আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০৮/০১/২০২৫ ০২:৫০পি এম
অস্কারের দৌড়ে প্রথমবারের মতো বাংলা সিনেমা: নতুন ইতিহাস গড়ল 'পুতুল'
অস্কারের মতো মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় প্রথমবারের মতো বাংলা সিনেমা জায়গা করে নিয়েছে। ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘পুতুল’ সেরা ছবি (বেস্ট পিকচার) ক্যাটাগরিতে স্থান পেয়ে ইতিহাস গড়েছে।
সোমবার (৬ জানুয়ারি) দ্য একাডেমি অব মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস প্রকাশিত একটি তালিকায় মোট ৩২৩টি চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে ২০৭টি ছবি সেরা ছবি ক্যাটাগরিতে মনোনীত হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই তালিকায় রয়েছে ইন্দিরার ‘পুতুল’, যা আন্তর্জাতিক মানের আরও বিখ্যাত ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে।
এ ছাড়াও আরও ছয়টি ভারতীয় ছবি এই তালিকায় স্থান পেয়েছে। এগুলো হলো ‘কাঙ্গুবা’, ‘আদুজীভিথাম-দ্য গোট লাইফ’, ‘সন্তোষ’, ‘স্বতন্ত্র বীর সাভারকর’, ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ এবং ‘গার্লস উইল বি গার্লস’।
এর আগে ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’ অস্কারের জন্য মনোনীত হয়েছিল। যদিও শেষ পর্যন্ত গানটি প্রতিযোগিতা থেকে বাদ পড়ে। তবে পরিচালক ইন্দিরা ধর মুখার্জি এ নিয়ে মোটেও হতাশ নন। তার মতে, ‘ইতিহাস তৈরি করতে পেরেছি, সেটাই বড় প্রাপ্তি।’
অস্কার প্রতিযোগিতার বিষয়ে ইন্দিরা বললেন, ‘আমার কাজকে ভালোবাসা এবং সেরা ছবি ক্যাটাগরিতে প্রতিযোগিতা করার সুযোগ দেওয়ার জন্য একাডেমি কমিটিকে ধন্যবাদ জানাই। এটি আমাদের জন্য গর্বের মুহূর্ত।’
৯৭তম অস্কারের চূড়ান্ত মনোনয়নের জন্য আজ (৮ জানুয়ারি) থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে ১৭ জানুয়ারি। আর এই বছরের অস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২ মার্চ। এবার অপেক্ষার পালা, বাংলা সিনেমার প্রথম অস্কার জয়ের ইতিহাস তৈরি হয় কি না!