বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ৩০/১২/২০২৪ ০৯:৫৭এ এম

বই সংকটে নতুন শিক্ষাবর্ষ: কোটি শিক্ষার্থী বিপাকে!

বই সংকটে নতুন শিক্ষাবর্ষ: কোটি শিক্ষার্থী বিপাকে!
নতুন শিক্ষাবর্ষ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। কিন্তু বিপুলসংখ্যক পাঠ্যবই এখনো ছাপানো হয়নি বলে জানা গেছে। এতে দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে জানা গেছে, ছাপার কাজ এখনও শেষ না হওয়ায় শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়ের মধ্যে বই পৌঁছানো সম্ভব নাও হতে পারে।

এদিকে, বই ছাপার কাজে জড়িত কর্তৃপক্ষ জানিয়েছে, কাগজ সংকট এবং প্রযুক্তিগত সমস্যার কারণে এ বিলম্ব হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় দ্রুত সমাধানের আশ্বাস দিলেও শিক্ষার্থী ও অভিভাবকরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের কারণে শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এই পরিস্থিতি দেশের শিক্ষা ব্যবস্থার ওপর কী প্রভাব ফেলবে, সেটি নিয়ে এখনই সতর্ক হতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ