আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১০/০১/২০২৫ ০৭:০৫পি এম
শোকাবহ জুলাই বিপ্লবে নিহত আরও ৬ জনের মরদেহ শনাক্ত: সেলের পক্ষ থেকে নতুন তথ্য প্রকাশ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাওয়া গেছে জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহত আরও ৬ অজ্ঞাত মরদেহের সন্ধান। শুক্রবার (১০ জানুয়ারি) ঢামেকের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। ‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’ সূত্রে জানা যায়, মরদেহগুলির মধ্যে রয়েছে এক পুরুষ (২০), এক পুরুষ (২৫), এক পুরুষ (২২), এক মহিলা (৩২), এক পুরুষ (৩০) এবং এনামুল (২৫)।
বিশেষ সেল জানায়, ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক হিমাগারে মরদেহগুলোর ডিএনএ ও পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এসব অজ্ঞাত মরদেহগুলোর পরিচয় শনাক্ত করতে এবং তাদের পরিবার খুঁজে বের করতে প্রয়াস চালানো হচ্ছে। সম্প্রতি, সেলের একটি টিম শাহবাগ থানায় গিয়ে বিষয়টি নিশ্চিত করেছে, যেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুরও মরদেহগুলোর বিষয়ে অবহিত করেছেন।
যদি কারও পরিবারের সদস্যদের নিখোঁজ হয়ে থাকেন, তাহলে সেলটি তাদের সাহায্য করার জন্য একটি নম্বর (০১৬২১৩২৪১৮৭) প্রদান করেছে, যাতে তারা সরাসরি যোগাযোগ করতে পারেন।
এখনও পর্যন্ত, এই ছয়টি মরদেহ শনাক্ত না হওয়ার কারণে অনেক পরিবার তাদের প্রিয়জনের সন্ধানে উদ্বিগ্ন। বিশেষ সেল বলছে, শনাক্তকরণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং যত দ্রুত সম্ভব সকল তথ্য নিশ্চিত করা হবে।