আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০২/০১/২০২৫ ১২:১২পি এম
হাবিবের বুদ্ধিতে ১৩০০ কোটি টাকার ‘পচা শেয়ারে’ ডুবল আইসিবি!
সরকারি-বেসরকারি ব্যাংক ও প্রতিষ্ঠানের কাছে প্রায় ৯ হাজার ৬৭৭ কোটি টাকা ঋণের ভারে জর্জরিত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এর মধ্যে ২০১৬ সালে উচ্চমূল্যে ‘পচা শেয়ার’ কেনার কারণে প্রতিষ্ঠানটি এখন প্রায় ১,২৯৫ কোটি টাকার লোকসানের মুখে।
তৎকালীন উপ-মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে দুর্বল কোম্পানির শেয়ারগুলো বেশি দামে কেনা হয়েছিল। বাজার বিশ্লেষকদের মতে, কারসাজি করে দুর্বল কোম্পানির শেয়ার কেনার মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ হাসিলের সম্ভাবনা রয়েছে।
২০১৬ সালে আইসিবি ১,৯২৯ কোটি টাকায় ৪১টি দুর্বল কোম্পানির শেয়ার কিনেছিল, যেগুলোর বর্তমান বাজারমূল্য নেমে এসেছে মাত্র ৬৩৪ কোটি টাকায়। ফলে প্রতিষ্ঠানটির সঙ্গে বিনিয়োগকারীরাও বিপাকে পড়েছেন।
আইসিবির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ জানান, প্রতিষ্ঠানটি ঋণের চাপ কাটিয়ে উঠতে চেষ্টা করছে। তবে ‘পচা শেয়ার’ কেনায় কারও প্ররোচনা থাকলে তা খতিয়ে দেখা হবে।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে মো. হাবিবুর রহমান বলেন, “এই শেয়ারগুলো কিনতে আমার একক ক্ষমতা ছিল না। এটি দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে।”
এ পরিস্থিতি দেশের পুঁজিবাজার ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন।
আইসিবি কর্তৃপক্ষ এখন সংকট কাটিয়ে উঠতে চেষ্টা করলেও, ২০১৬ সালের ভুল সিদ্ধান্তের জন্য প্রতিষ্ঠানটির সুনাম ও অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।