আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১০/০১/২০২৫ ০৭:০২পি এম
ঢাকা মেডিক্যালে জুলাই অভ্যুত্থানে শহীদ ৬ বেওয়ারিশ লাশ: পরিচয় পাওয়া গেল একজনের, বাকি ৫ জনের রহস্য
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আরও ছয়টি বেওয়ারিশ লাশের সন্ধান পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেল, তাদের অনুসন্ধান থেকে এ তথ্য জানায়। শুক্রবার (১০ জানুয়ারি) সেল সম্পাদক জাহিদ আহসানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়।
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল জানায়, তাদের অনুসন্ধানে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক মর্গে ছয়টি অজন্য মৃতদেহ পাওয়া গেছে, যেগুলোর পরিচয় এখনও শনাক্ত হয়নি। সেলের একটি টিম আজ সকালে শাহবাগ থানায় গিয়ে তথ্য সংগ্রহের জন্য সেখানে উপস্থিত হয় এবং শাহবাগ থানার ওসি খালিদ মনসুর নিশ্চিত করেন যে, ছয়টি বেওয়ারিশ লাশ এখনো মর্গে সংরক্ষিত রয়েছে। তবে, এদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে; তার নাম এনামুল (২৫)।
অন্যদের পরিচয় এখনও অজ্ঞাত। জানা গেছে, মৃতদেহগুলো হলো:
অজ্ঞাতনামা পুরুষ (২০),
অজ্ঞাতনামা পুরুষ (২৫),
অজ্ঞাতনামা পুরুষ (২২),
অজ্ঞাতনামা নারী (৩২),
অজ্ঞাতনামা পুরুষ (৩০)।
ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, পাঁচজনের মৃত্যুর কারণ আঘাতজনিত, এবং একজনের (এনামুল) মৃত্যু হয়েছে "ডিজিস্ট ওপর থেকে নিচে পড়ে" বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বিশেষ সেল আরও জানায় যে, শাহবাগ থানা কর্তৃপক্ষ জানায়, এই লাশগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যদের। তবে কবে, কীভাবে এবং কোন তারিখে এই লাশগুলো মর্গে আনা হয়েছে, তা স্পষ্ট হয়নি। আন্দোলনকারী সেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়ে বলেছে, বেওয়ারিশ লাশগুলো পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক।
এছাড়া, যদি উল্লিখিত বয়সের মধ্যে কেউ নিখোঁজ হয়ে থাকেন, তবে তাদের পরিবারকে অনুরোধ করা হচ্ছে, তারা যেন এই সেলের সঙ্গে যোগাযোগ করেন এবং নিখোঁজ ব্যক্তির সম্পর্কে তথ্য প্রদান করেন।