বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০৩/০৯/২০২৪ ০২:০৬পি এম

বন্যার পর নোয়াখালীতে সাপের উপদ্রব, ১২ দিনে ২২৫ জন আহত

বন্যার পর নোয়াখালীতে সাপের উপদ্রব, ১২ দিনে ২২৫ জন আহত
নোয়াখালীর বেগমগঞ্জের মধ্য করিমপুর গ্রামের মারজাহান বেগম (১৬) গত রবিবার বিকেলে বন্যার পানি মাড়ানোর সময় সাপের ছোবলে আহত হন। সাপের ছোবলে চিৎকার দিলে প্রতিবেশীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মারজাহান অনেকটাই সুস্থ রয়েছেন।

২২ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত নোয়াখালী জেনারেল হাসপাতালে সাপের কামড়ে আক্রান্ত ২২৫ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় একাই ২৫ জন রোগী ভর্তি হয়েছেন। এভাবে এত দ্রুত রোগীর সংখ্যা বৃদ্ধির ঘটনা আগে কখনো হয়নি বলে জানান চিকিৎসকরা।

জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক নিরুপম দাশ জানান, বন্যার পানিতে সাপের উপদ্রব বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সুতরাং, সাপে কামড়ালে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, বরং দ্রুত সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া উচিত। সঠিক চিকিৎসা পেলে রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

বর্তমানে নোয়াখালীতে অতিবৃষ্টি ও উজানের পানি প্রবাহের কারণে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। জেলার নয়টি উপজেলার মধ্যে আটটি প্লাবিত হয়েছে, যা সাপে কামড়ের ঝুঁকি বাড়িয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ১৩ দিন ধরে প্রতিদিন সাপে কামড়ের রোগী হাসপাতালে আসছেন, তবে এ পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, বন্যার কারণে সাপে কামড়ের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৫ জন রোগী ভর্তি হয়েছেন, তবে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি। সবাই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ