আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০২/০১/২০২৫ ১১:৫৮এ এম
শীতের তীব্রতা বেড়েছে, দেশের কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি থাকবে কয়দিন?
দেশজুড়ে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বছরের শুরুতেই ঢাকাবাসী নতুন করে শীতের প্রকোপ অনুভব করছেন। গত কয়েকদিনের তুলনায় আজ (২ জানুয়ারি) তাপমাত্রা আরও নিচে নেমে গেছে।
ভোর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কুয়াশার চাদরে ঢেকে রয়েছে পরিবেশ। আজ সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৯টায় ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় আরও কম। রাজধানীতে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের মতে, উত্তরের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট এবং নোয়াখালী পর্যন্ত বিস্তৃত কুয়াশার দাপট আরও দুই-তিন দিন থাকতে পারে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তুলনামূলক কম কুয়াশা থাকলেও, দেশজুড়ে শীতের অনুভূতি ক্রমেই বাড়ছে।
জানুয়ারি মাসের পূর্বাভাস অনুযায়ী, দেশে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পশ্চিম, উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে যাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। দেশের অন্যান্য স্থানে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, "বর্তমান কুয়াশা দুই-তিন দিন স্থায়ী হতে পারে। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও জানুয়ারির শেষের দিকে শীত আবার বাড়তে পারে।" গত বছরের জানুয়ারির মতো এবারের কুয়াশা দীর্ঘ সময় ধরে থাকার সম্ভাবনা কম হলেও, শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বাড়ার শঙ্কা রয়েছে।
দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীতের অনুভূতি আরও বেশি হতে পারে। তাই শীত মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।