বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০৩/০২/২০২৫ ১০:০২পি এম

সরকারের দাবি: সাম্প্রদায়িক সহিংসতার প্রমাণ নেই, ঐক্য পরিষদের তথ্য পুনরায় যাচাই

সরকারের দাবি: সাম্প্রদায়িক সহিংসতার প্রমাণ নেই, ঐক্য পরিষদের তথ্য পুনরায় যাচাই
ঢাকা, সোমবার: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দেওয়া সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জন নিহত হওয়ার তথ্যকে গুরুত্ব দিয়ে তদন্ত করলেও, একটিও ঘটনায় সাম্প্রদায়িক সহিংসতার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ সোমবার সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করেছে।

সরকারের তদন্তে মিলল ভিন্ন তথ্য
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, ঐক্য পরিষদের উল্লেখিত ২৩টি ঘটনার মধ্যে একটি সম্পর্কে কোনো তথ্য মেলেনি। বাকি ২২টি ঘটনার কারণ বিশ্লেষণ করে দেখা গেছে, এগুলোর একটিও সাম্প্রদায়িক সহিংসতার কারণে ঘটেনি।

পুলিশের তদন্ত অনুযায়ী,

৭টি ঘটনা চুরি ও দস্যুতার কারণে হয়েছে
৪টি পারিবারিক ও ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে
৩টি সাধারণ অপরাধ (যেমন ধর্ষণ, অতিরিক্ত মদ্যপানজনিত মৃত্যু ও বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ)
২টি দুর্ঘটনাজনিত মৃত্যু
২টি ব্যবসায়িক বিরোধের কারণে সংঘটিত
১টি স্থানীয় সংঘর্ষের ফলে ঘটে
১টি জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত
১টি আত্মহত্যা
এছাড়া, নিহতদের তালিকায় এমন একজনের নাম রয়েছে, যিনি গত জানুয়ারিতে আহত হয়ে পরে ডিসেম্বরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঐক্য পরিষদের দাবি ও সরকারের প্রতিক্রিয়া
এর আগে ৩০ জানুয়ারি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংবাদ সম্মেলনে দাবি করে, ২১ আগস্ট ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দেশে ১৭৪টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, যার ফলে ২৩ জন নিহত হন। তবে সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে, ঐ তথ্য বিভ্রান্তিকর হতে পারে।

আইনি ব্যবস্থা ও সরকারের অবস্থান
সরকার জানিয়েছে, এসব ঘটনায় ইতোমধ্যে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে ১৭ জন আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন বিভ্রান্তিকর প্রচারণাকে উদ্বেগজনক মনে করে। এ ধরনের প্রচার দেশের স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে বলে সরকার মনে করছে এবং সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ