধিকার পরিষদ-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী।..

হাসিনুজ্জামান মিন্টু,,
17 צפיות · לִפנֵי 3 חודשים

⁣রানীশংকৈলে হোসেনগাঁও ইউনিয়নে শ্মশানের জমি দখল নিয়ে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ ও মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩নং হোসেনগাঁও ইউনিয়নে শ্মশানের জমি অবৈধ দখলকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৫/১০/২৫ ইং তারিখে সকালে ইউনিয়নের শ্মশান এলাকার সামনে এ বিক্ষোভ ও মানববন্ধনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

Mamun Sorder
12 צפיות · לִפנֵי 3 חודשים

⁣⁣উপদেষ্টা বনাম কূটনীতিকদের ফুটবল ম্যাচে মাঠে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া

Mahfuz Bappi Khan
36 צפיות · לִפנֵי 3 חודשים

⁣বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন মহিলা দলের সাথে মতবিনিময় সভা করেছেন বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

Rakibul Islam
7 צפיות · לִפנֵי 3 חודשים

জিয়াউর রহমান সুযোগ না দিলে যুদ্ধাপরাধীরা রাজনীতি করতে পারত না- বিএনপি নেতা বাচ্চু
.
#sydurrahman | #bnp | #sirajganj

Atiqur Rahman
30 צפיות · לִפנֵי 3 חודשים

বরগুনা ১ আসনের ধানের শীষের কান্ডারী জননেতা নজরুল ইসলাম মোল্লা বরগুনা পৌর শহরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষে ভোট চান।

Md Mutasim Billah Bayzid
6 צפיות · לִפנֵי 3 חודשים

⁣উপজেলা দিবসে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক কাজী খোকন।

ইউসুফ আলী
11 צפיות · לִפנֵי 3 חודשים

⁣এনসিপির সমন্বয় সভায় দুইগ্রুপের মধ্যে সং'ঘর্ষ। শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে এনসিপি ঢাকা মহানগর এবং জেলার সমন্বয় সভায় এই সং'ঘর্ষ। নিজেদের মধ্যে মা'রা'মা'রি করে বেশ কয়েক জনের মাথা ফাটানো হয়েছে।

Shahajan Hoshian
38 צפיות · לִפנֵי 3 חודשים

৯ নম্বর বুড়ি গোয়াল ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী ছাত্রশিবির কর্তৃক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয় স্থান আট নম্বর ওয়ার্ড নীল ডুমুর খেয়াঘাট উপস্থিত থাকেন ইউনিয়ন পরিষদ ুর ইসলাম সাবেক এমপি সাতক্ষীরা চার

IBRAHIM SHEAK
44 צפיות · לִפנֵי 3 חודשים

⁣৩ নং কোলা ইউনিয়ন গাজীরবাজার আঞ্চলিক কার্যালয় প্রস্তুতি মিটিং আয়োজন করা হয় আগামী২৮ তারিখ যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
৩ নং কোলা ইউনিয়ন গাজীরবাজার দলীয় কার্যালয় প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি :-কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মনজুরুল হক খোকা।
সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতাও কালিগঞ্জ উপজেলা শাখা যুবদল নেতা মোঃ জলিল রানা।।
উপস্থাপনা করেন যুবদল নেতা মোঃ সোহেল রানা। ওখানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা জাফর মেম্বার। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতা মোঃ আতিয়ার রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মোঃ বনি। উপস্থিত ছিলেন ৩নং কোলা ইউনিয়ন যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দ।
#bnp #follower #kaligonj #jhenaidah

Nazrul Islam
15 צפיות · לִפנֵי 3 חודשים

⁣নিজস্ব প্রতিবেদক ॥
কুতুবদিয়া (কক্সবাজার)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও
কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কুতুবদিয়া উপজেলায় এক বিশাল গাড়ি শোডাউন করেছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিট
থেকে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট পর্যন্ত এ শোডাউন অনুষ্ঠিত হয়। দরবার ঘাট থেকে শুরু হয়ে
কুতুব দরবার শরীফ, ধুরুং
বাজার হয়ে বড়ঘোপ বাজার বেলাভূমিতে এসে শোডাউনটি শেষ হয়। এতে বিএনপি ও সহযোগী
অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শোডাউন শেষে তিনি বড়ঘোপের হোটেল সমুদ্র
বিলাসে রাত্রি যাপন করেন। পরের
দিন (২৩ অক্টোবর) সকালে
তিনি সাবেক এমপি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর
চৌধুরীর পিতা মরহুম হাবিবুর রহমান এবং মুরালিয়ার মরহুম জালাল আহমদ চৌধুরীর কবর
জিয়ারত করেন।

এর আগে সকালে তিনি কুতুবদিয়া কবি জসিম
উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং ‘ভোটের সালাম’ পৌঁছে দেন।

উল্লেখ্য, কুতুবদিয়া-মহেশখালী আসনে বিএনপি এখনো
চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেনি। মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ অবস্থান থেকে গণসংযোগ ও
প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Shahajan Hoshian
1 צפיות · לִפנֵי 3 חודשים

৯ নম্বর বুড়ি গোয়ালিনী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নির্বাচনী প্রচারণা

Rakibul Islam
11 צפיות · לִפנֵי 3 חודשים

ধানের শীষে ভোট মানে গণতন্ত্রের পক্ষে সিদ্ধান্ত— মির্জা মোস্তফা জামান
.
#mirzamostofa | #bnp | #sirajganj

Salahuddin Ahmed
16 צפיות · לִפנֵי 3 חודשים

⁣⁣জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট জুলফিকার হোসেন বলেছেন,পল্লী বন্ধু এরশাদ শুধু উপজেলা পরিষদই বাস্তবায়ন করেননি, বাংলাদেশের ৪৩টি মহকুমাকে জেলায় রুপান্তরিত করে দেশকে সার্বক্ষনিক ভাবে উন্নয়নের ছোয়া দিয়ে গেছেন। পল্লী বন্ধু এরশাদ যে ভাবে বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিলেন সেই সময়ের রাজনীতিবিদের তা দেখে মাথা ঘুরে গিয়েছিল। তারা ভেবেছিল পল্লীবন্ধু হোসেন মুহাম্মাদ এরশাদ একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিয়ে বাংলাদেশের মানুষকে যদি এগিয়ে নিয়ে যায তাহলে তাদের রাষ্ট্র শোষন করার সুযোগ আসবেনা,দেশের অর্থ লুটপাট করার সুযোগ আসবে না। তাই সেদিন তারা মিথ্যা আখ্যা দিয়ে এরশাদের বিরুদ্ধে মিথ্যা স্বৈরাচারের আখ্যা দিয়ে আন্দোলন করেছিল।
এরশাদের জাতীয় পার্টি এদেশের মাটি মানুষরর সাথে মিশে আছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সহজ নয়। মেনে নেওয়া হবেনা। জিএম কাদেরের নের্তৃত্বে জাতীয় পার্টিকে ক্ষমতায় এনে দেশের সাধারন মানুষকে উন্নয়নে ভাষাতে দেশবাসির প্রতি আহবান জানান।
২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে দিনাজপুরে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য দেন তিনি।

Rakibul Islam
11 צפיות · לִפנֵי 3 חודשים

⁣পথহারা গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমানের বিকল্প নেই— মির্জা মোস্তফা জামান
.
#tariquerahman | #bnp | #mirza

Nazrul Islam
21 צפיות · לִפנֵי 3 חודשים

⁣নির্বাচনের আগে দলীয় প্রশাসনের অপসারণ চান ডঃ হামিদুর রহমান আযাদ এমপি। বুধবার ২২ অক্টোবর কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে আয়োজিত মৎস্যজীবীদের সমাবেশে এ কথা বলেন তিনি।

Mamun Sorder
6 צפיות · לִפנֵי 3 חודשים

⁣আসন্ন নির্বাচনে জাকির সাহেবের প্রতি বাড়ছে সমর্থন

Juwel Hossain
35 צפיות · לִפנֵי 3 חודשים

সিরাজগঞ্জ জেলার রাজনীতিতে বিএনপির এক দৃঢ় স্তম্ভের নাম সাইদুর রহমান বাচ্চু। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও মাঠপর্যায়ের নেতৃত্বের মধ্য দিয়ে তিনি আজ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। ছাত্র রাজনীতি থেকে উঠে এসে জেলা রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন তিনি, যা আজ অনেক তরুণ নেতার জন্য প্রেরণার উৎস।

সাইদুর রহমান বাচ্চু জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জ শহরের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে। তাঁর পিতা আবুল হোসেন ছিলেন সাধারণ ব্যবসায়ী। শৈশবে পিতার মৃত্যু তাঁকে জীবনের বাস্তবতার মুখোমুখি করে তোলে। জ্ঞানদায়িনী হাই স্কুল থেকে শিক্ষা জীবন শুরু করলেও, কৈশোরে রাজনৈতিক প্রেরণাই তাঁকে ছাত্র রাজনীতির দিকে টেনে নেয়।

মাত্র ১৫ বছর বয়সে, প্রায় ১৯৭৯ সালে, তিনি ছাত্র রাজনীতিতে যুক্ত হন। ১৯৮৩-৮৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে একাধিকবার গ্রেফতার হন। উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় রাজনৈতিক মামলায় আটক থাকায় পরীক্ষায় অংশ নিতে পারেননি—কিন্তু তাতে তাঁর মনোবল ভাঙেনি।

১৯৮৮-৮৯ এবং ১৯৮৯-৯০ সালে তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। একই সময়ে ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে তিনি সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন।

১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় তিনি জেলা বিএনপির তৎকালীন নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে “বন্যার্ত তহবিল” গঠন করেন এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। এই মানবিক উদ্যোগই তাঁকে মানুষের কাছে “সংগ্রামী নেতা” হিসেবে পরিচিত করে তোলে।

পরবর্তীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ২০২৪ সালের বন্যাতেও তিনি মাঠে ছিলেন ত্রাণ ও সহায়তা কার্যক্রমে। ছাত্র আন্দোলনের “শহীদ ১০” পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করে তিনি আবারও জনমানুষের আস্থা অর্জন করেন।

২০০৩ সালে তিনি মূল দল বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন এবং একই বছর শহর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তৃণমূল পর্যায়ে তাঁর সাংগঠনিক দক্ষতা ও দুঃসময়েও নেতাকর্মীদের পাশে থাকার মনোভাব তাঁকে জেলা রাজনীতির কেন্দ্রে নিয়ে আসে।

২০০৯ সালের পর থেকে বিএনপির বিভিন্ন আন্দোলন, মিছিল ও সভা-সমাবেশে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ২০১৬ সালে তাঁকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিরও সদস্য।

দীর্ঘ রাজনৈতিক জীবনে সাইদুর রহমান বাচ্চুর বিরুদ্ধে প্রায় ৬৮টি মিথ্যা মামলা দায়ের হয়েছে বলে বিভিন্ন সংবাদসূত্রে জানা যায়। আন্দোলনের সময় তাঁকে বহুবার গ্রেফতার ও হয়রানির শিকার হতে হয়েছে।

২০১৮ সালের নির্বাচনী সময় তাঁর কিছু বক্তব্যই নেতাকর্মীদের উজ্জ্বিত করে রেখেছে। তিনি বলেছিলেন— “আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে, কিন্তু আমরা পিছু হটব না। ভোটাধিকার আদায়ের লড়াই থেকে বিএনপি কখনোই সরে দাঁড়াবে না।”

তবে রাজনৈতিক জীবন শুধুই সংগ্রামে পূর্ণ নয়; বিতর্কও তাঁকে ছাড়েনি। ২০২০ সালে এক বনভোজনে অংশ নেওয়ায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় কমিটি। তবু তিনি বলেন— “দলীয় শৃঙ্খলা আমার কাছে সর্বাগ্রে। মতবিরোধ থাকতে পারে, কিন্তু দলের ঐক্যই আমার অঙ্গীকার।”

রাজনীতিতে নিজের অবস্থান নিয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন— “আমি রাজনীতি করি জনগণের অধিকারের জন্য। আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারই আমার জীবনের লক্ষ্য। জনগণের শক্তিতেই বিএনপি টিকে আছে, জনগণের জন্যই আমরা সংগ্রাম করছি।”

সিরাজগঞ্জের তৃণমূল বিএনপি নেতাকর্মীরা তাঁকে “বাচ্চু ভাই” নামে চেনেন। সহজ-সরল জীবনযাপন, সবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও সংগঠনপ্রেম তাঁকে করেছে জনপ্রিয়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, “সিরাজগঞ্জ বিএনপি’কে টিকিয়ে রাখার পেছনে সাইদুর রহমান বাচ্চুর ভূমিকা মৌলিক। সংঘাতময় রাজনীতির মধ্যেও তিনি সংগঠন ধরে রেখেছেন।”

দলীয় পুনর্গঠন এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে তিনি আরও সুসংগঠিত বিএনপি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন “আমার লক্ষ্য পরিষ্কার— সংগঠনের ঐক্য, তৃণমূলের ক্ষমতায়ন এবং জনগণের আস্থা পুনরুদ্ধার। রাজনীতি মানে ক্ষমতা নয়, জনগণের বিশ্বাস।”

একজন সংগ্রামী রাজনীতিবিদ, সংগঠক ও সামাজিক কর্মী হিসেবে সাইদুর রহমান বাচ্চু আজ সিরাজগঞ্জ রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ত্যাগ, সাহস ও নীতির মিশেলে গড়া তাঁর রাজনৈতিক জীবন কেবল জেলা নয়, জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করেন স্থানীয় বিশ্লেষকরা।


#sydurrahmanbachchu | #bnp | #sirajganj

Monsur Alam
28 צפיות · לִפנֵי 3 חודשים

⁣আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-২ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করছেন অধ্যাপক ভিপি জয়নাল। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।


Mizanur Rahman
11 צפיות · לִפנֵי 3 חודשים

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোঃ জালাল উদ্দিন এক বিশেষ সাক্ষাৎকারে বলেন,

> “আমি নির্যাতিত ও জেলজীবন অতিক্রম করেছি শুধুমাত্র জনগণের অধিকার আদায়ের জন্য। যদি জনগণ আমাকে এমপি নির্বাচিত করে, তবে আমি কটিয়াদী-পাকুন্দিয়া অঞ্চলের কর্মসংস্থান সৃষ্টি, রাস্তাঘাটের উন্নয়ন, মানসম্মত শিক্ষা এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার নিশ্চয়তা দেব ইনশাআল্লাহ।”



তিনি আরও বলেন,

“আমি রাজনীতি করি মানুষের সেবা করার উদ্দেশ্যে, ব্যক্তিগত স্বার্থে নয়। এ এলাকার জনগণের মুখে হাসি ফোটানোই আমার একমাত্র লক্ষ্য।”

মিনহাজুল বারী
230 צפיות · לִפנֵי 3 חודשים

⁣বগুড়া-১ আসনে নির্বাচনে কি চাচ্ছে জনগন..?

Mamun Sorder
18 צפיות · לִפנֵי 3 חודשים

⁣বিচারের দাবিতে রাস্তায় জুবায়েদের সহকর্মীরা

Mamun Sorder
14 צפיות · לִפנֵי 3 חודשים

⁣জুবায়েদ হ*ত্যার প্রতিবাদে সহকর্মীদের উত্তাল মিছিল

Mamun Sorder
5 צפיות · לִפנֵי 3 חודשים

⁣জুবায়েদ হ*ত্যা সহপাঠীদের বিক্ষোভে তীব্র প্রতিবাদ

Abdullah Ibne Khalid
92 צפיות · לִפנֵי 3 חודשים

আজ সকাল ১০ টার দিকে মতিঝিল মধুমিতা সিনেমা হলের সামনে থেকে আওয়ামী লীগ এর নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় তারা শোডাউন এর প্রস্তুতি নিচ্ছিল।

Mahfuz Bappi Khan
8 צפיות · לִפנֵי 3 חודשים

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৩ আসন থেকে মনোনয়ন পেলে ও নির্বাচিত হলে এলাকার জন্য কি কি উন্নয়নমূলক কর্মকাণ্ড করবেন তা জানালেন ড.এবিএম ওবায়দুল ইসলাম।

Mizanur Rahman
9 צפיות · לִפנֵי 3 חודשים

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের বিভিন্ন বাজারে বিএনপি কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবিনামা বিষয়ক লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

উক্ত কার্যক্রমে নেতৃত্ব দেন পাকুন্দিয়া–কটিয়াদি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোঃ জালাল উদ্দিন।

⁣সাতক্ষীরার তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার

ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

Mamun Sorder
6 צפיות · לִפנֵי 3 חודשים

⁣রাজনৈতিক ও সাম্প্রদায়িক ইস্যু তৈরি করতে নারীদের ব্যবহার করা হচ্ছে

Mamun Sorder
273 צפיות · לִפנֵי 3 חודשים

⁣রহস্য ঘনাচ্ছে জুবায়েদের ম*রদে*হ উদ্ধার ঘটনায়




Showing 3 out of 4