আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১১/০১/২০২৫ ০২:১২পি এম
কালকিনিতে সমাপ্ত হলো মাসব্যাপী শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট: রক্তাক্ত জুলাই দলের চ্যাম্পিয়ন
মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত মাসব্যাপী শহীদ জিয়া স্মৃতি নাইট শট-পিচ ক্রিকেট টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে। শুক্রবার রাতে সাহেবরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জমজমাট আয়োজন ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের আয়োজক ও অতিথিবৃন্দ
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক তারা মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু তাহের হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাসুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান পলাশ ও এবি এম মাহমুদ আলম সরদার। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য হুমায়ুন কবির সিপন, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, কালকিনি উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান বেপারী, সদস্য সচিব এডভোকেট মিজানুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ফাইনাল খেলা ও বিজয়ীদের উচ্ছ্বাস
ফাইনাল খেলায় উত্তেজনাপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হয় উত্তর সাহেবরামপুর একাদশ এবং রক্তাক্ত জুলাই দল। দীর্ঘ এক মাস ধরে ধারাবাহিকভাবে খেলা পরিচালনার পর এই ফাইনাল ম্যাচে রক্তাক্ত জুলাই দল তাদের দারুণ নৈপুণ্যে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উচ্ছ্বাস আর আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
সমাজে ক্রীড়ার ভূমিকা
এই আয়োজন শুধু একটি টুর্নামেন্টের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং ক্রীড়ার মাধ্যমে সমাজে যুবসমাজকে উজ্জীবিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আয়োজকদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও আরও বেশি জনপ্রিয়তা পাবে বলে আশা করা যায়।
শহীদ জিয়ার স্মরণে এমন একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করে অতিথিরা বলেন, "এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সহায়তা করবে।