التالي

শেরপুরে বইপ্রেমীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ — 'সাইলেন্ট বুক রিডিং'

25 المشاهدات· 19/05/25
a m abdul wadud
في حصري

শেরপুর জেলার ডিসি উদ্যানে বইপ্রেমীদের জন্য চালু হয়েছে ব্যতিক্রমধর্মী এক পাঠাভ্যাসমূলক কর্মসূচি — ‘সাইলেন্ট বুক রিডিং’।
তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও অপ্রয়োজনীয় আড্ডা থেকে দূরে রাখতে এবং বইপড়ায় আগ্রহী করে তুলতে এই উদ্যোগ নিয়েছে শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ।

প্রতি শুক্রবার ও শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত যে কেউ এই পাঠচক্রে অংশ নিতে পারছেন।
অংশগ্রহণকারীরা নিরিবিলি পরিবেশে নিজেদের পছন্দের বই নিয়ে বসে পড়তে পারেন ডিসি উদ্যানের মুক্ত বাতাসে।
বর্তমানে তাদের সংগ্রহে ৪০০টিরও বেশি বই রয়েছে, যার মধ্যে রয়েছে জাতীয় পর্যায়ের খ্যাতনামা লেখকসহ শেরপুরের স্থানীয় লেখকদের বই।
সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে পাঠাভ্যাসে ফিরিয়ে আনবে এবং শেরপুরের সাহিত্য-সংস্কৃতিতে নতুন প্রাণ সঞ্চার করবে।

রিপোর্টঃএ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর।

أظهر المزيد

 0 تعليقات sort   ترتيب حسب


التالي