আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১০/০১/২০২৫ ০৭:০৯পি এম
কুয়াকাটায় এক ট্রলারে মিলল ১৯৫ মণ ইলিশ, বিক্রি ৪০ লাখ টাকারও বেশি!
কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে সম্প্রতি এক ট্রলারে ধরা পড়েছে ১৯৫ মণ ইলিশ, যা বিক্রি হয়েছে প্রায় ৪০ লাখ ১৪ হাজার টাকায়! এই বিরল ঘটনা ঘটেছে গত ১০ জানুয়ারি, শুক্রবার দুপুরে। আলীপুর মৎস্য বন্দরের মেসার্স ফাইভ স্টার নামক আড়তে পৌঁছানো এই মাছগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন সাইজের ইলিশ, তবে বেশিরভাগ মাছের সাইজ ছিল ছোট, যার কারণে দাম কিছুটা কম পায়।
মাছটি ধরা পড়েছে গত ৫ জানুয়ারি আলীপুর ঘাট থেকে যাত্রা করা ট্রলার এফবি বিসমিল্লাহ-১ থেকে। ট্রলারটি ১৭ জন জেলে নিয়ে কুয়াকাটার পূর্ব-দক্ষিণে ৯০ কিলোমিটার গভীর সমুদ্রে জাল ফেলে ইলিশ সংগ্রহ করে। প্রায় চার দিন সমুদ্রে কাটানোর পর মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। এখানে তিনটি আলাদা সাইজে মাছগুলো ভাগ করা হয়, তবে ছোট সাইজের মাছের দাম ছিল কম— প্রতি মণ ১৫ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে।
এফবি বিসমিল্লাহ-১ এর মালিক খলিলুর রহমান খান জানান, গত কিছুদিন ধরে সাগরে মাছের পরিমাণ কমে গেছে, ফলে তাদের অনেকটাই লোকসান হচ্ছিল। তবে এই বিপুল পরিমাণ মাছ বিক্রি করে তারা কিছুটা হলেও ক্ষতি পূরণ করতে পারবে।
ট্রলারের মাঝি একলাস গাজী বলেন, "এটা আল্লাহর ইচ্ছা, সমুদ্রের গভীরে গিয়ে যখন মাছ পেয়েছি, তখন মনে হয়েছে আমাদের জন্য মহান আল্লাহর দয়া।" তিনি আরও জানান, এই সময়ের মধ্যে এত বড় মাছ ধরা পড়া সত্যিই এক আশ্চর্য ঘটনা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, "শীতকাল ইলিশের ভরা মৌসুম নয়, তবে এটা সত্যিই অবাক করার মতো, একটি ট্রলারে এত পরিমাণ ইলিশ পাওয়া বিরল ঘটনা।"
এখানে সবার চোখে চোখ পড়েছে এই বিরল ঘটনার দিকে, এবং এটি মৎস্য ব্যবসায়ী ও জেলেদের জন্য এক নতুন আশার আলোর মতো এসেছে।