close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

下一个

সিরাজগঞ্জে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বিক্ষোভ

12,009 意见· 29/07/25
Juwel Hossain
Juwel Hossain
28 订户
28
国家

⁣প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ পুনর্বহালের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ ও মিছিল করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের উদ্যোগে শহরের বাজার স্টেশন মুক্তমঞ্চে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জেলার প্রায় ৪ শতাধিক কিন্ডারগার্টেনের তিন হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হলে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি পাঠ্যবই ও সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল। সে সময় প্রাথমিক বৃত্তি পরীক্ষাও বাতিল করে সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান শুরু হয়। তবে ২০২০ সালে করোনা পরিস্থিতির কারণে সমাপনী পরীক্ষা স্থগিত হলে আবারো চালু হয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা। ২০২২ সালের বৃত্তি পরীক্ষায়ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা অংশ নেয় এবং গেজেট প্রকাশের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়।

গত ১৭ জুলাই হঠাৎ করে একটি সরকারি নির্দেশনায় জানানো হয়, শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এতে বঞ্চিত হয় হাজারো কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, এই সিদ্ধান্তে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা চরম হতাশাগ্রস্ত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটি বৈষম্যমূলক, অমানবিক ও শিক্ষার সমান সুযোগের পরিপন্থী।

এক সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের সমন্বয়ক মো. বরকতুল্লাহ, সদস্য সচিব ফজলুল করিমসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক প্রতিনিধিরা।

显示更多

 0 注释 sort   排序方式


下一个