বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০৪/০২/২০২৫ ১২:১৬পি এম

শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ‘মার্চ ফর জাস্টিস’ ঘোষণা ছাত্রদলের

শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ‘মার্চ ফর জাস্টিস’ ঘোষণা ছাত্রদলের
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (বিএনএসএফ) দেশব্যাপী শিক্ষার্থীদের অধিকার রক্ষায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ, ৪ ফেব্রুয়ারি, এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির উদ্দেশ্য হল, শেখ হাসিনার শাসনামলে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপের বিচার এবং তাদের শাস্তি নিশ্চিত করা। ছাত্রদলের তরফ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের সহযোগীদের বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে। ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলন পরিচালিত হবে এবং প্রতিষ্ঠানের প্রধানদের স্মারকলিপি প্রদান করা হবে।

নেতৃদ্বয় ছাত্রদলের সকল নেতাকর্মী এবং ছাত্রসমাজের প্রতি এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে দেশব্যাপী এই আন্দোলন আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ