বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০৪/০২/২০২৫ ১২:০৪পি এম

নিরাপত্তাহীনতায় বাউফল শিক্ষার্থীদের বিক্ষোভ, থানায় ১০০+ অভিযোগ! প্রশাসনের নীরবতায় ক্ষোভ

নিরাপত্তাহীনতায় বাউফল শিক্ষার্থীদের বিক্ষোভ, থানায় ১০০+ অভিযোগ! প্রশাসনের নীরবতায় ক্ষোভ
পটুয়াখালী প্রতিনিধি:
বাউফল উপজেলার আইনশৃঙ্খলার চরম অবনতি, ক্রমবর্ধমান সহিংসতা এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রতিবাদে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা শান্তি মিছিল, সমাবেশ এবং থানায় শতাধিক অভিযোগ দায়ের করেন।

শান্তি মিছিল ও সমাবেশে শিক্ষার্থীদের উত্তাল প্রতিবাদ
সকাল ১১টায় বাউফলের পাবলিক মাঠ থেকে বিশাল মিছিল শুরু হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও পাবলিক মাঠে ফিরে আসে। এরপর সেখানে এক উত্তাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সঞ্চালক আয়েশাতুন্নেসা বর্ষা বলেন, “আমরা আর চুপ থাকবো না। খুন, চাঁদাবাজি, দখলদারিত্ব আর সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীরা একজোট হয়েছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।”

বক্তব্য দেন সংগঠক মুনতাসির তাসরিপ, মুহাম্মদ রুহুল আমীন, ফারহান রুপাইসহ আরও অনেকে।

অভিযোগ জমা দিল শিক্ষার্থীরা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
সমাবেশ শেষে শিক্ষার্থীরা থানায় গিয়ে একযোগে শতাধিক লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, সাম্প্রতিক সহিংসতা, খুন, চাঁদাবাজি, দখলদারি ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের ঘটনায় প্রশাসনের নিরবতা আশঙ্কাজনক।

এক শিক্ষার্থী বলেন, “আমরা নিজেদের নিরাপত্তার জন্য থানায় এসেছি। প্রশাসন যদি আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়, তবে আমরাই রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলব।”

অন্যদিকে, স্থানীয় প্রশাসন আশ্বাস দিয়েছে যে তারা অভিযোগগুলো গুরুত্বসহকারে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

শিক্ষার্থীদের হুঁশিয়ারি: ‘পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর আন্দোলন’
শিক্ষার্থীরা স্পষ্ট করে বলেন, যদি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।

শান্তিপূর্ণ এই বিক্ষোভ ও কর্মসূচিতে শিক্ষার্থী ছাড়াও সাধারণ জনগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, প্রশাসনের গাফিলতির কারণেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ, দ্রুত পদক্ষেপের দাবি
স্থানীয়রা বলছেন, এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের নয়, পুরো বাউফলবাসীর দাবি। তারা আশা করছেন, প্রশাসন এবার সত্যিকার অর্থে কার্যকর পদক্ষেপ নেবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনবে।

এখন দেখার বিষয়, প্রশাসন শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে কতটা দ্রুত পদক্ষেপ নেয়, নাকি পরিস্থিতি আরও ঘোলাটে হয়!

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ