আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০২/০১/২০২৫ ০৩:৩২পি এম
লিটন দাসের ‘ডাক’ মেরে লজ্জার রেকর্ড: বিপিএলে সর্বোচ্চ ডাকের মালিক তিনি!
লিটন দাস, বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার, ব্যাট হাতে যেন থমকে গেছেন। তার ব্যাটিং ফর্ম বিপিএলে একেবারে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি, ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএলের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে ব্যাট করতে নেমে রানের খাতা খুলতেই পারেননি লিটন। তার এই ‘ডাক’ মারার ঘটনা তার ক্যারিয়ারে এক নতুন লজ্জার রেকর্ড সৃষ্টি করেছে।
বিপিএলে একাধিকবার ডাক মারার জন্য লিটন দাস এখন টপ অর্ডারে সবচেয়ে বেশি ডাক মারার মালিক। ১১টি ডাকের সঙ্গে এই রেকর্ডে তিনি যোগ দিয়েছেন এনামুল হক বিজয়কে, যিনি ১০টি ডাক মারেন। তবে, পজিশন ভেদে যদি হিসাব করা হয়, বিজয়কে ছাড়িয়ে বিপিএলের সবচেয়ে বেশি ডাকের রেকর্ড এখনও ধরে রেখেছেন তিনি। সৌম্য সরকার ও মাশরাফি বিন মর্তুজা ১১ বার করে ডাক মেরেছেন, আর ইমরুল কায়েসও ১০টি ডাক মারেন।
লিটনের এই ব্যর্থতা ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন প্রশ্ন তৈরি করেছে— তিনি কি দ্রুতই ফিরবেন ফর্মে, নাকি এই লজ্জার রেকর্ডই তার ক্যারিয়ারের একটা বড় বাঁক?