আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০২/০১/২০২৫ ০২:৪৩পি এম
যুক্তরাষ্ট্রে গাড়ি হামলা: সন্দেহভাজন জব্বার নিয়ে চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্স শহরে বর্ষবরণ উৎসবে ভয়াবহ গাড়ি হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী শামসুদ-দীন জব্বার (৪২) পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তার পরিচয় ও অতীত নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
হামলাকারীর পরিচয় ও অতীত:
শামসুদ-দীন জব্বার ছিলেন টেক্সাসের বাসিন্দা এবং একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন। টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, জব্বার এর আগে দুটি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ২০০২ সালে টেক্সাসের কেটি শহরে ছোট একটি চুরির ঘটনায় তাকে গ্রেফতার করা হয় এবং দোষী সাব্যস্ত হলে সামান্য জরিমানা দেওয়া হয়। ২০০৫ সালে তাকে অবৈধ ড্রাইভিংয়ের অভিযোগে আবার গ্রেফতার করা হয়।
অর্থনৈতিক সংকট ও পারিবারিক জটিলতা:
জব্বারের জীবনে আর্থিক সংকট বড় ভূমিকা পালন করেছিল। দ্বিতীয় বিয়ের পর তার উপর ১৬,০০০ ডলারের ঋণের বোঝা চাপে। পাশাপাশি তার রিয়েল এস্টেট ব্যবসা থেকে ২৮,০০০ ডলারের ক্ষতি হয়। এসব বিষয় তার মানসিক অবস্থাকে প্রভাবিত করেছিল বলে ধারণা করা হচ্ছে।
তদন্তে চাঞ্চল্যকর তথ্য:
হামলার ঘটনায় ব্যবহৃত ট্রাকটিতে বরফ রাখার পাত্রের মধ্যে একাধিক বোমা পাওয়া যায়, যা পরে নিষ্ক্রিয় করা হয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, জব্বারের কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শ বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ছিল কি না। এফবিআই এ বিষয়ে গভীর তদন্ত চালাচ্ছে।
হামলার প্রভাব:
বর্ষবরণ উৎসবে এমন প্রাণঘাতী হামলা যুক্তরাষ্ট্রজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
ঘটনাটির পেছনের কারণ ও জব্বারের জীবনের জটিল দিকগুলো উন্মোচন করতে তদন্তকারীরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন