বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০৪/০২/২০২৫ ১১:৫২এ এম

ভোটার তালিকা হালনাগাদে চমকপ্রদ তথ্য: ১০ লাখের বেশি মৃত ভোটার শনাক্ত!

ভোটার তালিকা হালনাগাদে চমকপ্রদ তথ্য: ১০ লাখের বেশি মৃত ভোটার শনাক্ত!
ঢাকা | ৩ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে চমকপ্রদ তথ্য উঠে এসেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ১০ লাখ ৩৯ হাজার ২২০ জন মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে!

একইসঙ্গে, নতুন করে ৩৭ লাখ ৪৫ হাজার ৭৮৪ জন নাগরিক ভোটার তালিকায় যুক্ত হতে যাচ্ছেন।

🔎 বাড়ি বাড়ি গিয়ে বিশাল তথ্য সংগ্রহ
গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে নির্বাচন কমিশন মোট ৪৭ লাখের বেশি মানুষের তথ্য সংগ্রহ করেছে। এ কার্যক্রমের শেষ দিন ছিল ৩ ফেব্রুয়ারি।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, ভোটার তালিকা আরও বিশুদ্ধ ও নির্ভুল করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন,
"রোববার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত আমরা ১০ লাখ ৩৯ হাজার ২২০ জন মৃত ভোটারের তথ্য সংগ্রহ করেছি। পাশাপাশি, নতুন ভোটার হিসেবে ৩৭ লাখ ৪৫ হাজার ৭৮৪ জনের তথ্য যুক্ত করা হয়েছে। তবে সোমবারের তথ্য যুক্ত হলে সংখ্যাটি আরও পরিবর্তন হতে পারে।"

📸 বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু ৫ ফেব্রুয়ারি থেকে
তথ্য সংগ্রহের এই ধাপ শেষ হওয়ার পর, ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা, আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ। যা ১১ এপ্রিল পর্যন্ত চলবে।

🔄 ধারাবাহিক হালনাগাদ কার্যক্রম
২০০৭-০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা চালু হওয়ার পর এটি হচ্ছে সপ্তমবারের মতো ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। এর আগে, ২০০৯-১০, ২০১২-১৩, ২০১৫-১৬, ২০১৭-১৮, ২০১৯-২০, এবং ২০২২-২৩ সালেও একই প্রক্রিয়ায় হালনাগাদ করা হয়েছিল।

✅ কেন এই হালনাগাদ গুরুত্বপূর্ণ?
✔ ভোটার তালিকা আরও নির্ভুল ও স্বচ্ছ করা
✔ ভুয়া ভোটার প্রতিরোধ করা
✔ নির্বাচন প্রক্রিয়া আরও বিশ্বাসযোগ্য করা

নির্বাচন কমিশনের এই উদ্যোগে দেশের ভোটার তালিকা আরও নির্ভুল হবে বলে আশা করা হচ্ছে। এবারের হালনাগাদ প্রক্রিয়া চলাকালীন নতুন ভোটাররা সহজেই তাদের নাম তালিকাভুক্ত করতে পারবেন এবং মৃতদের নাম সরিয়ে ফেলা হবে।

📢 আপনি কি নতুন ভোটার হয়েছেন? নাকি পরিচয় সংশোধন করতে চান? ৫ ফেব্রুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন ও নতুন কার্ড তোলার কাজ শুরু হচ্ছে! দেরি না করে নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করুন!

🔗 সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে থাকুন! 🚀

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ