Susunod

বিএনপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাজিতপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

124 Mga view· 14/07/25
MD JAHANGIR ALAM
MD JAHANGIR ALAM
2 Mga subscriber
2

বিএনপি নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, মিথ্যাচার ও পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

সোমবার ১৪ জুলাই বিকেল ৪টায় বাজিতপুর বাজারের বাশমহল থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। সিনেমাহল মোড় হয়ে বাজার প্রদক্ষিণ করে মিছিলটি আবার বাশমহলে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বাজিতপুর উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দলের নেতাকর্মীরা।

সমাবেশে মনিরুজ্জামান মনির বলেন তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে জামাত, চরমোনাই এবং এনসিপির সঙ্গে মিলে একটি মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে, যা একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র।
তিনি আরও বলেন, “যারা দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের জায়গা বাংলাদেশে নয়। তাদের ঠিকানা দিল্লি, নয়তো পাকিস্তানের পিন্ডিতে হওয়া উচিত।

সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা আমিনুল হক মোস্তফা বলেন “শহীদ জিয়ার বিএনপির বিরুদ্ধে এখন চতুরদিক থেকে ষড়যন্ত্র চলছে, কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে আমরা ইনশাল্লাহ সেই ষড়যন্ত্র রুখে দেব।

বক্তারা আরও অভিযোগ করেন, সরকার ও তাদের মিত্ররা দমন-পীড়নের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করতে চায়। কিন্তু বিএনপি রাজপথেই এর জবাব দেবে। প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

Magpakita ng higit pa

 0 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Susunod