রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০২/০১/২০২৫ ১২:৫৪পি এম

হাতিয়ায় কৃষককে পেটানো যুবদলের দুই নেতা বহিষ্কার

হাতিয়ায় কৃষককে পেটানো যুবদলের দুই নেতা বহিষ্কার
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় পুলিশ ফাঁড়িতে ডেকে কৃষক ও তার ছেলেকে বেধড়ক পেটানো যুবদলের দুই নেতা বহিষ্কার হয়েছেন। ৩০ ডিসেম্বর সোমবার, নোয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক রায়সুল হায়দার বাবুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত দুই নেতা হলেন— বুড়িরচর ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল উদ্দিন রনি এবং ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাহেদ কামার। এই সিদ্ধান্ত নেয়া হয়েছে শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতাদের অপকর্মের দায় দল নেবে না এবং তাদের সাথে কোনো সাংগঠনিক সম্পর্ক রাখার জন্য এলাকার যুবদল নেতাদের নিষেধ করা হয়েছে।

এর আগে, রুবেল উদ্দিন রনির বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, এবং কৃষক মোস্তফাকে হত্যার হুমকির মতো নানা অভিযোগ উঠেছিল। এছাড়া, তিনি ২৬ ডিসেম্বর রাতে বুড়িরচর সাগরিয়া পুলিশ ফাঁড়িতে কৃষক জসীম উদ্দিন এবং তার ছেলে পল্লী চিকিৎসক রোকাম হোসেনকে বেধড়ক পিটিয়ে আহত করেন। এর কিছুদিন আগেই, রুবেল উদ্দিনের অনৈতিক কার্যকলাপের বেশ কয়েকটি কল রেকর্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল।

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আমিন সুমন বলেন, "যে কোন নেতা দলের শৃঙ্খলা ভঙ্গ করবে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের নিয়ে দল আর কোনো দায়দায়িত্ব নেবে না।"

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ