রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০২/০১/২০২৫ ০৩:১৯পি এম

শোকের ছায়া কলকাতায়: প্রয়াত 'বাঘাযতীন' পরিচালক অরুণ রায়

শোকের ছায়া কলকাতায়: প্রয়াত 'বাঘাযতীন' পরিচালক অরুণ রায়
কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে বছর শুরুর দিনেই শোকের ছায়া। ক্যানসার আক্রান্ত হয়ে ১ জানুয়ারি প্রয়াত হলেন জনপ্রিয় টালিউড পরিচালক অরুণ রায়। তিনি দীর্ঘদিন ধরে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাঁর পাশে ছিলেন বন্ধু অভিনেতা কিঞ্জল নন্দ, এবং অভিনেতা দেবও হাসপাতালে গিয়ে তাঁর সাথে সময় কাটান।

অরুণ রায়ের পরিচালনায় ২০২৩ সালে মুক্তি পেয়েছিল 'বাঘাযতীন', যা দেব অভিনীত একটি সুপারহিট ছবি ছিল। শারীরিক অবস্থা খারাপ থাকা সত্ত্বেও এই ছবির প্রচারে তিনি অংশ নিয়েছিলেন, এবং দেবের সাহসিকতায় পুরো প্রচার সময়টি চলে। ক্যানসারের পরও তিনি বিশ্রাম নিতে না চেয়ে কাজ চালিয়ে গিয়েছিলেন, যা তার দুর্দান্ত পরিশ্রমের প্রমাণ।

অরুণ রায়ের সঙ্গে কাজ করা কিঞ্জল নন্দ তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন। অবশেষে, বৃহস্পতিবার সকালে তার প্রয়াণ ঘটে, যা টলিউড ইন্ডাস্ট্রিতে গভীর শোকের সৃষ্টি করেছে। তার অবদান ও পরিচালনা টলিউডের ইতিহাসে চিরকাল স্মরণীয় থাকবে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ