Suivant

টাঙ্গাইল সদর বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৫ জন গ্রেফতার........

4 Vues· 13/08/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
11 Les abonnés
11
Dans Crime

যৌথবাহিনীর অভিযানে জুয়া ও মাদক সেবনের সময় আটক

টাঙ্গাইল শহরে যৌথবাহিনীর অভিযানে জুয়া খেলা ও মাদক সেবনের সময় টাঙ্গাইল সদর বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের কিছু এলাকায় জুয়া খেলা ও মাদক সেবনের অভিযোগ আসছিল। এ প্রেক্ষিতে জেলা পুলিশ, ডিবি ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে আছেন—
১. আজগর আলী (৫০), পিতা: মৃত আব্দুল মজিদ, গ্রাম: পাতুলিয়া, টাঙ্গাইল।
২. রক্ষিত (৫৫) বিশ্বজিৎ, পিতা: বিধুন ভূষণ লক্ষ্মী, গ্রাম: কালিবাড়ি, টাঙ্গাইল।
৩. মো: শাহ আলম খান মিঠু (৫৫), পিতা: আব্দুর সবুর খান (বীর বিক্রম), গ্রাম: পূর্ব আদালত পাড়া, টাঙ্গাইল।
৪. জসিম উদ্দিন (৫৭), পিতা: মৃত কোবাদা আলি, গ্রাম: পাট দিঘলিয়া, টাঙ্গাইল।
৫. গোলাম মাওলা (৪৮), পিতা: আব্দুল কাদের, গ্রাম: খুদর জুগলি, ডাক: বাখিল, টাঙ্গাইল।
… (এভাবে বাকিদের নাম)

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে জুয়া ও মাদক সেবনের আসর বসত। তবে একসঙ্গে এত সংখ্যক গ্রেফতারের ঘটনা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন।

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant