close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

次に

⁣সুন্দরগঞ্জে ভুয়া কাগজ তৈরি করে জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত...

4 ビュー· 31/07/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
10 加入者
10
犯罪

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ভাটি বোচাগাড়ী মৌজার ভুয়া কাগজ তৈরি করে ৩৭ একর জমি দখল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
ভাটি বোচাগাড়ী চরাঞ্চলবাসীর আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য দেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ রেজাউল করিম জোদ্দার, ভুক্তভোগী মোঃ আঙ্গুর মিয়া, আব্দুস সামাদ, মোছাঃ রাবেয়া বেগম, মোছাঃ মনোয়ারা বেগম।
বক্তারা বলেন, ভুমিদস্যু সুরুজ্জামান, হায়দার ও তাদের সহযোগীরা চরাঞ্চলবাসীর শত শত বিঘা জমি ভুয়া কাগজ তৈরি করে দখল করে আছে। কেউ কিছু বল্লেই মিথ্যা মামলা দিয়ে হয়রানী সহ নানা রকম হুমকি দেওয়া হচ্ছে।
বক্তারা অতিদ্রুত মিথ্যা মামলা প্রতাহার, দখলকৃত জমি উদ্ধার সহ দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। মানববন্ধনের পরে বিক্ষোভ মিছিল করেন তারা।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に