আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১০/০১/২০২৫ ০৭:১৬পি এম
দেশের উন্নতির জন্য অরাজনৈতিক ঐক্য প্রয়োজন, বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য একান্ত প্রয়োজন।" শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে বিএনপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সমৃদ্ধ, অগ্রসর ও আন্তরিক বাংলাদেশ নির্মাণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ।" তিনি এ সময় বর্তমান আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, "গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, যার সবচেয়ে বড় উদাহরণ ক্রীড়াঙ্গনের দলীয়করণ।"
ফুটবল টুর্নামেন্টের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, "রাজনৈতিক দল এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করছে, এটি রাজনীতির নতুন ধারণা। তারেক রহমানের এই উদ্যোগ তরুণ সমাজকে ক্রীড়াঙ্গনে আরও সক্রিয় করে তুলবে।" তিনি আরও বলেন, "এটা আমাদের উদ্দেশ্য, মাদক থেকে দূরে রেখে তরুণদের খেলাধুলায় মনোযোগী করে গড়ে তোলা।"
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ করেন, "আসুন, আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ, অগ্রসর বাংলাদেশ গড়তে কাজ করি, যেখানে তরুণদের ভূমিকা হবে অগ্রগামী।"
এই বক্তৃতার মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং তরুণ সমাজের প্রতি আস্থা প্রকাশ করেছেন, যা আগামী দিনে দেশের উন্নয়নশীল পথে নতুন একটি দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে।