close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Tiếp theo

উপজেলা দিবস উপলক্ষে দিনাজপুরে জাতীয় পার্টির আলোচনাসভা

15 Lượt xem· 23/10/25
Salahuddin Ahmed
Salahuddin Ahmed
4 Người đăng ký
4
Trong Chính trị

⁣⁣জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট জুলফিকার হোসেন বলেছেন,পল্লী বন্ধু এরশাদ শুধু উপজেলা পরিষদই বাস্তবায়ন করেননি, বাংলাদেশের ৪৩টি মহকুমাকে জেলায় রুপান্তরিত করে দেশকে সার্বক্ষনিক ভাবে উন্নয়নের ছোয়া দিয়ে গেছেন। পল্লী বন্ধু এরশাদ যে ভাবে বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিলেন সেই সময়ের রাজনীতিবিদের তা দেখে মাথা ঘুরে গিয়েছিল। তারা ভেবেছিল পল্লীবন্ধু হোসেন মুহাম্মাদ এরশাদ একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিয়ে বাংলাদেশের মানুষকে যদি এগিয়ে নিয়ে যায তাহলে তাদের রাষ্ট্র শোষন করার সুযোগ আসবেনা,দেশের অর্থ লুটপাট করার সুযোগ আসবে না। তাই সেদিন তারা মিথ্যা আখ্যা দিয়ে এরশাদের বিরুদ্ধে মিথ্যা স্বৈরাচারের আখ্যা দিয়ে আন্দোলন করেছিল।
এরশাদের জাতীয় পার্টি এদেশের মাটি মানুষরর সাথে মিশে আছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সহজ নয়। মেনে নেওয়া হবেনা। জিএম কাদেরের নের্তৃত্বে জাতীয় পার্টিকে ক্ষমতায় এনে দেশের সাধারন মানুষকে উন্নয়নে ভাষাতে দেশবাসির প্রতি আহবান জানান।
২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে দিনাজপুরে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য দেন তিনি।

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo