আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০২/০২/২০২৫ ০৫:৪৪পি এম
নেশার টাকার জন্য নির্মম হত্যাকাণ্ড: দুলাভাইকে হত্যা করে টাকা লুট, শ্যালক গ্রেফতার
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ঘটেছে এক ভয়াবহ হত্যাকাণ্ড। মাদকের টাকার জন্য ঘুমন্ত অবস্থায় পাথর দিয়ে মাথায় আঘাত করে নিজ দুলাভাইকে হত্যা করেছে এক মাদকাসক্ত যুবক। নিহত ব্যক্তির নাম জাফর সরদার (৩৫), তিনি পেশায় একজন পোশাককর্মী। হত্যাকাণ্ডের পর দ্রুত অভিযানে নামলে পুলিশের হাতে গ্রেফতার হয় অভিযুক্ত শ্যালক স্বপন আহম্মেদ শাওন।
ঘটনার বিবরণ
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের সরদারকান্দি গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সূত্র জানায়, গোসাইরহাট উপজেলার আলালপুর ইউনিয়নের গরিবেরচর গ্রামের বাসিন্দা স্বপন আহম্মেদ শাওন দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিল। সম্প্রতি সে আরও ভয়ংকর হয়ে ওঠে।
নবজাতক হত্যাচেষ্টার পর পারিবারিক সালিশ
শুক্রবার রাতে এক পারিবারিক সালিশ বসে স্বপনের বিরুদ্ধে। অভিযোগ ছিল, সে নিজের মাত্র ২৬ দিনের শিশুপুত্রকে গলা টিপে হত্যার চেষ্টা করেছিল। তবে পরিবারের লোকজন দেখে ফেলায় শিশুটি প্রাণে বেঁচে যায়। এই ঘটনার পর সালিশ শেষে স্বপন তার বোনের সঙ্গে দুলাভাই জাফর সরদারের বাসায় চলে আসে।
ঘুমন্ত অবস্থায় দুলাভাইকে হত্যা
শনিবার ভোরে সবাই যখন ঘুমিয়ে, তখনই ঘটে নির্মম হত্যাকাণ্ড। একই খাটে ঘুমানো জাফরের মাথায় পাথর দিয়ে বারবার আঘাত করে স্বপন। এতে ঘটনাস্থলেই মারা যান জাফর। হত্যার পর সে আলমারি ভেঙে টাকা নিয়ে পালিয়ে যায়।
মায়ের আর্তনাদ
নিহত জাফরের মা আয়েশা বেগম ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে বলেন, “নেশার টাকার জন্য আমার ছেলেকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে শাওন। আমার নির্দোষ ছেলেকে কেন এভাবে মরতে হলো? আমি এর ন্যায়বিচার চাই।”
পুলিশের তৎপরতা ও মামলার অগ্রগতি
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়েদুল হক জানান, “ঘটনার পরপরই আমরা অভিযুক্ত স্বপনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মরদেহের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।”
শেষকথা
এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিবার ও স্থানীয় বাসিন্দারা স্বপনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এমন আরও মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।