আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০২/০২/২০২৫ ১১:২৬এ এম
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক আওয়ামী লীগ নেতা! চট্টগ্রামে চাঞ্চল্যকর ঘটনা
চট্টগ্রাম: ছেলের বিয়ের আনন্দমুখর আয়োজন মুহূর্তেই রূপ নিলো চাঞ্চল্যকর ঘটনায়! চট্টগ্রামে এক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে হাজির হয় পুলিশ এবং সেখান থেকেই আটক করা হলো আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতাকে।
শনিবার (২৯ জানুয়ারি) রাতে নগরের টাইগারপাস এলাকায় অবস্থিত একটি কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ার চৌধুরীর ছেলের বিয়ে চলছিল। হঠাৎই সেখানে পুলিশের উপস্থিতি এবং একদল আন্দোলনকারীর বিক্ষোভের ফলে অনুষ্ঠানটি নাটকীয় মোড় নেয়। ফখরুল আনোয়ার চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক। তিনি সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের চাচা।
কী ঘটেছিল বিয়ের অনুষ্ঠানে?
জানা গেছে, বিয়েতে কনে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের নাতনি। অনুষ্ঠানটিতে চট্টগ্রামের ফটিকছড়ির দুই সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও খাদিজাতুল আনোয়ার উপস্থিত ছিলেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
ঠিক তখনই বৈষম্যবিরোধী আন্দোলনের একদল কর্মী সেখানে উপস্থিত হন এবং প্রতিবাদস্বরূপ শ্লোগান দিতে শুরু করেন— ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’ ও ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’! মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আটকের বিষয়টি কী বলছে পুলিশ?
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) ফয়সাল আহম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন,
“বিয়ের অনুষ্ঠান থেকে ফখরুল আনোয়ার চৌধুরীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই চলছে।”
তবে, বিয়ের অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন কিনা, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ভিডিও ভাইরাল, চাঞ্চল্য ছড়িয়েছে চট্টগ্রামজুড়ে
এই ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে আন্দোলনকারীদের শ্লোগান দিতে দেখা যাচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
সামনে কী অপেক্ষা করছে?
ফখরুল আনোয়ার চৌধুরীকে আটকের কারণ ও এর পেছনের রাজনৈতিক হিসাব-নিকাশ নিয়ে নানা গুঞ্জন চলছে। তবে প্রশাসন এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
এদিকে, এই ঘটনার পর চট্টগ্রামে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। অনেকেই ধারণা করছেন, এটি শুধুমাত্র শুরু— সামনে হয়তো আরও বড় কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছে।