আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১০/০১/২০২৫ ০৩:৩২পি এম
তামিম-হেলস দ্বন্দ্বে উত্তপ্ত বিপিএল! সতর্কতায় রক্ষা পেলেন বরিশাল অধিনায়ক
সিলেটে বৃহস্পতিবারের ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক রুদ্ধশ্বাস লড়াই উপহার দেয় ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। ম্যাচের শেষ ওভারে ২৬ রান তাড়া করে অবিশ্বাস্য জয় তুলে নেয় রংপুর রাইডার্স। কিন্তু ম্যাচের নাটকীয়তার রেশ কাটতে না কাটতেই মাঠে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।
দলের হারে হতাশ তামিম ইকবাল ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যান। হেলস অভিযোগ করেন, তামিম তাকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করেছেন।
মাঠের ঘটনার প্রেক্ষাপট
ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা যখন সৌজন্য সাক্ষাতে হাত মেলাতে যান, তখন ঘটনার সূত্রপাত। প্রত্যক্ষদর্শীদের মতে, হেলস তামিমের উদ্দেশ্যে আপত্তিকর ভঙ্গি করেন। এতে উত্তেজিত হয়ে তামিম বলেন, "এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।"
এই কথার প্রতিক্রিয়ায় উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। একপর্যায়ে তামিম মেজাজ হারিয়ে হেলসের দিকে তেড়ে যান। তখন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিমসহ অন্য খেলোয়াড় ও স্টাফরা পরিস্থিতি শান্ত করেন।
তামিমের লঘু শাস্তি
ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল জানিয়েছেন, আম্পায়ারদের প্রতিবেদন ও প্রমাণ বিশ্লেষণ করে তামিম ইকবালকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি তামিমের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। যেহেতু তামিম অভিযোগ স্বীকার করেছেন, তাই শুনানির প্রয়োজন হয়নি।
তবে বিসিবি থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
হেলসের প্রতিক্রিয়া
একটি টিভি চ্যানেলে হেলস অভিযোগ করেন, তামিম তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। তিনি বলেন, "সে (তামিম) হারের হতাশা থেকে আমাকে আক্রমণ করেছে। আমি তাকে কিছু বলিনি। তবুও সে ২০২১ সালে আমার নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুলে ব্যক্তিগত আক্রমণ করেছে, যা লজ্জাজনক।"
ক্রিকেটীয় উত্তেজনা নাকি অপ্রত্যাশিত ঘটনা?
বিপিএলের মতো টুর্নামেন্টে এমন ঘটনা অবশ্যই অনভিপ্রেত। মাঠের লড়াই মাঠেই সীমাবদ্ধ থাকা উচিত। যদিও ঘটনাটি লঘু শাস্তির মধ্য দিয়ে সমাধান হয়েছে, তবুও এই বিতর্ক বিপিএলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে অনেকেই মনে করছেন।
বিপিএলের মতো আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্টে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।