আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১২/০১/২০২৫ ০৪:৪০পি এম
শকিং সিদ্ধান্ত! লিটন কুমার দাসকে বাদ দিয়ে বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণা
আগামী মাসে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তবে, এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার লিটন কুমার দাসের। তার পাশাপাশি, স্কোয়াডে নেই সাকিব আল হাসানও। লিটনের বাদ পড়া নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে সেরা ৮টি দল অংশ নেবে। বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণার পর থেকেই লিটনের বাদ পড়া নিয়ে আলোচনা চলছে। লিপু জানিয়েছেন, সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স না পাওয়ায় লিটনকে দলে রাখা হয়নি।
লিপু আরও বলেন, "লিটন সম্প্রতি রান খরায় ভুগছে এবং আউট হওয়ার ধরন প্রায় একই রকম। বিশেষত সাদা বলের ক্রিকেটে পাওয়ারপ্লের সময় সুযোগ কাজে লাগাতে পারেনি। উদাহরণস্বরূপ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন আমরা প্রায় ৩০০ রান করেছি, তখন তার স্ট্রাইকরেট ভালো ছিল না, যা তার পার্টনারের ওপর চাপ তৈরি করেছে।"
তিনি বলেন, "তবুও আমরা লিটনের ওপর আস্থা রেখেছিলাম এবং তাকে অনেক ম্যাচ খেলিয়েছি, তবে ধারাবাহিক রান না পাওয়ার কারণে দল নির্বাচনে তার প্রতি আস্থা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।"
লিটনের বাদ পড়ার কারণে ওপেনার হিসেবে দলে জায়গা পেয়েছেন তরুণ পারভেজ হোসেন ইমন। নির্বাচক প্যানেল বিশ্বাস করছে, নতুন রক্তের মিশ্রণে বাংলাদেশ দলের জন্য ইতিবাচক ফলাফল আনতে সক্ষম হবে।
লিটনের বাদ পড়া নিঃসন্দেহে একটি বড় সিদ্ধান্ত। তবে বিসিবি মনে করছে, তরুণদের ওপর আস্থা রেখে একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করাই শ্রেয়। এখন দেখার বিষয়, দলটি নিজেদের পারফরম্যান্স দিয়ে সমালোচনার জবাব দিতে পারে কি না।