close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

下一个

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

10 意见· 22/03/25
Rabiul Alam
Rabiul Alam
5 订户
5

⁣কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির খবর সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীরা দুর্বৃত্তদের হামলার শিকার হওয়ার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ। শনিবার দুপুরে নগরীর মোঘলটুলী এলাকায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে শতাধিক গণমাধ্যম কর্মী। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সুধী সমাজও এতে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানান। গণমাধ্যম কর্মীরা দাবি করেন, হাসপাতালে যারা দুর্বৃত্তের বেশে গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালিয়েছে তাদের দ্রুত খুঁজে আইনের আওতায় আনতে হবে। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে জর্জরিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কে অপসারণ করতে হবে।

显示更多

 0 注释 sort   排序方式


下一个