“ট্রাক আমার চরিত্রে পড়ে না, তাই ট্রাকে ভোট নয়” — বেলাল হোসেন হাওলাদার
1
0
2 Pogledi·
22/01/26
U
Politika
“ট্রাক এটা আমার কোনো চরিত্রের মধ্যেই পড়ে না, আমি কেন ট্রাকের মধ্যে ভোট দিবো?”—এমন স্পষ্ট ও সাহসী বক্তব্য দিয়েছেন বেলাল হোসেন হাওলাদার।
তিনি বলেন, ভোট দেওয়া শুধু প্রতীকের বিষয় নয়, এটি আদর্শ, চরিত্র ও নীতির প্রশ্ন। নিজের বিশ্বাস ও মূল্যবোধের বাইরে গিয়ে তিনি কোনো প্রতীকে ভোট দিতে রাজি নন বলেও জানান।
বেলাল হোসেন হাওলাদারের এই বক্তব্য ইতোমধ্যে এলাকায় আলোচনার জন্ম দিয়েছে এবং ভোটারদের মাঝে ভিন্নমাত্রার ভাবনার সুযোগ তৈরি করেছে।
ভিডিওটি দেখুন, শুনুন তার স্পষ্ট অবস্থান ও যুক্তিপূর্ণ বক্তব্য।
Prikaži više
0 Komentari
sort Poredaj po
